আমরা মানুষ

আমি (নভেম্বর ২০১৩)

ঈশান আরেফিন
  • ৫৬
সন্ধ্যার আলোকময় আঁধারে ফুটপাথের ধারে,
জরাজীর্ণ পলিথিনে মোড়া বস্তিঘরে,
অপুষ্টিতে ভোগা শিশুর পাশে,
শতছিন্ন শাড়িগায়ে কিশোরী মায়ের
নির্যাতনের ব্যথায় বুকফাটা আর্তনাদ;
আমাদের জানান দেয়, আমরা মানুষ।

রাতের অন্ধকারে সরু গলির প্রান্তে,
ঠোঁটে গাঢ় লিপস্টিক মাখা,
রংচঙে বসন পরিহিত এক
ষোড়শী নিশিকন্যার ক্লান্ত শরীর আর
উপার্জনের আশায় খদ্দেরের অপেক্ষা;
আমাদের বলে যায়, আমরা মানুষ।

কর্মচঞ্চল সকালে সাভারের রাস্তার ধারে,
ইট সিমেন্টের আস্তরণে চাপা পড়া পোশাক শ্রমিকের
পরিশ্রমী হাতের বাঁচার তীব্র আকুতি,
হাজার মৃত মানুষের চোখে বিস্ময়ভরা চাহুনি
আর লাশের পায়ে আবদ্ধ ভালবাসার নূপুর;
আমাদের জানিয়ে দেয়, আমরা মানুষ।

রোদ্র পোড়া দুপুরে ডাস্টবিনের পাশে,
পুঁতিগন্ধময় উচ্ছিষ্ট ময়লার মাঝে,
হাতে জ্বলজ্বলে গল বিষফোঁড়ার ব্যথায় কাতর,
অভুক্ত পথশিশুর হন্যে হয়ে
অবিরাম খাদ্যের অন্বেষণ;
আমাদেরকে বলে, আমরা মানুষ।

মহাকাল ধরে নিজ সন্তানদের পরম যত্নে,
প্রগার ভালবাসায় আগলে রাখে
অকৃত্রিম মমতাময়ী বাংলাদেশ।
তার সন্তানেরা আলোকের স্বপ্নে দিন বুনে
আর প্রায়ই দাঁত মুখ খিঁচে বলে,
"আমরা মানুষ, আমরা মানুষ ।"

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার আনিসুর রহমান জ্যোতি হাজার মৃত মানুষের চোখে বিস্ময়ভরা চাহুনি আর লাশের পায়ে আবদ্ধ ভালবাসার নূপুর; আমাদের জানিয়ে দেয়, আমরা মানুষ। .............// বেশ আবেগী কবিতার চরণ ক'টি ভীষণ ভাল লাগলো...........
অনেক ধন্যবাদ
খোরশেদুল আলম আমরা মানুষ এই ভাবনার সাথে সাধ্য অনুযায়ী কাজ করাটাই আসল কথা। অনেক সুন্দর।
অনেক ধন্যবাদ
বিদিতা রানি লাশের পায়ে আবদ্ধ ভালবাসার নূপুর; আমাদের জানিয়ে দেয়, আমরা মানুষ। ............ভালো লাগলো।
অনেক ধন্যবাদ
মিলন বনিক ঠিক এরকম একটি ভাবনা আমাকে তাড়িত করছিল...আমার গল্পে তার কিছুটা রেশ আছে...কবিতাটাও লিখতে চেয়েছিলাম এই ঢঙ্গে.সম্ভব হয়নি..িঈশার আরেফিনের সাথে মিল দেখে খুব ভালো লাগছে...শুভ কামনা...
অনেক ধন্যবাদ
আলমগীর সরকার লিটন সুন্দর কবিতা অভিনন্দন-------
অনেক ধন্যবাদ
কবি এবং হিমু প্রশংসা বা মন্তব্য করার সাহস হারিয়ে ফেলেছি।
অনেক ধন্যবাদ
জাকিয়া জেসমিন যূথী যত যাই বলুন আমরা তো মানুষই। ভালো যারা তারাও মানুষ, খারাপ যারা তারাও মানুষ। ভালো লাগলো আপনার কবিতা, বিশেষ করে শেষের প্যারাটা অসাধারণ। আপনার কবিতাটি পড়ে কবির লাইন ভেসে উঠলো মনে, "আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল!"
অনেক ধন্যবাদ
ইব্রাহীম রাসেল ভালো লিখেছেন। শুভকামনা থাকল।
অনেক ধন্যবাদ
এফ, আই , জুয়েল # খুবই সুন্দর । কবিতার ভাব ও ভাষা অনেক অনেক চেতনার কথা জানান দিয়ে গেছে ।।
অনেক ধন্যবাদ

০৫ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ১১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫