ওকে এখনো কাঁদতে দেখি। গলে যাওয়া মোমের মত ওর চিবুক বেয়ে কান্নার জল নামে। মাঝে মাঝে অবাক হই ! এত কান্নার ওর কি প্রয়োজন ? দুঃসময়ের দুঃসহ স্মৃতিগুলো ওকে এখনো খোঁচা দেয় ? কই আমি তো ওকে ঘৃণা করিনি। আমার বুকের মন্দিরে - ও যেন চিরায়ত আশীর্বাদ আমার ললাটের ভাগ্যলিপি। কখনো ভাবিনি, ও কিছু হারিয়েছিল 'একান্ত নিজস্ব কিছু' যা হয়তো কেবলই আমার হতো। ওর সবটুকু ওরা কেড়ে নিয়েছিল। তবুও তো ওকে পেয়েছি ও বোধহয় আমারই জন্য বেঁচেছিল। আমার ঘৃণার কাঁটাগুলো ওকে ফুল হয়ে চুমু দেয়। গভীর ভালবাসায় বলতে চায় - "তুমি কেন কাঁদবে তোমাকে তো বাঁচতে হবে।" যেমনি করে আজো বেঁচে আছে এই বাংলার অনেক বোন, অনেক প্রেমিকা তার প্রিয় মানুষটির জন্য। (৭১ এর নির্যাতিতা মা-বোনদের উদ্দেশ্যে)
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।