আত্ন জন

বন্ধু (জুলাই ২০১১)

বিষণ্ন সুমন
  • ৭০
  • 0
  • ৫১
আজতক আমি নিজেকেই চিনতে পারিনি।

একটা সবাক দেহের আবডালে
অচেনা আমাকেই মনে হয় আত্ন জন।
অযাচিত সম্পর্কের টানা-পোড়েন
আমাকে সবার কাছে আড়াল করে তোলে।

সহজাত কথার ফল্গুধার
নদীর মত ছোটে অবিরাম।
মোহনায় হারাবার পথ না পেয়ে
উৎসের বিবর্তনে খোঁজে অমৃত আশ্রয়।

অথচ সদা বর্ণচোরা লাম্পট্যের ভীড়ে
কত সহজেই না কাছে আসি সবার।
বুকের পাজরে যতগুলো দীর্ঘশ্বাস ছোটে
তার চেয়ে বেশী করে বাঁধি আপন আলয়।
জোড়া হাতের অকস্মাৎ তুবড়ীতে ফোঁটে লাল গোলাপ
রন্ধ্রে রন্ধ্রে বয়ে যাই গোপন আশ্বাসে।

তোমাদের সাতকাহনে নেই তবু আমার বন্দনা।

তোমরাতো সদাই ব্যাস্ত আঘ্রানের মশাল প্রজ্জলনে
অফুরান আনন্দের আতিশায্যে কর নব আস্বাদন।
লহমার পর লহমার ব্যাবচ্ছেদে
অলীক সম্পর্কের বেড়াজালে গড় ছলনার জীবন।
লালায়িত চাহিদার ভোল পাল্টিয়ে
একছত্র স্বার্থপরতায় হও অতীব স্বজন।
তাই বুঝি তোমাদের চেনা বলয়ে নেই
আমার মলিন যাতনার অটল অবশেষ।
অদৃশ্য অবগুন্ঠনে সেথা রাখি সম বাজে
নিরন্তর চাওয়ার মসৃণ লহরী অঢেল।

জানি এ কান্না কখনোই টলবে না তোমায়
লম্ভিবে না কভূ পরম মমতায়।
এক রত্তি বন্ধু নও তো তুমি
নও তুমি আমৃতু্য অপারের সতত বিয়োজন।
তোমার মাঝেই তবু বিলীন হয়ে
আদিগন্ত অবসাদে যাই খোঁজে ফেরে
আত্নার বাহিরের অমোঘ সম্বন্ধের আদলে
আমার অকপট বিশেষিত পরম আত্ন জন।

(আত্ন জন = প্রিয় জন বা বন্ধূ)
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রফিকুজ্জামান রণি আমার কাছে খুব ভালো লেগেছে | ধন্যবাদ।
বিন আরফান. আজ ভোট দেয়ার শেষ দিন. তাই এখন আর কারো জন্য অপ্নেক্ষা করতে পারলাম না. ভালো থাকবেন, জীবনে অনেক উপরে এই কামনা করছি. ও হ্যা, আমাকে অনেকেই ভাবে দাবার গুটি. তারা যেভাবে বলে সেভাবেই চলি. সেই তারাই ফেক আইডি খুলে আমার কুত্সা রটায়. আফসোস. তবে আপনি তাদের একজন নন. কিন্তু আপনার একটি ভুল ছিল যা আমি সরাসরি বলতে অচ্ছন্দ বোধ করি. প্রেমের আলাপ করে ফেক আইডি দিয়ে ধূয়ে মুখে মুখে বাহ বাহ করিনা. বন্ধু চিনেন এই অনুরোধ. নচেত শুধু এখানে কেন কোথাও মাথা তুলে দাড়াতে পারবেন না. আল্লাহ আপনার সহায় হোন.
ইসমাইল বিন আবেদীন যখন কেও ভুল করে তখন ভুল করতেই থাকে | পাশ থেকে কেও শুধরে না দিলে কারো ভুল ভাঙ্গে না | "আত্মজন " তেমনি একটি কবিতা , যে ভুল ভেঙ্গে দিয়ে সঠিক পথের সন্ধান দেই | আমার কাছে খুব ভালো লেগেছে |
সচেতন পাঠক আত্মপলোব্ধির মর্মযাতনায় কবিতাটির বেদনার সুর কবির ওস্টাগত প্রাণ স্পর্শ করেছে সহজেই । সেই সঙ্গে কবির নিজের বুঝাপরাটাও পরিস্কার হয়ে এসেছে । জয়তু কবির মহাপ্রানের জয় ।
জাহিদুল ইমরান গভীর ভাবের কবিতা । তবে কিছু শব্দ পুরনো দিনের কবিতার মত মনে হলো । আত্মজন অর্থ বন্ধু এটা অনেকেই জানে, তাই না দিলেও চলত ।
রোহান শিহাব কবিতাটা বেশ কঠিন । তবে নামকরণের সাথে কবিতার ভাবের মিল স্পষ্ট । তবে আত্ন জন মানে যে মানুষ আত্নায় জায়গা করে নিতে পারে। কাজেই প্রেমিক বা প্রেমিকা বন্ধু থেকে বেশি মানানসই ।
পরবাসী ভাই এত কঠিন কবিতা লেখেন কেন ? একটু সহজ করে লেখলে কি হত ? তবে বুঝলাম আত্নজন মানে বন্ধু , ভালো বলেছেন ।
মিজানুর রহমান বকুল যে নিজেকে চিনতে পারেনা, সেই কখনো অন্যকে চিনতে পারেনা । কিন্তু কজন এভাবে স্বীকার করে ? তবে আত্ন জন = প্রিয় জন বা বন্ধূ, এটা এখানে লেখার দরকার ছিলনা । কবিতা ভালো হয়েছে ।
বিন আরফান. এই কবিতাটি অসাধারণ বিজয়ী হবে বলে আমার বিশ্বাস. শুভ কামনা রইল.
Sadia afrin কঠিন গদ্য কবিতা তবে পাঠককে বেশ ভাবাতে পারে ৷ সুন্দর ৷

২৪ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৭০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪