বঙ্গমাতা

মা (মে ২০১১)

সোশাসি
  • ২০
  • 0
  • ৫৩
হাজার জনমের স্বপ্ন নিয়ে মা গো জন্মেছি তোমার বুকে _
হে চীর মমতাময়ী বঙ্গমাতা ,এ শিশির ভেজা প্রভাতে
স্বপ্ন শুরু আমার তোমার বুকেই বেড়ে উঠা ।
সাত জনমের ক্ষুদার্থ দেহে যেন জন্মেছি তোমার কোলে ,
আবার যদি পুনঃ জন্ম হয় তবে তা হয় যেন বাংলার
কোন প্রান্তরে ।

তোমার দুগ্ধ রূপি জল আমার শীতল করেছে প্রাণ ,
তোমার সবুজ বনে মৃত্তিকা আমার অন্ন করেছে দান ।
দিগন্ত প্লাবিত সবুজের স্তূপ আর পাখিদের কোলাহল
ফুলে ফুলে ভ্রমরের গুঞ্জনে ,
কতবার আমি যে পড়েছি প্রেমে ।
কত বার প্রেমে পড়েছি এ বাংলার ৮৬ হাজার গাঁ'য়ের দুর্লভ
সৌন্দর্্যয ধুলোমাখা পথের বাঁকে ,
গঙ্গা _পদ্মা_মেঘনা_রূপসা নদীর জলে ।

বৈশাখের প্রথম জল তৃষ্ণা মিটিয়েছে প্রাণে ,
বর্ষার ঝর্ণা ধারা পবিত্র করিল দেহে ।
শরৎ কালে শুভ্র মেঘ নরম কাঁশের ছোঁয়ায় ,
হেমন্তের বনে ফসলের দোলায় দুলিল মন ভেলায় ।
রিক্ত শিতের তিক্ততা শেষে ,
বসন্ত পবন প্রেম দিল ঢেলে ।


তোমায় ভালবাসি মা বলে দেখনি ১৯৫২ সালে ,
আমার ভাইয়েরা ভাষার জন্য
বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে ।

তোমার স্বাধীনতার জন্য মা ১৯৭১ সালে _
৪০ লক্ষ প্রাণ বিসর্জন দিয়েছিল ওরা নিঃশব্দে ।
কত রক্তের গঙ্গা স্রোত ,আর কত প্রাণ ,
পলাশীর প্রান্তর থেকে অন্যবিধ পর্যন্ত আর কত
দিতে হবে প্রাণ ,
দেব নির্জনে মা গো তোমায় ভালবেসে ।
কোটি বাঙ্গালির হাজার বছরের একটি ভালবাসা _
প্রিয় চরণ ভূমি আমার প্রেম হে বঙ্গ মাতা ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মামুন ম. আজিজ নিজ মাতা ছাড়িয়ে আরেক মা , দেশ মাকে নিয়ে লিখেছেন। সে জন্য এবং সুন্দর কবিতার জন্য দু দুবার ধন্যবাদ।
মু. লতিফুর রহমান ভালই। সম্পূর্ণ বাংলা যদি একটা স্বাধীন রাস্ট্র হত তবে কতই না ভাল হত।
খন্দকার নাহিদ হোসেন আবেগের কথাগুলো দু এক জাগায় কবিতা করে বলা যায়নি এছাড়া আর সব ঠিক আছে। আর ভালোবাসার কবিতা পড়তে ভালোই লাগে।
সূর্য দেশপ্রেমের উজ্জল দৃষ্টান্ত। অনেক আবেগ দিয়ে লেখা একটা কবিতা ..........
শিশির সিক্ত পল্লব কোটি বাঙ্গালির হাজার বছরের একটি ভালবাসা _ প্রিয় চরণ ভূমি আমার প্রেম হে বঙ্গ মাতা........অনেক ভালো লাগলো..........বন্ধু তোমার জন্য-৪
sakil অসম্ভব ভালো . ভাই আপনার লেখার তুলনা নাই . ভালো লেগেছে .
ফাতেমা প্রমি কবিতা অনেক ভালো লাগলো...কিন্তু ভাইয়া, গঙ্গা কিন্তু আমাদের নদী না...আমরা তাকে পদ্মা ডাকি...অনেক অনেক শুভকামনা রইলো,,,
এমদাদ হোসেন নয়ন অনেক সুন্দর লিখেছেন।
সোশাসি ধন্যবাদ কৌশিক ভাই আপনাকে
সৌরভ শুভ (কৌশিক ) সোশাসি,তোমার কবিতা পড়তে আমি অনেক ভালবাসি /

০৩ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ১৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪