আমার প্রথম বন্ধু .

বন্ধু (জুলাই ২০১১)

খাতার পাতা থেকে
  • ২৯
  • 0
  • ৫০
জীবনের প্রথমে সবে
হাটি হাটি পা শিখেছি
তখন থেকে বন্ধু হিসেবে
তোকে পেয়েছি.

কত যে স্মৃতি আজ
অতীতের পাতায় ভাজ,
পড়ে থাকে ধুলো জমে
কিন্তু বন্ধুত্ব কি কমে ?

ছাদ ফুটো করে আকাশ দেখা
টেপের পানি চিবিয়ে খাওয়া
পাথর ছোরা দূর অজানায় আর
দৌড়াতাম ছাদের এ মাথা ও মাথায়.

গ্রীষ্মকালের করা রোদে
ঘুড়ি উড়াতাম সুতো ছেড়ে,
ঘুড়ি হারাতো মেঘের কোলে
আর আমরা হারাতাম দুরান্তরে.

এ গলি থেকে ও গলি
আর এ রাস্তা থেকে ও রাস্তার মোড়ে.

ছুটোছুটি আর ঘুরঘুর করতাম
নিজ আপন শহর ভুলে.


হঠাত করে যেন বিদায় আপন শহর
পাড়ি দিলি দূর দুরান্তরে আরো একটি বছর পর,
তারপর যেন শুধু বিলীন হতে থাকা
বর্তমান স্মৃতি যেন অতীত তুলিতে আকা.

মনে হয় আজ এই তো সেইদিন
বন্ধুত্বটা হলো যে কি খুব বেশিদিন.

অথচ বছর বছরে হারাচ্ছে
বন্ধুত্বের ভালবাসা যেন আরো গভীর হচ্ছে.

জানিনা আজ কোথায় আছিস
কেমন আছিস কোন শহরে,
যেখানে থাকিস ভালো থাকিস
মনে রাখিস অতীত মনে করে.

যদি কখনো হয় দেখা আবার
ঘুড়ি উড়াবো আকাশে
মেঘলা কোনো দুপুরে
হোক বর্ষার দিনে
হারাব আবার কোনো অজানায়
নিয়ম কানুন ভুলে.
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিষণ্ন সুমন বেশ আবেগধর্মী কবিতা । সৃতিচারণ এর ভেতর শৈশবের স্বর্ণালী দিন গুলু তুলে এনেছেন । বেশ ভালো লাগলো কবিতাটি ।
সূর্য কবিতা বেশ ভাল হয়েছে, তবে অন্তমিল মাঝে মাঝে আসায় এবং ...... না থাকায় একটু ঘোলাটে লাগলো।
প্রজাপতি মন জানিনা আজ কোথায় আছিস কেমন আছিস কোন শহরে, যেখানে থাকিস ভালো থাকিস মনে রাখিস অতীত মনে করে. শৈশবের বন্ধুদের মনে পড়ে গেল। অনেক ভাল হয়েছে।
রাশেদুল ইসলাম বন্ধুর সৃতি অমলিন খুব ভালো লাগলো
পন্ডিত মাহী খুব ভালো লাগলো... শুভ কামনায়
খন্দকার নাহিদ হোসেন ভাইয়া, কবিতাটি ভালো লাগলো।
মামুন ম. আজিজ কে কি বলবে জানি না...আমি একটা ঢং পেলাম কবিতায় যে ঢং ভালো লেগেছে
Akther Hossain (আকাশ) ভালো লগলো ---যদি কখনো হয় দেখা আবার ঘুড়ি উড়াবো আকাশে মেঘলা কোনো দুপুরে হোক বর্ষার দিনে হারাব আবার কোনো অজানায় নিয়ম কানুন ভুলে.
মিজানুর রহমান রানা কবিতাটি আরেকটু ছন্দময়, কাব্যিক হতে পারতো যদি একটু শ্রম দেয়া যেতো। তবে আগামীতে আরো ভালো করার জন্যে চেষ্টা করলে ভালো হবে। ধন্যবাদ। ভোট দিলাম।
আদ্রিতা শাওন বেশ সুন্দে হয়েছে

২৭ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫