দেশের কথা

দেশপ্রেম (ডিসেম্বর ২০১৩)

সূর্যসেন রায়
  • ১৮
  • ৬৬
মিথ্যা নয় গো সত্যি বলছি আজব দেশের কথা
নির্বাচনের নামেতে সেখানে চলে যে অরাজকতা ।
গঠণতন্ত্রে গো-এর প্রভাব -নামের গণতন্ত্র !
সংবিধানের আইন-কানুন হু,হু,মু,মু,চু মন্ত্র !
হরতাল ডাকে আগুন জ্বালিয়ে করে যে পিকেটিং ভাই
তাদের লাভের হিসাবে শুধুই গরীবের হাড় ছাই।
হরতাল ডাক, আছে ভাই তোর সে পূর্ণ স্বাধীনতা
আমাদের আছে মুক্ত-স্বাধীন পায়ে পায়ে পথ হাঁটা ।
সরকার আসে সরকার যায় বদলে পকেট শুধু
প্রেসক্লাব আর সেমিনারে বসে নেতারা ফোটায় মধু ।

ধর্মের নামে আরও যে চলে কত যে ব্যবসা ভাই
দাড়ি-মুছ দেখে বোঝাই কঠিন তাদের মা-বোন নাই !
সত্যি বললে আমি নাস্তিক- মাথা যাবে ভাই কাটা
উপরি মোল্লা মসজিদ ছেড়ে হাতে তুলবে বইঠা !
ভাজী আর গাজী মিলে দুই পাজি ক্ষমতার লোভে পড়ে
ধর্মের যত আজব ব্যাখ্যা এখনো শুনিয়ে চলে ।
হিন্দুরা যায় মন্দিরে ভাই,মসজিদে মুসলিম
প্রার্থনা করে কিছু যদি হয় সেটা নয় অগ্রীম ।
তোমারই মত যে নয় গো তার উপাসনা কেন কর
যারে দেখ নাই তারি লাগি কেন ভাই হয়ে ভাই মার !

দেশের সেবার নামে যারা করে দুর্নীতি শুধু ভাই
তাদের এদেশে আর যেন কেউ দেয় নাকো কোন ঠাঁই ।
আমারও ভাই,তোমারাও ভাই আছে রক্ত-পরিচয়ে
দেশটা যেন গো সবার আগেতে স্থান পায় মাথা 'পরে ।
আমার দেশের সোনার ছেলেরা ঘুমিয়ে থেক না আর
মশারির কোণ মশার ভয়েতে হয়েছে যে কারাগার ।
জাগো হে সবাই,রাত্রি পোহাল- প্রভাত রবির আলো
কী জানি বার্তা নিয়ে এল দ্বারে- অলসতন্দ্রা ছাড় ।
এসেছে সময় যত জঞ্জাল কাঁধ হতে ফেলে দিয়ে
আগামীর পথ দিতে হবে পাড়ি আপনার পরিচয়ে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আশা অনুভূতিকনাকে জাগ্রত করার সুন্দর একটি কবিতা। ধন্যবাদ আপনাকে। চালাতে থাকুন এভাবেই।
মামুন ম. আজিজ সুন্দর প্রকাশ , সুন্দর আহ্বান
মিলন বনিক অনেক সুন্দর ভাবনা...ভালো লাগলো....
এফ, আই , জুয়েল # সুন্দর হয়েছে দাদা । অনেক নজর কাঁড়া আর মনোরম একটি কবিতা ।
সূর্য গোড়ামী আর সংকীর্ণতা আমাদের এমন ভাবে জেঁকে ধরেছে এখন সত্য কথাটাও কেউ জোর দিয়ে বলতে ভয় পায়। "মশারির কোণ মশার ভয়েতে হয়েছে যে কারাগার ।" এই নিজস্ব কারাগার থেকে যদি বেরুনো না যায় মুক্তি সহসাই মিলছে না। সুন্দর লিখেছ।
মোঃ মহিউদ্দীন সান্‌তু দেশের সেবার নামে যারা করে দুর্নীতি শুধু ভাই তাদের এদেশে আর যেন কেউ দেয় নাকো কোন ঠাঁই । আপনার এ কথার সাথে সবাই একমত, চমৎকার লিখেছেন। খুব ভালো লাগলো।
আরাফাত ইসলাম বয়সে হয়তো আমি আপনার চেয়ে কিছুটা বড়ই হবো, কিন্তু প্রতিভার ক্ষেত্রে ! সম্পূর্ণ উল্টো !!! (আশাকরি ধন্য হলে আর ধন্যবাদের প্রয়োজন হবে না)

১৮ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৪২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৫