শ্রাবণ

বর্ষা (আগষ্ট ২০১১)

samia sayed
  • ৩২
  • 0
  • ২৪
এলোমেলো বাতাসে দুলছে কেশ,
কালো কালো মেঘ গুলো ছুটছে বেশ,
প্রভাত পেরোল,
দুপুর গরাল,
বিকেলেও যেন আধার গগন,
রাত্রিটা শুধু মিলছে আধারে,
মুশল ধারাতে ঝরবে শ্রবণ।,
আকাশে দূর পানে যতদূর চাহুনী,
ততদূর মেঘগুলো ঠিকানাতে ফেরেনি,
শিহরিত এই বুকে,
আকাশটা গরজে ওঠে,
পদে বাধা নুপুরগুলো ঝনঝন গান গেএ ওঠে,
সাতরঙা রংধমু বরষার ছবি আগে,
জলে বিলে ফুল ফোটে,
বৃষ্টীর প্রতিটী ফোটাতে যেন দোলে ঘাসের ডগা।,
এভাবেই বরষা আবেগে ভরে তোলে বিশ্ব রত্ন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শায়ের আমান সুন্দর। আরো ভালো লিখুন সবসময়। শুভকামনা।
সূর্য দু'একটা সংশোধনি হলে কবিতাটা পরিপূর্ণ হয়। আগামীতে লেখা পড়ার অপেক্ষায় থাকবো।
তানভীর আহমেদ মোটামুটি লিখেছেন। আরো ভালো লেখা চাই। “ মুশল ধারাতে ঝরবে শ্রবণ” লাইনের গঠন ঠিক হয় নি। শ্রবণকে শ্রাবণ ধরে নিয়ে এমন হলে বোধহয় ঠিক হতো “মুষলধারাতে ঝরবে শ্রাবণের অজোরধারা”। এছাড়াও বানানের তো বিতিকিচ্ছিরি অবস্থা! একটু দৃষ্টি রাখবেন, প্লিজ! মেঘ গুলো=মেঘগুলো, গরাল=গড়ালো, আধার=আঁধার, মুশল ধারাতে=মুষলধারাতে, শ্রবণ=শ্রাবণ, চাহুনী=চাহনি, গরজে=গর্জে, গেএ=গেয়ে, রংধমু=রংধনু, আগে=আঁকে, ফোটে=ফোঁটে, ‍বৃষ্টীর=বৃষ্টির, প্রতিটী=প্রতিটি।
সেলিনা ইসলাম বেশ সুন্দর লিখেছেন কিন্তু আপনাকে নিয়মিত পাইনা কেন? ভালো আছেন তো ? ধন্যবাদ
মামুন ম. আজিজ শ্রুতি মধুর কবিতা
স্বাগত সজীব N/A ভোট গৃহীত হয়েছে
মিজানুর রহমান রানা পদে বাধা নুপুরগুলো ঝনঝন গান গেএ ওঠে, সাতরঙা রংধমু বরষার ছবি আগে, জলে বিলে ফুল ফোটে,-----------ভালো লেগেছে
Rahela chowdhury ভাল হয়েছে।
খন্দকার নাহিদ হোসেন দু এক জাগা বেশ লাগলো। আর দু এক জাগায় কবির আরো ভালো করার সুযোগ আছে।

১২ মে - ২০১১ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪