এসো মোর শূন্য খেয়ায় !

নতুন (এপ্রিল ২০১২)

মৃন্ময় মিজান
  • ৩৬
কোলে তোমার শাকের ডালা দীঘল গড়ন কিষাণ মেয়ে
খোঁপার বনে গুঁজছো কি গো কদম ফুলের মিষ্টি হাসি
তারার মত মুখে তোমার ঝরছে তিলক সন্ধ্যাবাতি
ময়ূর পেখম মেঘমালা নাচছে তা থৈ তোমায় নিয়ে
উড়িয়ে নিবে নিলাজ বায়ু শুভ্র বসন ইচ্ছেঘুড়ি
আলের পিঠে যাচ্ছো খুঁজে শাকের ডেরা তীক্ষ্ণ দুচোখ
পায়ে তোমার ঘুঙুর বাজে গলায় কেন সুরের বিষাদ
শ্বাপদ পথে পরাণ মাঝি হারিয়ে ঘোরে খেয়ার কড়ি
কোন বিষাদে পাড়ি দিচ্ছ সহজ সরল ক্লান্ত বেলা
দুচোখ বেয়ে ঝরছে কেন অশ্রুপ্লাবন বাঁধনহারা
দৃষ্টি মেলে আকাশপানে ভাবছো অতীত সুখের কথা
কে সে পামর হিংস্রবড় ছিঁড়ল তোমার হৃদয়বালা

শুকনো ওই খালের পাড়ে শূন্য আমার বসতবাড়ি
ছোট্ট দুচোখ খুঁজে ফেরে মায়ের আঁচল স্নিগ্ধ শাড়ি
কেড়ে নিল মায়ের জীবন মাঘ রাতের কামড় শীতল
দুধের শিশু মরণ দেখে বোঝেনা তার মরণ ছোবল

আলতো করে পেঁচিয়ে কেন উত্তরীয়ে বাঁধছো কোমড়
মুখের ফাঁকে চটুল হাসি দেখছো কি গো নতুন নাগর
চোখের কালো ভ্রমর জুড়ে উড়ছে এখন ফুলের রেণু
মাথায় তোমার উঁকি মারে দুষ্ট বুদ্ধি বাঁকিয়ে তনু
কপট রাগে ভেংচি কেটে ফেরালে মুখ অপর খেয়ায়
উদোম আদম দেখে বুঝি নোংরা লাগে এই অবেলায়
চাষীর ছেলে চাষাই আমি দেহের মতন প্রাণটি খোলা
উষর জমি সিক্ত করি মনের বসত সাগর বেলা

মায়ের খোঁজে ক্লান্ত খুকী ঘুমিয়ে মোর শূন্য খেয়ায়
পেলে তোমার হাতের ছোঁয়া জাগবে দেখো প্রাণের সাড়ায়
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়সাল বারী দারুন লাগল।
নজরুল জাহান মুটামুটি ভালই বলব কবিতাটা
পলাশ কবির মুটামুটি ভালো লাগলো । তবে সাবলীলতার অভাব আছে বড় ভাই কিছু স্থানে জোর করে ছন্দ মিলানোর চেষ্টা ছিল ।
আদিব নাবিল কবিতার চিরায়ত সূর ছন্দ! আপনি কেন যে নিয়মিত লেখেন না, অনুযোগটি রইলো।
পারভেজ রূপক মুগ্ধ হলাম ভাই।
সেলিনা ইসলাম অসাধারণ কবিতা হয়েছে এতে কোন সন্দেহ নেই কিন্তু এতদিন কেন বঞ্চিত করা হল...! আশাকরি কবির কবিতার কারনে প্রাণ পাবে প্রতিটা সংখ্যা শুভকামনা নিরন্তর
আরমান হায়দার সন্দেহ নেই , ভাল কবিতা। শুভকামনা কবির প্রতি।
খন্দকার নাহিদ হোসেন কবিতা পড়ে পল্লী কবির কথা মনে পড়লো...। বড় ভালো লাগলো...।
শাহ আকরাম রিয়াদ ভাল লেগেছে মৃন্ময় ভাই। শুভকামনা জানবেন।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি অসাধারন কবিতা আমার খুব ভালো লাগল.....মিজান ভাই আপনাকে অশেষ ধন্যবাদ .......

১০ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ১২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪