মুক্তির চেতনা

মুক্তির চেতনা (মার্চ ২০১২)

সালেহ মাহমুদ
  • ৩৪
অনেক বেলা হয়ে গেছে। আমি বিছানায় শুয়ে-বসে ছটফট করছি। কিছুই ভাল্লাগছে না।
পত্রিকা পড়েছি এক ঘন্টা হয়ে গেলো। সবগুলো নিউজের হেডলাইনে একবার চোখ বুলিয়েই আমার পত্রিকা পড়ার কাজটা শেষ হয়ে যায়। আর ভালো লাগে না। প্রতিদিন একই নিউজ। নিউজের চেহারা সেই একই রকম- রাজশাহীতে কিশোরীর আত্মহত্মা। রংপুরে পরকীয়ার বলি স্বামী...। দিনাজপুরে বিরোধীদলের সমাবেশস্থলে সরকারী দলের সভা আহবানের প্রেক্ষিতি সভাস্থলে ১৪৪ ধারা জারী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রতিভাবান কলেজ ছাত্র নিহত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরকারী ছাত্র সংগঠনের অতর্কিত হামলায় প্রতিপক্ষের দুই ছাত্রনেতা নিহত, আহত অর্ধশতাধিক। বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। নাজিরপুরে ৫ টাকার জন্য রিক্সাওয়ালা খুন। সৈয়দপুরে পুত্রের হাতে পিতা নিহত.....।
এই একই রকম খবর প্রতিদিন পড়তে পড়তে এখন আর ভাল্লাগে না। মনে হয় কিছু একটা পরিবর্তন দরকার, খুব দরকার। সেই পরিবর্তনের প্রত্যাশা আমার ভেতর এত প্রকট হয়ে উঠেছে যে, আমি আর স্থির থাকতে পারছি না।
আমার স্ত্রী রান্নাঘরে নাস্তা তৈরী করছে। বড় মেয়ে তড়িঘড়ি করে নাস্তা সেরে স্কুলে চলে গেছে। ছেলের স্কুল ডে শিফটে, আমার ভয়ে সকালের ঘুম দিতে না পেরে এই রুম ওই রুম করছে। কোথায় একটু পড়তে বসবে- তা না। ঘুর ঘুর করে সময় নষ্ট করাতেই যেন ওর আনন্দ। আমি সবকিছু দেখেও কিছুই বলছি না। কত আর বলব, প্রতিদিন একই প্যানর প্যানর করতে আর ভাল্লাগে না।
স্ত্রী রুমে ঢুকে আমাকে শোয়া দেখে একটু দুশ্চিন্তাগ্রস্থ হলো। কাছে এসে জিজ্ঞেস করলো- খারাপ লাগছে নাকি তোমার, শুয়ে আছ যে?
না, খারাপ লাগছে না। অস্থির লাগছে, কি করব বুঝতে পারছি না। এই দেখ না, আজকের পত্রিকার নিউজও ঠিক গতকালের মত। শুধুমাত্র পত্রিকার তারিখটাই ভিন্ন, দেখো, দেখো...। বলে পত্রিকাটা বাড়িয়ে দেই তার দিকে।
আমার স্ত্রী পত্রিকাটা হাত দিয়ে সরিয়ে দেয়। এক রকম বিরক্ত হয়ে বলে- আবারো সেই একই কথা বলছ তুমি। তুমি রাজনীতিবিদ হলে নাকি! তোমাকে দেশ নিয়ে এত ভাবতে কে বলছে? বাচ্চাদের স্কুলের বেতন দিতে হবে, বুয়ার বেতন, বাড়ী ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল দিতে হবে কালকের মধ্যেই। সেই হিসাব আছে তো?
স্ত্রীর কথা শুনে আমার বিরক্ত লাগে। আরে আমি কোথায় ভাবছি দেশ নিয়ে, আর তুমি কিনা এই সামান্য টুকটাক সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ছ। আসলে তুমি এম.এসসি পাশ করেছ খামোখাই। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। বাজারের কথা বলতে তো ভুলেই গেছ, নাকি!
আমার কথা শুনে স্ত্রী রাগে ফোঁস ফোঁস করতে করতে মুখ ঝামটা মেরে ওঠে। এই, তুমি আমার পড়াশোনা নিয়ে টিজ করছো কেন? আমি কি সাধে ঘরকন্যা করি। তুমিই তো আমাকে চাকরি করতে দিলে না। বলো, চাকরি কি আমি করতে চাই নি?
এটুকু বলেই মুখ ভেংচিয়ে বলে, উহ্ আমার বীর পালোয়ান রে। উনি বললেন, তোমার চাকরির কি দরকার। আমিই তো সব খরচাখরচের সামাল দেব। তুমি শুধু ঘর সামলাবে আর বাচ্চাদের মানুষ করবে। কই এখন কি করছো তুমি? ঘরে এখন নুন আনতে পান্তা ফুরায় অবস্থা কেন? বল।
এই রে সেরেছে, গোখরার লেজে পাড়া দিয়ে ফেলেছি। আমি এবার প্রমাদ গুণি। তড়াক করে লাফিয়ে বিছানা থেকে উঠেই শার্ট গায়ে চড়াতে চড়াতে বলি, কই বাজারের ব্যাগ দাও। বাজারটা সেরে আসি। আর আজ রাতেই তোমার সব খরচাপাতির টাকা দিয়ে দেব, ঠিক আছে?
আমার বিছানা ছাড়া দেখেই স্ত্রীর রাগটা একটু পড়ে যায়। তবুও ফোঁস ফোঁস করতেই থাকে। গরম গলায়ই বলে, নাস্তা হয়ে গেছে, সেরে যাও, নয়তো আবার হোটেলে ঢুকে বাজারের হাতটান ফেলে দেবে। তোমাকে আমি চিনি না। সংসার খরচের কথা বললেই ভেজা বেড়াল সেজে যাও। উলস্নুক কোথাকার।
স্ত্রী রান্নাঘরে চলে যায়, আর আমি হাঁফ ছেড়ে বাঁচি। যাক অল্পতে বাঁচা গেল। ভাগ্য ভালো ঘরের নাস্তাটা কপালে জুটল। আমি ধীরেসুস্থে বাথরুম সেরে ট্রাউজার পড়ে বাজারের জন্য তৈরী হয়ে নেই।
.....................
বাজার সেরে গোসল-টোসল করে ড্রয়িং রুমে এসে বসে থাকি পুঁচকে প্রোগ্রামার অন্তুর জন্য। গতকাল ছেলেটা বলেছিল বিশেষ প্রয়োজনে আমার সাথে কথা আছে। আমি ওকে বাসায় আসতে বলে দিয়েছি। ছেলেটা এখনো আসছে না। ঘড়িতে দশটা ছুঁই ছুঁই করছে। আমি অস্থির হয়ে আবারো পত্রিকা হাতে নিয়ে বসি। আলগোছে চোখ বুলাতে গিয়ে একটা নিউজে আটকে যায় চোখ।
পত্রিকার প্রথম পাতার মাঝখানের তিন কলামের নিউজ-
সাইবার যুদ্ধে ভারত হেরে গেছে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানানো হয়, গত দুদিন যাবত ভারতীয় হ্যাকাররা বাংলাদেশের গুরুত্বপূর্ন সরকারী-বেসরকারী কিছু সাইট হ্যাকিং করতে শুরু করলে বাংলাদেশী হ্যাকাররা তার জবাবে ভারতীয় সাইট হ্যাকিং করা শুরু করে। সর্বশেষ প্রাপ্ত খবরে বাংলাদেশী হ্যাকাররা এ পর্যন্ত প্রায় ২০ সহস্রাধিক ভারতীয় সাইট হ্যাক করেছে। বাংলাদেশী হ্যাকাররা এই সাইবার যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
নিউজটা পড়েই আমি লাফিয়ে উঠি। চিৎকার করে ডাক দেই- মুমুর মা মুমুর মা ... তাড়াতাড়ি এদিকে আসো।
আমার এমন অতর্কিত ডাক শুনে দৌড়ে আসে আমার স্ত্রী। কাপড়ে হাত মুছতে মুছতে বলে, কি ব্যাপার? এত ডাকাডাকি করছো কেন? বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি?
আরে না না। আরে দেখোই না কি সাংঘাতিক নিউজ। বাংলাদেশের সোনার ছেলেরা এবার ভারতকে হারিয়ে দিয়েছে। এই দেখ, এই নিউজটা পড়। বলেই আমি পত্রিকাটি বাড়িয়ে দেই ওর দিকে।
সাগ্রহে পত্রিকাটি হাতে নিয়ে নিউজটি পড়তে থাকে মুমুর মা। আর আমি লক্ষ্য করি ওর চেহারায় একটা খুশির ঝলক বয়ে যায় ক্ষণে ক্ষণে। আমি খুবই উৎফুল্ল হয়ে উঠি ওর প্রতিক্রিয়া দেখে। আমি সোৎসাহে বলে উঠি- দেখেছো ছেলেদের কাণ্ড। বিজিবি আর আর্মি যা পারেনি তা এই পুঁচকে ছেলেগুলো কি অনায়াসে তা করে ফেললো। এবার একটা কিছু হবে, দেখে নিও।
নিউজটা পড়তে পড়তে তার চেহারায় ভাবান্তর হয়। কপাল কুঞ্চিত হতে থাকে। কুঞ্চিত হতে হতে তিন ভাঁজ পড়ে যায় কপালে। আমি শঙ্কিত হয়ে পড়ি, কি এমন ঘটল যে ও চিন্তিত হয়ে গেলো? আমি উৎসুক হয়ে তাকিয়ে থাকি আমার স্ত্রীর দিকে আর ওর ভাবান্তর লক্ষ্য করতে থাকি। নিউজটা পড়া শেষ করে খুব চিন্তিত মুখে সে তাকায় আমার দিকে।
আচ্ছা বলতো, এই ছেলেগুলোর কি হবে?
আমি থতমত খেয়ে যাই। অনেকটা স্বগতোক্তি করে উঠি- কি হবে মানে? কিসের কথা বলছো তুমি?
বলছিলাম এই পুঁচকে বাংলাদেশী হ্যাকারদের কথা। এত মেধাবী বাচ্চাগুলো আবেগের বশে যা করেছে তাতো করে ফেলেছেই। কিন্তু আমাদের সরকার কি ওদের এমনি এমনি ছেড়ে দেবে মনে করছো? দিল্লী থেকে এ ব্যাপারে সরকারকে চাপ দিলেই তো সরকার এই পুঁচকে ছেলেগুলোকে ধরপাকড় শুরু করে দেবে। তখন কি হবে? এই অমিত সম্ভাবনাময় ছেলেগুলোর জীবন দুর্বিসহ হয়ে উঠবে না? একবার ভেবে দেখ তো ব্যাপারটা?
আমি স্ত্রীর কথায় বিষম খাই। প্রচণ্ড একটা ধাক্কা লাগে আমার মনে। আমার ভেতর আবারো সেই খারাপ লাগা ব্যাপারটা চনমন করে ওঠে। তাহলে? তাহলে কি হবে এই সম্ভাবনাগুলোর? এরা কি অঙ্কুরেই বিনাশ হয়ে যাবে? আরো এই ছেলেগুলোকে কাজে লাগালেই তো আমার দেশ অনেকদূর এগিয়ে যেতে পারে। এরা হয়তো একেকজন বিল গেটস কিংবা স্টিভ জবস হয়ে যাবে একটু যত্ন নিলেই। আমি মাথা দোলাই। স্ত্রীকে বলি, না না তুমি যা ভাবছো বিষয়টা সেরকম নয়। সরকার ওদের ঘাটাতে যাবে কেন? ওরা তো সরকারের কোন ক্ষতি করছে না। বরং ওরা সরকারের পক্ষ হয়ে কাজ করছে ফ্রি ল্যান্সারের মতো।
আমার স্ত্রীর কপাল আবারো কুঞ্চিত হয়। খুব ধীরেসুস্থে বলে, তোমার কথাই যেন ঠিক হয়। কিন্তু ব্যাপার হলো কি, বর্তমান সরকারের ভারত পলিসি কিন্তু আমাকে ও রকম ভাবতে বাধ্য করছে।
কেমন করে?
এই দেখো না, সরকারের যাবতীয় কর্মকা- তো মূলত ভারতীয় লবির বাতলিয়ে দেয়া পথেই চলছে। সীমান্তে করিডোর দেয়া, বিরোধী দলের উপর ক্র্যাকডাউন, অভিন্ন নদীতে বাঁধ প্রশ্নে সরকারের নতজানু নীতি, করিডোর দেয়ার ফলে ভারতীয় ভারী যানবাহন চলাচলের সুবিধার জন্য দেশের অভ্যন্তরের তিতাস নদীসহ দশ-বারটি নদীখালে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ, সীমান্তে বি.এস.এফ. এর বর্বরোচিত কর্মকাণ্ড প্রশ্নে সরকারের নতজানু নীতি... আর কত বলব। এত কিছু দেখেও কি তোমার বোধোদয় হয় না- ভারতের স্বার্থে আঘাত হানে এমন কিছু আমাদের ছেলেরা করে বসলে সরকার কি ধরনের ব্যবস্থা নিতে পারে? ওদিন আমার বান্ধবী ঝুমুর সাথে কথা বলে শুনলাম, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর অনেকগুলো আঞ্চলিক অফিস নাকি বাংলাদেশের বিভিন্ন জেলায় খোলা হয়েছে। ব্যাপারটা সত্যি কি না জানি না। যদি সত্যি হয়, তাহলে ভাবতো একবার কতটা ভয়াবহ অবস্থার মধ্যে আমরা বাস করছি?
আমার স্ত্রীর কথা শুনে আমি থ’ হয়ে যাই। ও যেভাবে কথা বলছে তা তো একজন সাধারণ গৃহিনীর কথা নয়। একজন সচেতন রাজনীতিবিদের কথা। অথচ আমি ওকে চিনতেই পারি নি। দেশ নিয়ে সে এত ভাবে? আমি সত্যি সত্যি স্তব্ধ হয়ে যাই। আমার মুখে কোন কথা যোগায় না। হা করে তাকিয়ে থাকি তার দিকে।
আমার বিস্ময়াভিভূত হওয়া তাকে বিন্দুমাত্র স্পর্শ করে না। সে গড়গড় করে বলে যায়, দেখো বাংলাদেশ স্বাধীন হয়েছিল শোষণ-বঞ্চনা থেকে মুক্তি পাওয়ার জন্য। শুধুমাত্র নতুন দেশ লাভের আকাঙ্খায় পৃথিবীর কোন ভূখন্ড কখনো স্বাধীন হয়নি। আমাদের দেশও না। বৃটিশ শাসন থেকে মুক্ত হয়ে এদেশের মানুষ পাকিস্তান বানিয়েছিল এক বুক স্বপ্ন নিয়ে। কিন্তু সেই স্বপ্ন পশ্চিম পাকিস্তানী শাসকরা দুঃস্বপ্নে পরিণত করলো। এ দেশের মানুষ আবারো রক্তসণাত সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ নামক ভূখন্ডের জন্ম দিলো। সত্যি করে বলতো এখানো কি আমরা মুক্তি পেয়েছি? সেই কাঙ্খিত মুক্তি কি আমরা পেয়েছি?
আমার স্ত্রী গড়গড় করে বলে যাচ্ছে। আর আমি অপার বিস্ময় নিয়ে হা করে গিলছি তার কথা। সে বলতে থাকে-
দেখো এখনো আমরা রাজনৈতিকভাবে স্বাধীন হইনি। সাম্রাজ্যবাদী শক্তিগুলো যাকে চাচ্ছে তাকেই লোক দেখানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসাচ্ছে। আমরা এখনো অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করিনি। আমাদেরকে এখনো পরমুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে। আমরা এখন সাংস্কৃতিক গোলামীর জিঞ্জিরে বাঁধা পড়ে যাচ্ছি দিন দিন। কেন কেন? এই স্বাধীনতার অর্থ কী? যদি আমরা প্রকৃত মুক্তি না পেয়ে থাকি তাহলে তো এই স্বাধীনতার কোন মূল্য নেই।
আমার স্ত্রী কথাগুলো বলতে বলতে আবেগাপস্নুত হয়ে বাকরুদ্ধ হয়ে যায়। ওর চোখ টলমল করে ওঠে। আমি সম্মোহিতের মত তার দুই হাত তুলে ধরে তাতে গভীর শ্রদ্ধার চুমু এঁকে দেই। ধীর কম্পিত কণ্ঠে বলে উঠি,
তোমার মত একজন দেশপ্রেমিক স্ত্রীর স্বামী হয়ে আমি আজ গর্বিত। তোমার মত করে তো কখনো ভাবিনি। আমার ভাবনাগুলো ছিল খেইহারা নৌকার মতো। আর তোমার ভাবনাগুলো সমুদ্রের অতল গহবর থেকে উঠে আসার মুক্তোদানার মতো। বলো আমাকে কি করতে হবে।
মুমুর মা’র চোখ থেকে অশ্রম্নর ধারা নেমে আসে। নিজেকে সংবরণ করে বলে ওঠে, তুমিও তো একজন প্রোগ্রামার। আর কিছু পারো না পারো এই পুঁচকে ছেলেগুলোকে আগে রক্ষা করো। তুমি যার জন্য অপেক্ষা করছো সেই অন্তুও সম্ভবত এই সাইবার আর্মির সদস্য। তুমি এদের সাথে নেটওয়ার্ক গড়ে তুলে এদের সুরক্ষা দেবার ব্যবস্থা করো। আমি তোমার পাশে আছি সব সময়।
আমার স্ত্রীর কথা শুনে গর্বে আমার বুকটা ফুলে ওঠে। আমি এতদিন বুঝতেই পারি নি কত বড় দেশপ্রেমিক স্বত্ত্বাকে নিতান্ত গৃহবধু মনে করে এসেছি। আমি দিশেহারা হয়ে যাই। কি করবো না করবো ভেবে পাই না। এমন সময় কলিং বেল বেজে ওঠে। আমার স্ত্রী বলে ওঠে,
তোমার সাইবার যোদ্ধা চলে এসেছে বোধহয়। যাও, তাদেরকে নিরাপত্তা দাও। চেষ্টা করে দেখো এই অভাগা জাতিটাকে কিছু দিতে পার কিনা, যাও।
আমি নতুন এক উন্মাদনায় উদ্বুদ্ধ হয়ে উঠি। হ্যা আমাকে পারতেই হবে, এই অমিত সম্ভাবনাগুলো নিরাপত্তা দিতে হবে। ওদেরকে গাইডলাইন দিতে হবে। আমার দেশকে উপহার দিতে হবে একঝাঁক সাহসী তরুণ।...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাসরিন মাহমুদ খুব ভালো লাগলো গল্পটি। রাজনীতি যতটুকু বুঝি তাতে মনে হয় গল্পকারের দৃষ্টিভঙ্গী দেশপ্রেমিকের মতোই আছে। আমার সশ্রদ্ধ সালাম নিবেন।
মৃন্ময় মিজান সমাসাময়িক একটি প্রসংগ নিয়ে চমৎকার গল্প এটি। যদিও বর্ণনাশৈলী আরো ভালো হতে পারত-তবু আমি সন্তুষ্ট এতে। তবে রাজনৈতিক গল্প যেহেতু, গল্পের রাজনৈতিক দর্শন নিয়ে আমার কিছুটা আপত্তি রয়েছে। কারণ আমি জাতীয় গাদ্দারদের গাদ্দারই বলতে চাই। আমি বিশ্বাস করি গাদ্দারদের উপযুক্ত শাস্তি না দিলে এমন হাজারো গাদ্দার জন্ম নিবে। তবে হ্যাঁ গাদ্দারদের শাস্তি নিয়ে যারা রাজনৈতিক ফায়দা লুটতে চায় তাদের প্রতিও আমার সমান ঘৃণা জানবেন।
ধন্যবাদ মৃন্ময় মিজান।
রোদেলা শিশির (লাইজু মনি ) সমসাময়িক চিন্তা ভাবনা ....! তথা-কথিত বর্ণনার চাইতে একটু আলাদা .....! তাই অনেক .......অনেক...ভালো লাগলো ...ভাইয়া ..... !
ধন্যবাদ লাইজু মনি।
আব্দুর রাজ্জাক খুব সুন্দর হইছে ভাই।
মিলন বনিক অসাধারণ আবেগ আর স্বপ্ন দ্রষ্টা হিসাবে লেখার মান দন্ডের ভূয়সী প্রশংসা করছি..খুব ভালো লাগলো..আমাদের চেতনা জাগ্রত হলে আমরা হারতে জানি না..হারাতে জানি..অনেক শুভ কামনা ....
ধন্যবাদ ত্রিনয়ন ভাই।
ইবনে ইউসুফ সমসাময়িকতার অনন্য দৃষ্টান্ত।
পাঁচ হাজার সত্য ঘটনাগুলো জড়িয়ে নিজস্ব চিন্তার সুন্দর গল্প। ভাল লাগল।
ধন্যবাদ পাঁচ হাজার ভাই।
দুরন্ত পাঠক সমসাময়িকতা অনেক সুন্দর গল্প।
মারুফ মুস্তাফা আযাদ সত্যিকারের দেশপ্রেম যদি এই প্রজন্মের মধ্যে কালে কালে বিদ্যমান থাকে, ঠিক যেভাবে এখন দেখা যাচ্ছে- তবে তাদের সাহায্যার্থে নিজের শেষতুকু পর্যন্ত দিয়ে দিতে আমার মনে হয়না কোনো বিবেকবান দেশপ্রেমিক মানুষ বিন্দুমাত্র দ্বিধা করবে...আসলে কারো জন্য এখন এগিয়ে আসতে ইচ্ছে করেনা কারন মুখে যে যত কথাই বলুক, সবাই শেষ পর্যন্ত দেশের মুখের দিকে না চেয়ে নিজের পকেটটাই ভরে। আপনারা তো জানেনই সবকিছু। আর কি বলব, এই বাচ্চা ছেলেগুলির মন যদি দেশের নেতারা কলুষিত করতে না পারে, তবে আমরা অবশেষে সত্যিই একটা উজ্জ্বল ভবিষ্যত কল্পনা করতে পারি।
আপনার কথার সাথে আমি পূর্ণ একমত। আমাদের তরুণ প্রজন্মের ভেতর সেরকম প্রবণতা এখনো লক্ষ্য করা যাচ্ছে না। তবে ভবিষ্যতে তারাও অগ্রজদের মত হবে কিনা তা সময়ই বলে দিবে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
সেলিনা ইসলাম গল্পের মাঝে অনেক সত্য তুলে এনেছেন তবে আমিও গল্পের মুমুর আম্মুর মত একই আতঙ্কে ছিলাম না জানি বড় আমলাদের কুনজরের জোরে এই প্রতিভাগুলোকে ধরপাকড় শুরু করে , অন্ধকারে না ফেলে দেয় । তবে মানতেই হবে যে সমস্ত ছেলেরা এই কাজটি করেছে তাঁদের সত্যিকার অর্থেই দেশাত্ববোধ আছে । এই মেধা যদি দেশের উন্নতির কাজে লাগানো হয় আমি নিশ্চিত ভালো দেশের হতেই হবে ...সময় এসেছে ঘুরে দাঁড়াবার -একটা যায়গায় বলেছেন -"আমার স্ত্রীর কথা শুনে আমি থ’ হয়ে যাই। ও যেভাবে কথা বলছে তা তো একজন সাধারণ গৃহিনীর কথা নয়। একজন সচেতন রাজনীতিবিদের কথা।" ঠিক তাই এই সচেতন রাজনীতিবিদ ক্ষমতায় গেলেই সূর পাল্টে যায় যেন "যে যায় লঙ্কায় সেই হয় রাবন"-এর মত । আমাদের দেশের রাজনীতিবিদরা দেশপ্রেমিক হয়ে ক্ষমতায় যায় আর ক্ষমতায় গিয়ে হয় দেশদ্রোহী । সামান্য দেশপ্রেম থাকলে স্বাধীনতার ৪১ বছরে একটু হলেও আমাদের দেশের জীবন ব্যবস্থার পরিবর্তন হত । আর কিছু না হোক নিজেদেরকে অন্তত স্বাধীন ভাবতে পারতো । অথচ এখন দেশে সবাই ঘরের বাইরে পা রাখতেই ভয় পায় , জানটা নিয়ে আবার প্রিয়জনদের মাঝে আসতে পারবে কিনা সেই আতঙ্কে থাকে প্রতিনিয়ত...। সময়োপযোগী লেখা উপহার দেবার জন্য অনেক ধন্যবাদ শুভেচ্ছা ও শুভকামনা
অনেক অনেক ধন্যবাদ সেলিনা ইসলাম। আপনার মতো অনেকের হৃদয় ছুঁতে পেরে আমার ভালো লাগছে।

২৫ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ২৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪