অভিমান

বর্ষা (আগষ্ট ২০১১)

মাহমুদ শাহীন
  • ১৪
  • 0
  • ১৮
স্নিগ্ধ ধারায় রিক্ত গগনে
ঝরিতেছে বারি নিঠুর নয়নে,
রহিয়াছি বসি চিন্তিত মনে
শুধুই একেলা-ঘরের কোণে।

বলেছিলে আজি আসবে তুমি
তুমিই বলেছিলে-বলিনি আমি,
জানিনা তুমি আসতে কিনা এমনিতে
তারপর এই বাদল ঝরা প্রভাতে!

কতবার তুমি করেছ এমন
তা কি আর রয়েছে গোপন!

আবার তুমি এসেছ যখন
হাত জোড় করে ছলছলে নয়ন,
পারিনি আমি থাকতে তোমার
সিক্ত আবেগে সাড়া না দিয়ে,
ও আমার ঢের গিয়েছে সয়ে!

ক্ষনিকের তরে কোনো এক ভোরে
উড়ে এসে তুমি দিয়েছ সরায়ে
গায়ের চাদরখানি,
কতটুকু রাগ জমা হত মনে
করেছি গোপন-সঙ্গোপনে
একবারও তুমি ভেবে দেখোনি।
আবার এসে কোনো এক ভোরে
চাদরখানি দিয়েছ জড়ায়ে,
আঁকিয়াছ তুমি স্নেহের পরশ
ব্যাথিত এই অধরে,
অনুভবে তোমার হাতটি টানিয়া
বুকের’পরে রাখিয়াছি আনিয়া
ভালোবাসার পূর্ণ আবেশে
ধরেছি তাহাতে জড়ায়ে।

শরৎ-হেমন্তের স্নিগ্ধ বিকেলে
আসোনি তুমি আসি আসি বলে;
অভিমানে মোর বুকের মাঝে
সুপ্ত অনল উঠেছে জেগে।

চুপি চুপি আসি শীতের প্রভাতে
ছুড়িয়া দিয়াছ চাদর তফাতে,
ক্রুদ্ধ মনে বকেছিনু বলে
ভিজায়ে আঁখি গিয়াছ চলে।

তারপর শুধু হৃদয় জুড়ে
হাহাকার আর শুন্যতা,
রাখোনি খবর-দেখোনি চেয়ে
এ হৃদয়ে কত ব্যথা।


বসন্তের এক দুপুর বেলায়
ভাসছি যখন ঘুমের ভেলায়,
কোথা হতে তুমি আসলে ছুটে
বিদ্ধ পাখি পড়ল ফেটে।

মাথা গুজে মোর বুকের’পরে
অশ্রু বৃষ্টি পরল ঝরে।
কানায় কানায় পূর্ণ করে
শূন্য হৃদয় উঠল ভরে।

জানতে তুমি কোথায় আমি-
কোথায় আমার দূর্বলতা,
কষ্ট দিয়ে নিজের মনে-
দূরে গিয়ে সঙ্গোপনে
দু’হাত ভরে দিয়েছ আমায়
পাহাড় সমান দুঃখ-ব্যথা।

কেটে গেছে অনেকটা দিন
কষ্টগুলো শুধুই মলিন,
হয়নিকো আর সাহস আমার
তোমাকে আর দুঃখ দেবার।

সকল চাওয়া নিয়েছি মেনে
আবার যদি হারাই-জেনে।

আজিকে এই ঘন বরষায়
বসে আছি তোমার আশায়,
বৃষ্টি ভেজা মিষ্টি মুখে
থাকবে তোমার দুষ্ট হাসি,
জোড়া কদম বাড়িয়ে দিয়ে
বলবে-তোমায় ভালোবাসি!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খোরশেদুল আলম বসে আছি তোমার আশায়,/বৃষ্টি ভেজা মিষ্টি মুখে // সুন্দর ভালো লাগলো।
খন্দকার নাহিদ হোসেন কবিতা ভালো কিন্তু শব্দ নিয়ে অভিযোগ থাকলো।
সূর্য কবিতায় অন্তমিলের বিন্যাস বিভিন্ন ভাবে হলে পঠন সৌন্দর্য নষ্ট হয়। আর এ কবিতায় শব্দের সাধুরূপগুলো অনায়াসেই ভাব ঠিক রেখে চলিত রূপে লেখা যেত। ভাল হয়েছে
পন্ডিত মাহী ভালো কিন্তু সাধু ও চলিত ভাষার মিশ্রণ দেখতে পেলাম...
প্রজাপতি মন এত বড় কবিতা ভালো লাগলেও মাঝে মাঝে ধৈর্য হারিয়ে ফেলি, তবুও পড়লাম। অনেক সুন্দর হয়েছে।
মিজানুর রহমান রানা দীর্ঘ কবিতা। সব ঋতুর নান্দনিক বর্ণনা। চাট্টিখানি কথা নয়। মেধার সংমিশ্রণ। শুভ কামনা।
sakil অনেক বড় কবিতে ছন্দে ছন্দে ভালো লাগলো . শুভকামনা রইলো .
Sourav Islam সুন্দর লাগল

১৮ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪