আমি আমাকে চিনি

উপলব্ধি (এপ্রিল ২০২২)

বিষণ্ন সুমন
  • 0
  • ১০
তোমরা আমাকে অর্বাচীন বলো।
হোদল কুতকুত খেলায় আমি নাকি ঠিক এঁটে যাই।

অথচ রামসাগরে ভেলা ভাসানোর ছলে
তোমরা মর ডুবে
যদিও কদাচিৎ ভেসে উঠো
রক্ত করবী ভেবে অহেতুক
পদ্ম গুল্মের নালী ধরে টানাটানি কর।

আমার দমে পাহাড়ের চুড়া জ্বলে
তাতে ঠিক আকাশ ফাঁটে
নামে রোদ্দুর
স্বপ্ন ভঙ্গের মরনদশা কেবলি তোমাদের।

সম্ভাবনার অমিত ছাপা কলে
তোমরা কর জীবনের বিন্যাস।
সাপের সাথে দিব্যি লুডু খেল
আবার বাজপাখির শূণ্য উদরে
সেঁধিয়ে দাও রক্তাক্ত কাঁটা চামচ।

আমি ফলের মাথা কেঁটে ফল খাই না।
আমি জানি কোন এক অংকুরোদগমের কালে
এটাও একটা ফলবান বৃক্ষ হয়ে উঠতে পারে।

তোমরা মার
নিজেরা মর
আবার বেঁচে উঠ
একটা মিথ্যে জীবনের পান্থশালায়
তোমাদের জীবনের খেলা চলে।

আমি স্বপ্ন দেখিনা
স্বপ্নভঙ্গে কাঁদিওনা কোনদিন।
আমি এক আপাদমস্তক অর্বাচিন মানুষ।
জন্মের পর থেকে কুতকুতিয়ে চলেছি।

আমার জানার শেষে না পাওয়ার ব্যথা নেই।
নেই হরেক টানাপোড়েনের গল্প।
আমি লম্বা দমে পথ চলেছি
হেঁটে গেছি ধীর স্থির শান্ত হয়ে
সামনে অলক্ষ্য জীবনের অমোঘ শামিয়ানা।
জানি এর নিচেও ঠিক মিলে যাবে অকাল প্রয়ান।

তোমরাও মরবে।
মরতে গিয়েও বেঁচে উঠতে চাইবে।
এভাবেই টালমাটাল তুমি চলে যাবে
আজ কিংবা আগামীকাল ঠিক একদিন
রক্তকরবীর মতই বুকে কাঁটা নিয়ে
অহেতুক রাম সাগরে সলিল সমাধি হয়ে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী অনন্যসুন্দর শব্দচয়ন,
ধন্যবাদ ও ভালোবাসা নেবেন ভাই
সজল কুমার মাইতি অপূর্ব উপমা। ভাল থাকুন।
অনেক ধন্যবাদ ভাই। সবসময় সাথে থাকবেন।
মোঃ মাইদুল সরকার অন্য রকম একটি কবিতা পড়লাম।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আমি এক আজন্ম অবহেলিত মানুষ

২৪ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৭০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "পরগাছা”
কবিতার বিষয় "পরগাছা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুলাই,২০২৫