এখনো তোমায় খুজি

কষ্ট (জুন ২০১১)

রুহুল আমিন রুমী
  • ১৪
  • 0
  • ৩০

চেয়ে আছি আকাশের নীল
সীমানায় একরাশ আঁধারে ছেয়ে গেছে আকাশ
অপলোক খুজি ফিরি যদি দেখা পায়।
ধীরে ধীরে উষ্ণতা দূর করে বাতাস।

তর তাজা লতা পাতা চির ঘোর ক্লান্তে
ঘুমিয়ে পড়েছে যেন ¯^‡cœi প্রান্তে। নিহারিকা ঝিরি ঝিরি ঝুর ঝুর ঝরছে
চারিদিকে ঝিঁঝি পোকা এলোমেলো চরছে।

ব্যস্ততা কোলাহল রাত্রির কোলে
ঝিমিয়ে পড়েছে যেন ক্লান্তির ছলে।

আকাশের গায়ে আজ চন্দ্র গ্রহন
তাই নেই আকাশে চাঁদের চাহন।

তবুও,
অবারিত আকাশে অগনিত তারা
ঝিকিমিকি আলো দানে পাগল পারা।

এমনি এক রাতে আমি একেলা
নির্ঝর দুখেরা করিছে খেলা।

পশ্চিমা আকাশে সুখ তারা দেখি
জোনাকিরা মিটিমিটি চলে একিবেকি।

কি যেন সে শুকতারা বলে ইশারায়
বন্ধু বানাতে সে আমাকেই চায়।

শুকতারাটারও নাকি দুঃখ ঢের
একবার শুনে বলি খুলে বলো ফের।

শুকতারা ভারি খুশি আমাকে পেয়ে
কালো মেঘ ধোয়াটে এলো যে ধেয়ে।
পলকের মাঝে সে কোথা হলো হারা
বন্ধু হারিয়ে আমি কেঁদে দিশেহারা
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
উপকুল দেহলভি পশ্চিমা আকাশে সুখ তারা দেখি জোনাকিরা মিটিমিটি চলে একিবেকি। কি যেন সে শুকতারা বলে ইশারায় বন্ধু বানাতে সে আমাকেই চায়। শুকতারাটারও নাকি দুঃখ ঢের একবার শুনে বলি খুলে বলো ফের। শুকতারা ভারি খুশি আমাকে পেয়ে কালো মেঘ ধোয়াটে এলো যে ধেয়ে। পলকের মাঝে সে কোথা হলো হারা বন্ধু হারিয়ে আমি কেঁদে দিশেহারা; কবিতাটি অসাধারণ রকমের ভালো লাগলো; আপনাকে আমার ঘরে আমন্ত্রণ;
খোরশেদুল আলম আকাশের গায়ে আজ চন্দ্র গ্রহন/তাই নেই আকাশে চাঁদের চাহন।/ সুন্দর, কবিতা ভালো।
শাহ্‌নাজ আক্তার প্রতিটি লাইনের মাঝে অসাধারন অনুভুতি কাজ করেছে আমার ....... মনে হযেছে ভাজে ভাজে তারার মেলা .....
সূর্য ¯^‡cœi ="স্বপ্নের"
sakil চেষ্টা করতে থাকুন তাহলে একদিন ভালো লেখা পাব অবশ্যই
সূর্য @ রুহুল আমিন রুমী এটা আমার কবিতার ভুল নয়, গল্পকবিতার এডিটর সাহেব এমন উল্টা পাল্টা সাজিয়েছেন, আসলে এটা নবেল পাওয়ার মত কবিতা>>> নিজের সৃষ্টি সম্পর্কে ভাল ধারনা থাকা দোষের কিছুনা। তবে অহমিকা/অহংকার কিন্তু বড়ই খারাপ জিনিস।
সূর্য শেষদিকটা ভাল লেগেছে। প্রথম দিকটায় লাইন ভেঙ্গেও তাল খুজে পাওয়া যায়নি। ছন্দে "সমমাত্রা" বলতে একটা কথা আছে, সেটা ধরে রাখতে পারলে ভাল হতো..........
রুহুল আমিন রুমী এটা আমার কবিতার ভুল নয়, গল্পকবিতার এডিটর সাহেব এমন উল্টা পাল্টা সাজিয়েছেন, আসলে এটা নবেল পাওয়ার মত কবিতা।
Azaha Sultan প্রথমের ছন্দ কই? তবে বেশ ভাল লাগল...তুমি কারও লিখা পড় না বোধহয়? কারণ তোমার লিখা ভাল, পাঠক কম!
sumon miah চন্দে চন্দে মন আনন্দে । ভালো লাগলো । আর ভালো করভেন আশাকরি ।

২৬ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫