তারাও মায়ের সন্তান

মা (মে ২০১১)

সোশাসি
  • ১৫
  • 0
  • ৬৮
হও তুমি যত বড় মহামানব ,মহা রাজা কিংবা বীর
মাতৃত্বের কাছে তুচ্ছ সে সাম্রাজ্য ,তোমার নত শির ।
রাজা ,সম্রাট মহাজ্ঞানী ,মনীষী যিশু ,তাহারাও একদা
আছিল অবুঝ শিশু ।
তুমি শাসন করছ বিশাল সাম্রাজ্য , জয় করেছ আকাশ পাতাল ,
পৃথিবী হাতের মুঠোয় রেখে মহাবিশ্ব করিলে জয় _
চাঁদের দর্প চূর্ণ করে মাটিতে ফেলিলে প্রস্তর ,
যত আবিষ্কার করছ তুমি যত বড় ডিগ্রি করেছ ধারণ
মায়ের অঞ্চল হতে সূচনা তার শেকড় ।
কুমারী মায়ের পেটে জন্ম নিয়েছে এক শিশু _
কোটি কোটি ভক্ত ,অনুরাগী চরণে তার করিল বন্দনা গীতি ,
সুন্দরের পথ দেখিয়ে সে শিশু খিষ্টের হইল যিশু ।

অবুঝ বালক ছিল গৌতম একদিন ,
মা দেখিল হাহাকারের চিহৃ তার মুখে !
বিশাল সাম্রাজ্য প্রাচুর্যর মাঝেও কিসের এত হতাশা আর অতৃপ্ত ,
কে জানিত সে বালক হবে ভিক্ষুদের বুদ্ধ ।

নাম শুনেছ নিশ্চই ; ঈশ্বর চন্দ্র বিদ্যা সাগর
অসীম জ্ঞান খোদা তাকে মুক্ত হস্তে করেছে দান ,
বিদ্যা তাকে দিতে কার্পণ্য করেনি সিন্ধু সম জ্ঞান ।
এক রাতে মায়ের পএ এলো বাড়ি ফিরতে হবে _
অন্ধকার রাতে ঝড়ো প্রকৃতির মাঝে রওনা হলেন অশ্রুসিক্ত প্রাণে
দেখিলেন নদীর কুলে নেই কোন মাঝি কিংবা নাও _
মাতৃ টানে সাঁতরে চলিল ঈশ্বর বাধা মানিল না
উত্তাল নদীর ঢেউ ,
সে সর্বনাশী নদী পাড় হলেন ঈশ্বর শাব দে'হ ধরে ।

প্লেটো থেকে লিওনার্দ্যো ন্যানসেল ম্যান্ডেলা ,আব্রাহাম ,
আলেকজান্ডার ,রবি শঙ্কর তারাও মায়ের সন্তান ।
আলেক জান্ডার ,নেপোলিয়ন বেনপার্ট পৃথিবীর এক প্রান্ত
থেকে অন্ন প্রান্তে পা রেখে ধ্বনিত করিল ''মা'' বরে বার।
হুংকার তাদের তরোয়াল যদি মা'য়ের চরণ তলে ,
তবে তুমি আমি কে হে ?


বর্বর যাযাবর মরুর বুকে যে দিন জন্ম নিল শিশু মুহাম্মাদ ,
সে দিন থেকে দূর হ'ল যত অন্ধকার বর্বরতা মহাপাপ ।
শান্তির বানী শুনাইলো সকল জনে ,দেখাইল সত্যের পথ _
তামাম পৃথিবী পবিত্র হইল শুনে তার আগমন ,
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানবের জন্য রেখে গেল খোদা
হতে মানবের জন্য আল-কুরআন ।
মৃত্তিকা মানব হয়েও খোদার বন্ধু হযরত ,
অদ্বিতীয় তিনি পৃথিবীর বুকে ছায়াহীন মানব ।
তাহার মুখে ধ্বনিত হ'ল সৃষ্টিকর্তা রব তারপরে মায়ের বানী ,
সে মহামানবের জন্ম পৃথিবীর বুকে
মা' য়ের সন্তান সে নবী ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরাফাত মুন্না মায়ের আদরে সবাই বাধা। অনেক সুন্দর।
সৌরভ শুভ (কৌশিক ) সোশাসি ,তোমার লেখা পড়তে আমি বড্ড ভালবাসি /
সূর্য তোমার এই কবিতার উদ্দশ্য মহত। তবে এখানে মায়ের অবদান উল্লেখযোগ্যভাবে তুলে আনতে পারোনি অনেককে প্রকাশ করতে গিয়ে। তবুও বলব ভাল লেগেছে। ..........................হিটলারও কিন্তু মায়ের সন্তানই ছিল। হা হা হা হা (দুষ্টুমী করলাম)
বিন আরফান. ,তোমার নত শির ।= হবে তোমার নত শির ।/ আছিল অবুঝ শিশু । = ছিলেন অবুঝ শিশু । / খিষ্টের = খ্রিস্টের / হ'ল = হল / মা' য়ের = মায়ের // সব ঠিক থাকলে অসাধারণ হত. তবে আরো ভেবে কত ছাত করে অলংকরণ ঠিক করে লিখলে অতীব অসাধারণ হত. ধর্মীয় অনুভূতি জন্য শুভেচ্ছা. পন্ডিতি বেশি করলাম নাকি বন্ধু ? আপত্তি থাকলে করব না. শুভ কামনা রইল.
মোঃ মিজানুর রহমান তুহিন dhormiyo kobita খুব sundor সাজিয়ে লিখেছেন,আপনি আসলেই কবি..
ফাতেমা প্রমি ভোট দেয়ার জন্য বসে থাকা অনেক খারাপ লাগে.আরো ১০ mint বসতে হবে-এই কারণে অনেকেই ভালো লেখে-ভোট দিতে পারি না...তবে এই লেখকের লেখাগুলো k ভোট না দিয়ে যাওয়া উচিত না... অসাধারণ...

০৩ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ১৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪