বর্ষাকে ভালোবাসি

বর্ষা (আগষ্ট ২০১১)

শাওন খান
  • ১৯
  • ৫৬
বর্ষাকালে তুমুল বৃষ্টি ঝরে
ঘরের চালে শব্দ করে আম পড়ে
জ্বলে ওঠে বিদু্যৎ অশান্ত গগণে
নড়ে ওঠে গাছগুলো পৃথিবীর বাগানে।

এক সময় চারপাশ একেবারে শান্ত
সবকিছু হয়ে যায় যেনো সবুজপ্রান্ত
প্রতীক্ষিত বৃষ্টিরা বহুদিন শেষে
বর্ষার জলে ভরে যায় অবশেষে।

মনটা আনন্দে ভরে
টিপটিপ বৃষ্টি পড়ে
আকাশ মেঘাচ্ছন্ন
প্রকৃতি কিছুটা অাঁধারে পরিপূর্ণ

বৃষ্টি পড়ে ঝমঝমিয়ে
সূর্যের আলো আস্তে আস্তে যাচ্ছে কমে
তখনই আমি যাই দরজার কাছে
কাজকর্ম সবকিছু পিছু ফেলে অনায়াসে

কি শান্ত প্রকৃতি!
যেনো শান্ত জগতের আকৃতি
কি শান্ত জগৎ
রূপকথার রাজ্যের সাথে নেই ফুরসৎ

নদী ও পুকুরের পানিতে টুপটুপ
হাঁসগুলো ভরা পানিতে দিচ্ছে ডুব
পানি নিয়ে যাচ্ছে গাঁয়ের বধূ
সবাই ব্যস্ত গোসলের জন্যে শুধু

বৃষ্টির নতুন পানি
মাছের লাফালাফি শুনি
আবার মায়ের বারণও মানি
মন চায় মুক্ত আকাশের নিচে বসে থাকি
মায়ের চোখ অনেক সময় দেই ফাঁকি

শৈশব ছিলো আমার
কতো আনন্দ আর মজার
গাঁয়ের ঠাণ্ডা মাটি
সবাইকে বানায় সত্যের মতো খাঁটি

তাই গ্রামকে ভালোবাসি আমি
বৃষ্টিতে ভিজতে নামি
বৃষ্টির ধারায় গ্রামের মাটি
হয় যেনো স্বর্ণের মতো খাঁটি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Dr. Zayed Bin Zakir (Shawon) এতদিন পরে সবাইকে ধন্যবাদ দিলেন মিতা! ভাই আপনি কবিতা কিন্তু মারাত্মক লিখেছেন! অনেক ভালো লাগলো আপনার এই কবিতাটা. আগামী পর্বে আরো লেখা চাই ভাই!
শাওন খান আমার কবিতাখানি পাঠ করার জন্য সবাইকে ধন্যবাদ।
মিজানুর রহমান রানা তাই গ্রামকে ভালোবাসি আমি বৃষ্টিতে ভিজতে নামি বৃষ্টির ধারায় গ্রামের মাটি হয় যেনো স্বর্ণের মতো খাঁটি।----------সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্যে শাওন খানকে অভিনন্দন।
Rajib Ferdous ছন্দ আর অন্তমিল ছিল খুব দূর্বল প্রকৃতির। পুরো কবিতা জুড়ে যথেষ্ট একমেয়েমি লক্ষ্য করা গেল। আরো ভাল আশা করছি।
সূর্য টুকরো টুকরো ভাবনাগুলো একসাথে বেধেছ, ভাল। কিন্তু কবিতায় জড়তা রয়ে গেছে। পড়ায় তাল ঠিক থাকেনা। আর বর্ষাকালে টিনের চালে আম পড়ে?............... নিয়মিত লিখলে দূর্বলতা এমনিতেই কেটে যাবে।
ডা. মো. হুসাইন আলী শৈশব ছিলো আমার কতো আনন্দ আর মজার গাঁয়ের ঠান্ডা মাটি সবাইকে বানায় সত্যের মতো খাঁট............. খুব ভালো লাগলো।শুভ কামনা রইল।
তানভীর আহমেদ বেশি বেশি লিখলে এবং পড়লে লেখার দূর্বলতা আস্তে আস্তে কেটে যাবে। দৃষ্টি আকর্ষণ : গগণে =গগনে।
পন্ডিত মাহী ভালো লাগলো... বেশ হয়েছে
পন্ডিত মাহী বর্ষাকালে তুমুল বৃষ্টি ঝরে ঘরের চালে শব্দ করে আম পড়ে ..... ???
sakil তাই গ্রামকে ভালোবাসি আমি বৃষ্টিতে ভিজতে নামি বৃষ্টির ধারায় গ্রামের মাটি হয় যেনো স্বর্ণের মতো খাঁটি। // এই লাইন গুলো একেবারে অসাধারণ . লিখতে থাকুন . শুভকামনা রইলো .

০৩ মে - ২০১১ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪