প্রতিদান

মা (জুন ২০১৪)

এম এস নিলয়
  • 0
  • 0
  • ৪৬
ব্যাস্ততার এই নগরে সবাই ব্যাস্ত ।

সবাই নিজেকে নিয়েই ব্যাস্ত; পাশে বসা মানুষটার প্রতিও কারও কোন কৌতুহল নেই। আমি নিজেও এর ব্যাতিক্রম নই। সারাদিন হাড় ভাঙ্গা খাটুনি খেটে এখন বাসে চড়ে বাসায় ফিরছি। বাসে ওঠাও এখন রীতিমত প্রতিযোগিতা। যে জয়ী তার জন্য রয়েছে পুরস্কার; বসার জন্য একটি সিট। পুরস্কারটা তেমন আহামরী কিছু না হলেও সারাদিনের ক্লান্ত দেহে এই সিটটি পাওয়া বিশ্বকাপের টিকিট পাওয়ার চাইতে কম আনন্দের নয়। এত কষ্টের পর পাওয়া সিটটি তাই কেউ হাত ছাড়া হতে দিতে চায় না। তাই বাসে হঠাৎ করে কোন মহিলা বা কোন বৃদ্ধ লোক উঠে পড়লে সবাই একটু সার্থপর হয়ে যায়; আর যদি সিটটি ছেড়ে দিতেই হয় তবে তার সারা দেহ থেকে নিংড়ে বেরিয়ে আসে রাজ্যের বিরক্তি।
কেন বাবা মরতে এলি এই লোক ভর্তি বাসে? আর এলি যদি তো এই বাসটাই কেন? রাস্তায় কি বাসের অভাব পড়েছিল?
সত্যি বলতে কি, আমি নিজেও এই উটকো ঝামেলা গুলোকে ঝামেলা বলেই মনে করি। সিটটি যেন ছেড়ে দিয়ে উঠে দাড়িয়ে থাকতে না হয় তাই চেষ্টা করি সবসময় জানালার দিকটায় বসতে। সাধারনত মাঝের দিকে যারা বসে তাদেরই সিট ছেড়ে দিতে হয় বেশিরভাগ সময়।

আমার অফিস বনানী; বাসে চড়েই আসা-যাওয়া করি প্রতিদিন। আজ বাসটি বেশ ফাঁকা। ভাগ্য ভাল তাই উঠেই সামনের দিকেই একটি সিট পেয়ে বসে পরলাম। পাশের লোকটি নেমে গেল তাই ২টি সিটে এখন আমি একাই বসে আছি। পরের কাউন্টার থেকে যাত্রী উঠল মাত্র একজন। মার্জিত পোষাকের এই সুদর্শন যুবকটিকে প্রথম দর্শনে বেশ ভদ্র বলেই মনে হল। যুবকটি আমার পাশের খালি সিটটায় বসে পড়লেন। বাস চলতে শুরু করলো আর আমি জানালা দিয়ে তাকিয়ে রাতের ঢাকার রূপ উপভোগ করতে লাগলাম। বাসটি একটি কাউন্টারে থামলো; এক বৃদ্ধা মহিলা বাসে উঠলেন। এক ১৩-১৪ বছরের ছেলে বৃদ্ধাকে বাসে উঠিয়ে দিয়েই টুপ করে বাস থেকে নেমে পড়লো। মহিলাকে দেখে ভালই বোঝা যাচ্ছিল মহিলা চোখে ভাল দেখতে পান না। আমি চোখ ফিরিয়ে আবার জানালার বাইরে মনোযোগ দিলাম। পাশের যুবকটি বৃদ্ধাকে দেখে একটু চঞ্ছল হয়ে উঠলো। সিট ছেড়ে উঠে গিয়ে বৃদ্ধা মহিলাটির হাত ধরে এনে নিজের সিটে বসিয়ে দিল।
মনে মনে শান্তি পেলাম এই ভেবে যে সবাই আমার মত বিবেকহীন হয়ে যায়নি।



আপনি কোথায় যাবেন নানী?



বৃদ্ধা শাড়ীর আচল থেকে খুলে এক টুকরো মলিন কাগজ বার করে যুবকটির হাতে ধরিয়ে দিল।



আচ্ছা, আপনি আসাদগেট যাবেন। কিন্তু নানী; এই বাসতো আড়ং থেকে ঘুরে যাবে। আসাদগেট দিয়া যাবে না। আপনাকে কিছুটা রাস্তা হেটে যেতে হবে।
আপনি কি পারবেন ?



যুবকের প্রশ্নে বৃদ্ধা কোন উত্তর দিল না। আমার ও যুবকটির মত সেও জানে, সম্পূর্ণ অপরিচিত একটি জায়গায় একজন প্রায় অন্ধের একা একা হেটে কোথাও যাওয়া প্রায় অসম্ভব।



একা একা কেন বের হলেন? পরিবারের কাউকে নিয়ে আসতেন পৌছে দেয়ার জন্য।



বৃদ্ধা কিছুক্ষন চুপ করে থাকলেন। দাত দিয়া ঠোট কামড়ে ধরলেন, কে জানে, হয়ত কান্না আটকালেন !!!
আমার দেখার ভুলও হতে পারে।



বড় ছেলের কাছে ছিলাম, এখন সে আমাকে ছোট ছেলের কাছে পাঠিয়ে দিয়েছে। আমাকে নাকি সে আর রাখতে পারবে না। বৃদ্ধা এই টুকু বলে একটু দম নেবার জন্য থামলেন, তারপর নিচু স্বরে শাড়ীতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠলেন।



বাবা, আমার চোখে ছানী পড়েছে। ছেলেরা নাকি কেউ আমার চিকিৎসা করাতে পারবে না।
ওদের বাবা মারা যাওয়ার পর কত কষ্ট করে আমি ওদের মানুষ করলাম। এখন তারা বড় বড় অফিসে চাকরি করে। আমি নিজেও শিক্ষিত; স্কুলে ও বাসায় ছাত্র পড়িয়ে কত কষ্ট করে ওদের বড় করেছি। আজ এই পেলাম তার প্রতিদান। বৃদ্ধা এই টুকু বলে দম নেবার জন্য আবার একটু থামলেন; তারপর আবার শুরু করলেন।
বাবা, কখনো ওদের এমন শিক্ষা দেইনি আমি; তবে কোথায় পেল তারা এমন শিক্ষা?



বৃদ্ধার কথা শুনে মনে কষ্ট পেলাম। যুবকটি বৃদ্ধাকে প্রশ্ন না করলে হয়তো নিজে থেকে কখনই বৃদ্ধাকে প্রশ্ন করতাম না; আর তাহলে বৃদ্ধার কষ্টের কথা কখনো জানাও হত না আমার।
বৃদ্ধার ছেলেদের প্রতি ঘৃনা জন্মালো মনে।
আমি হলে কি অমনটি করতাম?
কে জানে?
হয়তবা হ্যাঁ; হয়তবা না !!!



বৃদ্ধা তার ছেলেদের বাবা-মাকে অবহেলার শিক্ষা দেননি; দিয়েছে আমাদের লোভী ও সার্থপর সমাজ।
বৃদ্ধার মত মানুষগুলো আজ এই সমাজে জঞ্জাল।
যত তারাতারি এই জঞ্জাল গুলো বিদায় হয় ততই যেন শান্তি এই সমাজের।
আমরা স্বার্থ ছাড়া কিছুই করিনা; তবে বৃদ্ধ বাবা-মাকে খাওয়ালে কি লাভ???

অর্থ! সম্পদ!! প্রতিপত্তি!!!
উফ!!! যার সামনে মা-ছেলের সম্পর্ক পর্যন্ত স্বার্থহীন নয়!!!

নানী, আড়ং এসে গেছে। এখন নেমে ডান দিকে কিছুদুর এগুলেই আসাদগেট।
যুবকটি মহিলাকে নামিয়ে দিয়ে এসে বৃদ্ধার ছেড়ে যাওয়া সিটটায় বসে পড়ল। আমি আবার জানালা দিয়া বাইরে দেখায় মনযোগ দিলাম। আমাদের বাসটি সিগনালে আটকে আছে। টায়ারের হঠাৎ তীক্ষ্ণ শব্দ সাথে কোন এক নারীর চিৎকারে ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলাম । পাশের যুবকটির মুখে কোন ভাবান্তর দেখা গেল না।
কে জানে, হয়ত বৃদ্ধা মহিলাটির সন্তানদের জন্য আজ এক বড় সুসংবাদ অপেক্ষা করছে; যা তারা মনে-প্রানে চাইত এতদিন।
আসলে কি ঘটেছে দেখার আগ্রহ মনে জাগলোনা আমার।

ইট-লোহার এই শহরে আমি যেন নিজেও এক মস্ত পাথরের পিরামিড।
হয়তবা আমি একাই নই, হয়তবা সবাই।

সিগনাল ছেড়ে দিয়েছে, বাস চলতে শুরু করেছে।
আমিও জানালার বাইরের লাল-নীল আলো গুলো দেখায় ব্যাস্ত হয়ে গেলাম।

উফ!!! কত্ত সুন্দর এই শহর। সবাই আমরা কত্ত আপন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

০৬ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫