আমি যদি কবি হতাম - তোমায় নিয়ে কবিতা লিখতাম , আমি যদি পাখি হতাম - তোমায় নিয়ে ঘুরে বেড়াতাম। আমি যদি যাদু জানতাম তোমার সাথে সারাক্ষণ থাকতাম , হৃদয় যদি প্রদীপ হতো- তোমায় সেখানে জ্বেলে রাখতাম . আমি যদি ঝড় হতাম, তোমাকে উড়িয়ে নিয়ে যেতাম . যদি তো আমি কিছুই নই সুধু একা থেকে গেলাম , ভুল সব কিছুই ভুল থাকলো সুধু ধোঁকা হয়ে দাঁড়ালো।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন