ভ্রান্তির বারিধায় বিলুপ্ত নগরী

বৃষ্টি ভেজা (জুলাই ২০১৯)

সেলিনা ইসলাম
  • 0
  • ৪৮
এই শহর বৃষ্টিতে ভেজায়ে,একদিন হারিয়ে যাব
হয়তবা গহীন মাটির কোন সুড়ঙ্গ পথ ধরে
অথবা দূর কোন সবুজ পাহাড়ের নীরব আকর্ষণে
পাখীর কলোরব চিনে নেব স্বর্গীয় সুখ সোপানে।
হয়ত কারো চোখের জলে ক্ষণিক ভেসে যাব দুঃখ ডুবিয়ে দিয়ে
হয়ত কারো মন ভাঙ্গা পাঁড়ে সাঁতার কেটে কেটে-
স্মৃতি ভেজাব,ঝুম বর্ষার দিনে।
নয়ত কোন সমুদ্রের তলদেশে,একা একা যাব ছুটে
আনকোরা কোন জীবনের সন্ধানে।

কিন্তু একী...! এ যে ধ্বংসস্তূপের মাঝে আমার নির্বাসন।
আমি তো কোন সবুজের করিনি আবাদ
ভাবিনি কখনো কেন হয় বাতাসের অবক্ষয়?
আমার ছিল না কোনই পারিপার্শ্বিক অভিপ্রায়।
দেখিনি নদী ঢেউ তুলেছে কিনা! শুনিনি কখনো-
সমুদ্রের গর্জনে কতটা রুদ্ধ তার নিঃশ্বাসের হাহাকার?
কোনদিন ভাবিনি কিছু রেখে যেতে হবে,সত্তা বিবর্ধনে
ভাবিনি পরজন্মেও আবীর ছড়ায়-
ধরণীর বুকে রেখে যাওয়া আলোকিত অবগাহনে।

ঠিক তখনই-ফেরার আকুতি নিয়ে বারবার ডানা দুটো ঝাপটে যাব,
দেখব ঘন বর্ষায় নিসর্গ নগরী তারুণ্যের ছোঁয়া চায়
তবু,তবু পথ পাব না আর কোন
দুজন দু'কালের জমাট বাঁধা অনুভূতি,দ্রবীভূত করে-
জীবদ্দশায় করা ভুলগুলো সব শুধরে নেবার।

ধীরে ধীরে সিক্ত হবে অবচেতন নগরী-
দীর্ঘশ্বাস হবে দীর্ঘ থেকে দীর্ঘতর,ঠিক যেন ঘূর্ণিঝড়ের মত!
বিদ্যুৎ চমকে আগুন জ্বলে যাবে চারদিক...
কেউ কেউ মেঘের বুকে মাথা রেখে হারাতে চাইবে
নিবিড় নিষিক্ত ধারাবর্ষণে
নির্দয় রোদে খাঁ খাঁ জমি হয়ে উঠবে মরুভূমি
ভুলের প্রায়শ্চিত্ত যাবে বেড়ে স্বেদ বর্ষায় জন্ম জন্মান্তরে।
তারপর,যত হল ক্ষয় করে সঞ্চয় বদলে যাবে মন অধীর বেদনায়
তবু,বিনিময় হবে না কখনোই,হারিয়ে যাবার প্রথায়
শূন্যতা নিয়ে সময়ের আগেই নিশ্চিহ্ন হয়ে যাবে-
আমাদের শ্রেষ্ঠত্বের পরিচয়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানভীর আহমেদ বাহ...
অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল।
রাহাত নিবিড় পটভূমিতে গড়া স্নিগ্ধ এক মনোলগ নিঃসীম ভাবনার খোরাক দিয়ে গেলো।
অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল।
মোঃ মোখলেছুর রহমান কবিতার ভাব, প্রকাশ ভঙ্গি, উপমা সব কিছুই চমৎকার।
অনেক অনেক ধন্যবাদ সময় দিয়ে পড়ে মন্তব্য করার জন্য। শুভকামনা নিরন্তর।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

সৃষ্টির সেরা জীব হয়েও এই জনমে নদী সাগর পাহাড় গাছপালা তথা প্রকৃতির প্রতি প্রচণ্ড অবহেলা করলে,পরজন্মেও শান্তি হবে না। যে প্রিয়জনকে কান্নার জলে ভিজিয়ে মৃত্যুবরণ করা,সেই প্রিয়জনদের কথা চিন্তা করে হলেও প্রকৃতির যত্ন নেয়া প্রয়োজন। কিন্তু তা যখন কোনদিন হয়ে উঠে না। তখন একদিন মৃত্যু হবার পর ভুলগুলো স্পষ্ট হবে। একফোঁটা পানির জন্য রক্তঘামে ভিজে যাবে সবাই। তপ্ত রোদের স্নানে পুড়ে যাবে চারদিক। সবাই তখন,নিজেদের ভুলের জন্য সবার কষ্টে তোলপাড় হবে নোনা বর্ষায় ভিজে। সময়ের আগেই শ্রেষ্ঠত্বের ধ্বংসে বেদনার গভীর বর্ষণে সবাইকে ভিজিয়ে,অপারে নিজেকেও ভিজে যেতে হবে।

২৭ মে - ২০১১ গল্প/কবিতা: ১২০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪