আমি বিখ্যাত হয়নি, মা

মা (মে ২০১১)

শামীম আরা চৌধুরী
  • ১৭
  • ৫৯
মা, একদিন শিউলি ঝরা সকালে
বইয়ের ব্যাগ আমার পিঠের সাথে
আটকে দিয়ে বলেছিলে, 'পাঠশালে যাও বাবা,
বড় হও, বিখ্যাত মানুষ হও" ।
সেদিন তোমার কথার মর্ম বুঝতে পারিনি ।
আমি পাঠশালে গিয়েছিলাম ।
লিখতে শিখেছি, পড়তে শিখেছি ।
তোমার দুপায়ের উপরে পা রেখে
খেলতে শিখিয়েছো ।
তাইতো সকালবেলা
তোমার সাজানো ফুলের বাগানে
খেলায় মেতেছি,
অলস দুপুরে সারি সারি
ধইনচা গাছের চিরল চিরল
পাতার আড়ালে
সবুজ ঘাস ফড়িং ধরেছি ।
সাঁঝবেলা ঘরে ফেরা বলাকার
মতো খেলা ফেলে
তোমার কাছে ফিরে এসেছি ।
সময়ের সাথে লুকোচুরি খেলতে খেলতে
কখন যে সূর্যটা লাল আভায় পরিণত হল !
আমার দেখা হলোনা অনেক কিছু ।
জীবনের কোন পথ ধরে যে তুমি হাটলে মা !
অর্ধেক হাটা হলে দেখি তুমি নেই ।
আমি কিন্তু হেটেই চলেছি ।
কারণ, তুমি বলেছো, 'পথ পাড়ি দিতে হবে'।
আমি পথ পাড়ি দিচ্ছি ।


মা, আমি বড় হয়েছি ।
আমার ঘর হয়েছে ।
ঘরের সামনে ছোট্ট একটা আঙিনা হয়েছে ।
সেখানে সবজির বাগান করেছি তোমার জন্য ।
জানি তুমি বাগান ভালবাস ।
এখন অগ্রহায়ণ মাস ।
সকালের ঘোলাটে কুয়াশায়
লাউ ডগাগুলো লক লক করে বেড়ে উঠছে ।
আর কদিন পরেই লাউ ঝুলবে ।
একটি লাউ-ও আমি তোমাকে ছাড়া কাটবো না ।
মা, আমি তোমার জন্য
একটি গোলাপের বাগান করেছি ।
হলুদ রঙের দুর্লভ গোলাপে বাগান ভরে গেছে ।
সেখানে শান বাধানো চেয়ারে বসে
বড্ড মনে পড়ছে সেই প্রথম দিনের কথা
আর যেদিন আমাকে বিদায় দিয়ে
চোখের জ্বলে বুক ভাসিয়েছিলে সেদিনের কথা ।
তোমার সেই অশ্রুজল-
আমার কলমের কালি হয়ে ঝরছে অবিরত ।
আমি লিখেই চলেছি ।
কি লিখছি জানিনা ।
শুধু জানি আঁকাবাঁকা কালো অক্ষরে
আমি লিখছি ।
আজ আমি অনেক বড় হয়েছি
কিন্তু বিখ্যাত হইনি ।
আমি বিখ্যাত হইনি, মা ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিজানুর রহমান রানা দীর্ঘ কবিতায় দীর্ঘ পথ পাড়ি দেয়া সহজ কথা নয়! জীবনের পথ সত্যিই দীর্ঘ। এর মাঝে বাবা-মায়ের স্নেহ, মায়া, ভালোবাসা, আশা-উদ্দীপনা সত্যি আমাদেরকে দীর্ঘপথের কণ্ঠকাকীর্ণ পথে অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে যেতে সাহায্য করে। আঁকাবাঁকা কালির অক্ষরে লিখতে লিখতেই একদিন কবি বড় হবে। কবির সেই আশা সার্থক হোক। এই কামনা করি।-----------রানা।
মু : আলাউদ্দীন ভালো লিখেছেন। অতীত স্মৃতি সুন্দর ভাবে রোমন্থন করেছেন। বেষ্ট অফ লাক।
মেহেদী আল মাহমুদ ঘাষ ফড়িং ধরে খুব অন্যায় কাজ করেছেন। তাদের জীবন আছে সেটা মনে রাখা দরকার।
বিন আরফান. নামকরণে বিঘ্ন ছাড়া অসাধারণ হয়েছে. চালিয়ে যান. শুভ কামনা রইল.
শিশির সিক্ত পল্লব মায়ের দোয়া থাকলে বিখ্যাত হতে কতক্ষন.............খুব ভালো
Mayenuddin অনেক ভালো লাগলো কবিতাটি
খোরশেদুল আলম স্মৃতি আর আবেগ মাখা আপনার কবিতাটি পড়ে মনে হচ্ছে আপনি বিখ্যাত হয়েছেন মা' কে নিয়ে আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন, খুব ভালো হয়েছে।
sakil একটি জীবন যা মায়ের deoya উপহার , জীবনের প্রতিটি কাজে প্রতিটি পথচলা সব কিছুর শিখা সুরু হয় মায়ের হাত ধরে , সেই মায়ের জন্য কিছু করাটা অতিব জরুরী . ভালো লিখেছেন

০৪ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪