মা মানে মা

মা (মে ২০১১)

সোশাসি
  • ১৬
  • 0
  • ৬৫
তুমি কি বন্ধু কভু গর্ভ করেছ ধারণ ?
না করোনি তবে কেন এত মিছে অহম ।
ওই গর্ভ ধারিণী জানে দশ মাস দশ দিনে _
কত কোটি বছর পাড় হয়েছে কষ্টের
যাঁতাকলে,আর সেই মা নিশ্চুপ তুমি উচ্চস্বরে ।
কোনদিন কি তুমি মাকে করেছিলে তুষ্ট ?
জিজ্ঞেস করেছিলে নাকি তোমার কিসে কষ্ট ।
দেখ ওই মুখের পানে চেয়ে ,স্পষ্ট দেখবে
তুমি এখন কষ্ট আছে লেগে ওই বিবর্ণ দেহে ।

তুমি কি জান মা মানে কি ?
মা মানে নিঃস্বার্থ ব্রতী ,মা মানে নিঃশব্দ বারি ,
মা মানে পূজারী _ মা মানে দিশারী ।
মা মানে রবি ,মা মানে শশী ।
মা মানে এক বক্ষে রণ _ অন্য পাশে মম ,
মা মানে এক লক্ষ কোটি পুষ্পের সমারোহ ।
মা মানে নির্ঘুম রাত্রি প্রার্থনা ,
মা মানে শত শত পাপের মার্জনা ।
মা মানে কোন বীরাঙ্গনা নারী ,
মা মানে কোন স্বর্গলোকের দেবী ।

প্রস্তর স্তূপ কি দেখেছ কভু ?
না দেখিলে তোমার সামনে দেখ
দাঁড়ানো প্রস্তর নারী ,সে দিন তোমার বাগানের
ফুল শুকাইল জল বিনা ,জলে তুমি ডুবাইলে দেহ তার ই _
তপস্যা দেবী শয্যায় পড়ে ছিল, ক'দিন তুমি
তার সেবা করেছ ক'দিন অশ্রু জল দিয়েছ মুছি ।
শিক্ষিত সমাজ বলেন _
মা আমার ভাল বন্ধু ; আমি বলি মিথ্যে কথা
এসব আমি না মানি ,
মায়ের বিকল্প এ ধরায় হয়েছিল কি কভু শুনি ।
তবে মা কেন যাবেন বন্ধু হতে ;
বন্ধু ভাই বোন কিংবা রমণী ,মায়ের কাছে তুচ্ছ এসব
সে ন'হে স্তন্যদায়ী ।
বন্ধু তোমারে অশ্রু দিয়েছে ,বোন দিয়েছে গালি
নারী তোমায় নিঃস্ব করেছে ,কি করেছে জননী ?
মা তোমাকে স্তন্য দিয়েছে করেছে প্রার্থনা ,
মৃত্যু বুকে আলিঙ্গন করে সুমহান করিল ধরা ।
মাতৃঋণ শোধ হবেনা ,হবেনা তার বিকল্প
মা মানেই মা ,জন্ম থেকে মৃত্যু ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এমদাদ হোসেন নয়ন আপনার কবিতাটি পডে সত্যি আমি মুগ্ধ হয়েছি। জীবনের কঠিন বাস্তবতাকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ।
রাজিয়া সুলতানা অপূর্ব এক কবিতা ,অনেক বক্তব্যধর্মী,বাস্তবতাবধ্সম্পন্ন,.....এবং অনেক পরিনত লেখা.....অনেক শুভকামনা....আমার কবিতা ৩ টি পড়ার আমন্ত্রণ রইলো.....
মেঝবাউল হক অনেক ভালো লিখা।
বিন আরফান. কবিতা পরলাম + আবৃত্তি করলাম তার পর চেহারাটা দেখলাম. বয়সের তুলনায় অতীব চমত্কার. এছাড়া চমত্কার. আমি তোমার বয়সে আগডুম বাগডুম লিখেছি , যা নিজে পড়ি কিন্ত আবৃত্তি করতে লজ্জা পাই. দীর্ঘজীবি হও.
sakil আপনার লেখা গুলো পরছি আর ধীরে ধীরে আপনার ভক্ত হয়ে পরছি . ভালো লিখছেন ভালো লিখবেন . শুভো কামনা থাকলো যথরীতি .
শিশির সিক্ত পল্লব তুমি কি জান মা মানে কি ? মা মানে নিঃস্বার্থ ব্রতী ,মা মানে নিঃশব্দ বারি , মা মানে পূজারী _ মা মানে দিশারী । মা মানে রবি ,মা মানে শশী .......... সত্যিই মা অসীম
রওশন জাহান এত সুন্দর কবিতা মাত্র ৮ কমেন্ট ? আমরা সত্যি দু:খিত .তবে আপনি নিরাশ হবেন না. সত্যিকারের প্রতিভা মূল্যায়িত একদিন হবেই.
সূর্য এখানে আমরা খুব কম পাঠকই আছি যারা সবগুলো লেখা পড়ার চেষ্টা করি। আর বাকিরা হয়তো কারো দাওয়াতে আসে শুধু তাদের লেখাগুলোই পড়ার নিমিত্তে। তাতে কিন্তু (কম পাঠকের কারনে) কোন ভাল লেখা খারাপ হয়ে যাবেনা। একদিন হয়ত পাঠক দৈনতা কেটে যাবে। অনেক গভীর ভাবনা তোমার কবিতায় উঠে এসেছে .................. ধারাটা যেন বজায় থাকে.......
শাহ্‌নাজ আক্তার মাতৃঋণ শোধ হবেনা ,হবেনা তার বিকল্প, অদ্ভুত সুন্দর হযেছে , ভোট দিলাম ....

০৩ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ১৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪