আমার বর্ষা-স্নাত কৈশর

বর্ষা (আগষ্ট ২০১১)

সেনা মুরসালিন
  • ১০১
  • 0
  • ১৯
কখনো আচম্বিতে আষাঢ়ের ঢল নামে দু’কুল ছাপিয়ে
উপচে ওঠে মনের আধা-শুকনো নদীগুলো
প্লাবন আসে স্মৃতির বালুচরে
থৈ থৈ জলে ভাসতে থাকে আমার মন-ডিঙ্গি।

বর্ষা-স্নাত কৈশরকে বড্ড মনে পড়ে!

জমাট বাঁধা ছাইরঙ্গা পোয়াতি মেঘগুলো
প্রসব বেদনায় চিৎকার দেয় অকস্মাৎ,
ঝলসে ওঠে বিদ্যুৎ-তরবারী
একটানে চিরে ফেলে কালি-রঙ্গা আকাশ
অঝরে ঝরায় শিশু-বৃষ্টিদের।
উর্বরা ধরনীতে লুকিয়ে থাকা সুপ্ত বীজের ঘুম ভাঙ্গে,
কাঁচা সবুজ বৃক্ষ-শিশু মাটি ফুঁড়ে উঁকি দেয় ধরনীর বুকে।

সত্যিই বর্ষা-স্নাত কৈশরকে বড্ড মনে পড়ে!

বাড়ী ঘিরে রাখা বাঁশের বেড়া থেকে হাতে তৈরী ছিপ,
হেঁশেল থেকে নেওয়া একমুঠো ময়দা,
মা’র দৃষ্টি এড়িয়ে চুপিসারে বেরিয়ে পড়া।
তারপর ঝিপ ঝিপ বৃষ্টির ভেতর
বিশাল একখানা মান-কচুপাতা মাথায় দিয়ে
মন্ডল বাড়ীর পুকুর থেকে ; সিঁদুর-রঙ্গা পুঁটি মাছ ধরে
ভিজে চুপ-চুপে হয়ে বাড়ী ফেরা।

আহা ! বর্ষা-স্নাত কৈশরকে বড্ড মনে পড়ে!

ঘোর-কালো আকাশকে ফুঁটো করে
অঝর ধারায় নেমে আসা বরষা,
অদম্য কৈশরের আমরা ক’জন,
কাদায় পিচ্ছিল মাঠ ও একটি ফুটবল।

বাংলার দামাল কৈশরের ঐতিহ্য বুকে নিয়ে
ছুটছি তো ছুটছি-ই ফুটবলের পেছনে--
“বাঙ্গালী, বরষা ও ফুটবল” মিলে মিশে একাকার।

ইশ! বর্ষা-স্নাত কৈশরকে বড্ড মনে পড়ে!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সেনা মুরসালিন ---পুলক সরকার ---আন্তরিক ধন্যবাদ গ্রহন করুন। আপনার প্রতি আমার শুভ কামনা রইলো।
পুলক সরকার ভাইয়া কবিতা ভালো লাগলো ভোট দিলাম।
সেনা মুরসালিন ---জহির উদ্দীন চৌঃ ---ধন্যবাদ। আপনার জন্যও রইলো শুভ কামনা।
জহির উদ্দীন চৌঃ ইশ! বর্ষা-স্নাত কৈশরকে বড্ড মনে পড়। খুব সুন্দর । শুভ কামনা রইলো।
সেনা মুরসালিন ---শামীম আরা চৌধুরী ----আমার আন্তরিক ধন্যবাদ রইলো।
সেনা মুরসালিন ---রূপায়ন ঘোষ -----আমার আন্তরিক ধন্যবাদ গ্রহন করুন।
রূপায়ন ঘোষ অনেক সুন্দর ভোট দিলাম।
সেনা মুরসালিন M.A.হালিম---ধন্যবাদ। আপনার জন্যও আমার শুভকামনা রইলো।
সেনা মুরসালিন --সেলিনা ইসলাম --- কবিতার প্রতিটা শব্দকে উপলব্ধি করার জন্য আমার আন্তরিক ধন্যবাদ গ্রহন করুন।

২৬ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪