আকাশলীনা

মা (মে ২০২২)

বিষণ্ন সুমন
  • ৩৮
এক অক্টোপাস হাতে লিখে ফেলি আমার বাগান
গল্প-কবিতায় সয়লাব ভূতের রোজ নামচা।
কারো চোখের অভিশাপে পোড়ে শব্দলীলা
ভয সব মরে হয় আকাশলীনা।

বৃষ্টির দানা দেখেছ
চোখ ছাপিয়ে নামে জলবসন্তের মালা গেঁথে।
ভূতের গলায় বাজে অষ্টব্যাঞ্জনার সুর
তাতে আকাশ নীল হয়
বুকের ভেতর ফাঁকা হয়
লেজ নাড়িয়ে আসে কষ্টের সরীসৃপ
তোমার অনুভুতির শরীরে তুমি হয়ে যাও অন্য কেউ।

আমার বলায় কি বা আসে যায়
নীড় ভেঙ্গেছে সেই কবেই অবাধ্যের শকুন।
তোমার আদিগন্ত শ্যাওলার রোদ জমিনে
আমার অক্টোপাস হাতে নিড়োবে না আর
অবাধ্য হাতের নীল সাদা বেগুনীর ফুল।
অথচ তুমিই বল আমায় রাত দিন দুপুর
তোমার আকাশলীনায় মজে যেতে।

তারপরেও অবিশ্রান্ত সমুদ্রের মত বারবার খাবি খেয়ে
তোমার অতল তটে ঢেলে দেই আমার কামনার নির্যাস।
জলজ হাতে মুছে দেই অক্টোপাস থাবা।

তুমি যদি শ্যাওলার মুখ সরিয়ে দেখ রোদ।
তবে একবার কেবল মেঘ হও
আকাশ নীলে আঁকো ভূতের সমন
তবে জেনো আমার বাতাসেই কাঁপবে তুমি।
জলবসন্ত সব মুঁছে যাবে অবলীলায়
এক গাঁদা ওম দিয়ে ভেজাবো তোমায়
আমার বাগান জুড়ে ছড়াবে তোমার ত্রস্ত হাত
ভূতের রোজনামচায় তোমার কোমল হাতের বীনায়
এক ও অদ্বিতীয় আমার আকাশলীনার গল্প।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Ruhul Amin সত্যি ভাইয়া । এইখান থেকে আপনার লেখা সুন্দর সুন্দর ছন্দ গুলো আমার জি এফ কে শোনাই । ও আমার ওপর খুব খুসি হয় ! অসাধারন আপনার ছন্দ । এই রকম আরও ছন্দ চাই ।
Ruhul Amin কবিতাটি পরার পোরে আমি সত্যি খুব কষ্ট পাইছি , কারন আমি সাদিয়া কে খুব ভালো বাসতাম। কিন্তু ওর পরিবার আমাদের সম্পর্ক টা মানত না ।ওর বাবা কিছুদিন পরে জোর করে অন্য জায়গায় বিয়ে দেয়। ঠিক ১২ দিন পরে সুমাইয়া ফাস দিয়ে মরে যায়। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না ! খুব কষ্ট লাগে ওর কথা মনে হলে ।
পন্ডিত মাহী ভাল হয়েছে দাদা
মোঃ মাইদুল সরকার একটা আনকমন কবিতা পড়লাম।
ধন্যবাদ ও ভালবাসা ভাই
মোঃ মোখলেছুর রহমান চমৎকার গাঁথুনি, কবির জন্য শুভকামনা।
শাহ আজিজ ভাল লেগেছে আপনার লেখা কবিতা।
ধন্যবাদ ও ভালোবাসা নেবেন
ফয়জুল মহী "অনন্য সুন্দর রচনা প্রিয় " মুগ্ধতা অশেষ।
ধন্যবাদ ও ভালোবাসা ভাই আমার

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আমার প্রিয়ার চোখে দেখি আমারী আদ্যোপান্ত।

২৪ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৭০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪