তোমাতে আলিঙ্গনে কষ্ট সকল মুছি

ইচ্ছা (জুলাই ২০১৩)

ঝরা
  • ২১
  • ১৬
ইচ্ছে হয় নতুন করে আবার গঢ়ি এজীবন
ঝেড়ে ফেলি সব অন্ধকার,কষ্টের ভূবন
ভালোবাসি আবার উজাড় করে এ মন।

একটুখানি ছন্দপতন,জীবন,জীবন মানে কি?
অঝোরে বৃষ্টি,ধ্বসে পড়া ভবন,উহ্ অসহ্য কষ্ট
কষ্ট কাকে বলে?দাউ দাউ আগুন,আগুন জ্বলে চোখে।
খুব ইচ্ছে হয় ভালোবাসতে, ভালোবাসা মানে কি?আচ্ছা
তোমাকে কি কখনও জড়িয়ে ধরা যাবে?তোমাকে পেলে তো
জীবন কিচ্ছু না।

তাজরীন যখন পুড়েছিলো,মানুষগুলো ছাই হতে দেখেছিলে তো
তুমি কি কষ্ট পেয়েছিলে?রানা যখন বসে পড়ল তোমার কতো
স্নেহের শত শত মানুষ নিয়ে,কষ্টকি হয়নি তখনও?রানাতো
তোমাকে ভালোবাসেনা।

ভালোবাসা যদি যেতো তোমাকে,এমন ঝুকিপুর্ন ভবন পারতকি
দাঁড়াতে?এমন লোভ দিতকি হানা মনেতে?জীবন মানে কি
বুঝত যদি সবে,এত এত প্রাণ আঁধারে ডুবে নিজের রক্ত
পান করত কি?

জ্বলকে তো আমি আটকাতে পারিনা,শুধুই ভরে দেয় আখি
অতগুলি কষ্ট আমি কোথায় লুকিয়ে রাখি।ইচ্ছে হয় আবার
নতুন করে তোমাকে ভালোবাসতে শিখি।তোমাতে আলিঙ্গনে
কষ্ট সকল মুছি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাজমুল হক ভাবনার অন্ত নাই, কামনা করি আরো ভাল লিখবেন,,,,,,,,,,,,,,,,এই প্রত্যাশা রইল।
তাপসকিরণ রায় একটি ভাব গভীর কবিতা--বিরহ ভাবনার প্রকাশ--আলুথালু জীবনে স্থিতি খুঁজে পাওয়ার প্রচেষ্টা।ভাল লেগেছে আপনার কবিতা।
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন ...এমন লোভ দিতকি হানা মনেতে...। মানুষের নয়, অমানুষের মনে লোভ হানা দেয়, কিন্তু মানুষরা কি বাধা দিচ্ছে? ভাল লিখেছেন, ভাল লেগেছে। শুভেচ্ছা রইল।
এশরার লতিফ ভালো লাগলো কবিতাটি, বিশেষ করে প্রথম আট লাইন।
রাজিয়া সুলতানা খুব বাস্তব পূর্ণ কথা মালা/এমন কথা দুর্বৃত্ত দের মনে ধরায় যেন জ্বালা /অনেক শুভকামনা.....
শাহ্‌নাজ আক্তার আমার চোখের জলেই টলমল করে আখি , তোমার চোখের জলের অশ্রু কোথায় রাখি , খুব ভালো হয়েছে |
শিশির সিক্ত পল্লব ভালোবাসা যদি যেতো তোমাকে,এমন ঝুকিপুর্ন ভবন পারতকি দাঁড়াতে?এমন লোভ দিতকি হানা মনেতে?জীবন মানে কি বুঝত যদি সবে,এত এত প্রাণ আঁধারে ডুবে নিজের রক্ত পান করত কি? ...........কষ্ট ভরা কথা গুলো থরে থরে সাজিয়ে তুলেছেন কবিতাটি....একটু অন্য রকমই...অনেক ভাল লাগল
রোদের ছায়া কবিতার তুমি কি সৃষ্টিকর্তা নাকি জীবন? ভাল লাগলো কবিতায় জীবনের আর্তি । জ্বলকে=জলকে , গঢ়ি=গড়ি, ঝুকিপুর্ন=ঝুঁকিপূর্ণ ।
অনেক ধন্যবাদ ভুলগুলো তুলে দেওয়ার জন্য।
রাশেদুল ফরহাদ অনেক কিছুই নতুন করে শুরু করা যায়, তবে সব কিছু নয়। খুব ভালো লাগলো।
সত্যি u r right.thank u.

২৮ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“জানুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী