শেষ বর্ষা

বর্ষা (আগষ্ট ২০১১)

সূর্যসেন রায়
  • ৫১
নীল দিগন্তে সাতটি বালক ধনুক হাতে হেসে
আমার ঐ নয়ন জোড়া দেখতে পেল রক্তি আলোর পর কেশে ,
চলে যায় সন্ধ্যা তীরে নব ভুবনে
সাজিয়ে শূন্য কুটির আলোর নির্মঞ্ছনে ।

রাতের ঐ আকাশ জয়ে মেঘের খেলায়
আমার ঐ চাঁদের সাথে কথা বলায়
মিষ্টি যত স্নিগ্ধ আলো বন্যা আসে নেমে
ঝাপসা চশমায় হালকা হাওয়ায় অবুঝ তরঙ্গের প্রেমে ।

গগনে ঘন বর্ষা খেলে যায় ক্ষণে ক্ষণে
প্রিয় মনের খুঁজে নেমে যাই প্রকৃতির সাথে রণে ,
আমার ঐ শূন্য কুটির হেসে ওঠে আলোর স্ফূরণে
বর্ষার বুকে হাত রাখায় বজ্রপাতের কারণে ।

আমার হাতে সাতটি ধনুক দিয়ে চলে গেল -
তীরের বালক সন্ধ্যা নদের দেশে
পরে সাতটি বালক এক হল-
সন্ধ্যা নদের ঢেউয়ে মিশে ।

আমাকে একা পেয়ে প্রকৃতি কন্যা দিল ভিজিয়ে ,
কপালে টিপ এঁকে দিল-
প্রেমের দেবীর ইশারায়-
শিউলি বকুল সন্ধ্যা ফুলের গন্ধমালায় ভাসিয়ে ।

প্রকৃতির নীবর ক্রন্দন যখন বাজল মনে
প্রিয় মনের স্মৃতি ভেসে ওঠে প্রতিটি আলোর ক্ষণে ক্ষণে-
তবু মনের নৃত্যে শুধুই খেলে -
একাকীত্বে প্রিয় মুখের তিক্ত কথার মিষ্টি কিরণে ।

আমার ঐ শূন্য কুটির ডুবল যখন পূর্ণিমাতে
মনের জোয়ার-ভাটার মিলন হল একত্রে ,
বর্ষার পানি বেয়ে আসল্ যখন সন্ধ্যা তারা
হাটু জলের মাঝে বসে প্রেমের মেলা ।

যত দক্ষিণা বাতাসে পাখির আসর বসে
সন্ধ্যা নদের বুকে চাঁদের কলঙ্গের আড়ালে -
গৃহ বধূ তখন ব্যস্ত থাকে লজ্জার হাটে খেলে-
সবাই তখন মগ্ন থাকে খুঁজে নিতে একটি শান্ত নীড় শেষে ।

নদী পথ ঘাট ডুবল যখন অন্য এক সকালে
আমার ঐ স্বপ্ন তরী বিলীন হল অতল গহ্বরে ,
স্বপ্নের ঐ সন্ধ্যা তারা আসল্ যখন আলো নিয়ে
জোনাকিরা ভয়ে পালাল্ আলো আলেয়ায় ঢেউয়ে ।

গগন হতে নামবে এবার ঘন বর্ষা
বাইরে বেরিয়ে দেখব এবার -
প্রকৃতির যত হর্ষা ।
আর ফিরব না শূন্য কুটিরে
জীবন পথের শেষে পথিক হব-
বর্ষার জলে খেলে ।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
M.A.HALIM বন্ধুর জন্য ঈদের শুভেচ্ছা । আপনার জন্য ঈদ বয়ে আনুক অনাবিল আনন্দ। ভোট যোগ হলো।
মামুন ম. আজিজ ভাবের গভীরতা ভালে লেগেছে কবিতার আঙ্গিকের চেয়ে বেশী ।
সূর্যসেন রায় সবাকে বর্ষার কদম ফুলে ধন্যবাদ জানাই ।তৌহিদ উল্লাহ শাকিল দাদা ,আপনার দেশপ্রেম আমার বাংলা জন্ম ধন্য মনে হয় ।আপনি একদিন অনেক বড় হবেন এই শুভ কামনা করি ।সব সময় ভাল থাকবেন ।দ জানাই ।তৌহিদ উল্লাহ শাকিল দাদা ,আপনার দেশপ্রেম আমার বাংলা জন্ম ধন্য মনে হয় ।আপনি একদিন অনেক বড় হবেন এই শুভ কামনা করি ।সব সময় ভাল থাকবেন ।
sakil অসাধারণ . অসাধারণ . বরাবরের মতই ভালো লেখা .
সানজানা roy valoi.kichu kichu shathane kobitati bekhappa hoye giyeche.
Rahela chowdhury সুস্থ সাহিত্য চর্চার মাধ্যমে একদিন জয়ী হবে এই প্রত্যাশা।শুভকামনা।
স্বাগত সজীব N/A ভোট গৃহীত হয়েছে

১৮ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৪২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী