সভ্যতার সব সীমা ছেড়ে এ কোথায় চলছি,
নতুনত্বের প্রতিযোগিতায় প্রতিনিয়ত সবাই মরছি।
এ যুদ্ধের শেষ কোথায়, কোথায় এর সমাপ্তি?
প্রতারণা আর নির্বিচার দেশ জুড়ে সব দুর্নীতি।
সমাজ, স্বদেশ আর মানুষের কদর সর্বনাশ করে,
ষোলআনা পেতে শুধু নিজের স্বার্থটাই গুনছি।
অবহেলা আর অনাদরে ওরা পরে রয় পথে-ঘাটে,
স্বাধীন দেশের গরীব, ক্ষুধার্ত আর আশ্রয়হীন সব দুঃখী।
এইতো সেদিন দুটি অবুঝ শিশুর নির্মম ঘটনা ঘটে,
ক্ষুধার যন্ত্রনায় একটি রুটির হকদার হতে পারেনি ওরা।
কেন এ নির্মম নিয়তি মানুষের মানবতায়?
বিধাতা কি সইবেন আমাদের এই নিষ্ঠুরতা?
দেখ আলোকচিত্রে ধরা দুটি শিশুর আত্মার আর্তনাদ,
দেখ পাষাণ মনের হিংস্র মানবদের নির্দয় আচরণ।
এ বুঝি মোদের সভ্যতা, এ বুঝি মোদের সমাজ?
মানব-লঙ্ঘনকারী মানবেরা দেশ ও জাতীর মান করছে বিনাশ।
দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা, আর শ্রদ্ধা,
যে মানবের মাজে হয়েছে সব নিমেষ,
সে কি গড়বে সোনার স্বদেশ, যার নেই মনুষ্যত্ব?
যার প্রতিটি কর্মকাণ্ডে সমাজ হয় সর্বশেষ।
তাই মুক্ত ভাবে বেচে থাকার নেই স্বাধীনতা,
তাই আজো এই কচি শিশুদের নেই কোন নিরাপত্তা।
ভালো মন্দের সৃষ্টি প্রতিটি মানুষের হৃদয় হতে গড়ে,
তার সূত্রেই সমাজে যত শান্তি-অশান্তি ঘটে,
তবে কি আমরা বিবেক-বোধহীন হচ্ছি দিন, দিন?
আধুনিকতার লক্ষে মানবতার ঐতিহ্য করছি ধ্বংস।
ওরা দেশের তুচ্ছ নাগরিক সব ক্ষেত্রে অভিশপ্ত,
অঢেল অর্থ-সম্পদশালী হয়েও যে জন,
গরিব-দুঃখীদের প্রতি সহায় হতে হয় কৃপণ,
প্রকৃত-রূপে স্রষ্টার তরে তারা নিন্ম স্তরের মানব।
একটা সুন্দর স্বদেশ চাই এমন একটি নীর।
যেথা সম্পর্কের হবেনা টানা-ছেড়া রইবো সদা মিল।
০৫ এপ্রিল - ২০১১
গল্প/কবিতা:
৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪