শরীরের ক্যানভাসে তোমার প্রতিচ্ছবি স্মৃতিপটে নাড়া দেয় মাঝে মাঝে। আমার অভিমানী দু'টি চোখ তোমায় খুঁজে আজ যদি ওই অভিমানী চোখ জোড়া ফেরাতে পারত তোমার চিরস্থায়ী গন্তব্যের চিরন্তন পথ থেকে! জানি তা কখনোই হওয়ার নয়।
এখন কোনো বিকেলের সোনা রোদ আর দেখা হয় না কখন গোধূলি পেরিয়ে সন্ধ্যা হয় বুঝি না। ভরা নদীর জল ছুঁয়ে পাখিদের- এলোমেলো ঘরে ফেরার ছবি, গোধূলিতে মিশে যাওয়া আমার অট্টহাসি।
জানো বাবা! তোমাকে ভেবে এখন আমার চোখের কোণে গর্বের অশ্রু জমে আকাশে-বাতাসে তোমার গুণমুগ্ধটা জানান দেয় তুমি এ ধরাতে কি ছিলে। আমার আলোকিত জীবন আজ গর্বিত বাবা শুধু তোমার জন্য। তুমি সুখে থেকো অনন্য।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
minarmasud
শরীরের ক্যানভাসে তোমার প্রতিচ্ছবি
স্মৃতিপটে নাড়া দেয় মাঝে মাঝে।
একটা চমৎকািরেেত্বর ছাপ আেছ।
রুমঝুম, আপনার ক িবতািট অসাধারণ মেন হেয়েেছ আমার কােছ। সরল তেব সাবিলল পুেরা বলেত পারিছ না। শব্দ চয়েন একটু যত্নশীলতা আশা করা যায়। সব িমিিলেয় সুন্দর বাবা েতামার জন্য এ আকুিতটা। খুব ভাল েলেেগেছ। িলখেত থাকুন ।
সূর্য
তোমার তিন সংখ্যার তিনটা কবিতার মাঝে এটাই ভাল হয়েছে। আর কিছু কথা খুব বেশি মনযোগ না দিলেও চলবে। প্রতিটা মানুষের কাছেই বাবা-মা খুবই আপন কিন্তু যখন তাদের কাউকে নিয়ে কবিতা বা গল্প লিখা হবে এবং বিষয় থাকবে একটা, সেটা যেন "কেন" এ কথাটা উঠে আসে। [বাবাকে নিয়ে গর্বের বিষয়টা শুধু তার অস্তিত্বেই আবদ্ধ থেকেছে, কোন কর্ম উঠে আসেনি]
ম্যারিনা নাসরিন সীমা
বাবা যাদের নাই তারা বুঝতে পারে তাদের মাথায় কোন ছায়া নেই । আমারো বাবাও নেই তাই সবসময় একটা মায়ার হাতকে মিস করি । অসাধারণ একটা কবিতা । প্রিয়তে নিলাম ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।