এলোমেলো কষ্টেরা সব

কষ্ট (জুন ২০১১)

আবু ফয়সাল আহমেদ
  • ৭২
  • 0
  • ৩১
কষ্ট, তুমি চলে গেছ!
দায়িত্ব এক দিয়ে গেছ -
কষ্ট করে নষ্ট হবার।

কষ্ট, তুমি বলে গেছ -
মরে গেলেও আর কোনদিন
ফিরে যেন না যাই আবার!

কষ্ট তোমার অপেক্ষাতে
দিন কেটে যায়, রাত কেটে যায়
হিম কুয়াশায়, খুব নিরালায়।

কষ্টেরা সব নষ্ট হলে,
কষ্ট করে নষ্ট হয়ে
লাভ কী বলো?

তাইতো আমি জমিয়েছি
খুব গোপনে - সযত্নে
নষ্ট হবার কষ্টগুলো।

তুমি-বিনা সকাল সাঁঝে
বুকের মাঝে কষ্টগুলো
পষ্ট হলো আপন সাজে।

তোমায় আমি ভালবাসি
তাইতো তুমি রাশি-রাশি
কষ্টগুলো ফেলছো ছুঁড়ে
অবহেলায়।

আমিও ঠিক তুলছি বুকে
কষ্টগুলো, নষ্ট সুখে -
ঠিক যেমন ফুল তুলেছো
বকুল তলায়।

দুপুর বেলায় স্নানের ঘরে
তোমার কী আর মনে পড়ে
"সেই দুপুরের" কষ্টগুলো?

এতই যদি অবাঞ্ছিত
"স্মৃতিগুলো অযাচিত"
জল ঢেলে সব ধুয়েই ফেলো।

আমি না হয় পণ করেছি -
"কষ্ট পেয়ে নষ্ট হবার",
তোমার তো এ আজন্ম সাধ -
"ভালবেসে মূর্ত হবার"।

শুদ্ধ তুমি, ঋদ্ধ তুমি
বাস্তব তোমার ভালবাসা,
আমার মত ক্ষুদ্র কবির
ভালবাসার সাধ্য কত?
আকাশ ছোঁয়ার প্রত্যাশা!

তাই,
কষ্টেরা সব আমারই থাক
তোমার না হয় দায় ঘুচে যাক,
"আমার স্মৃতি" সব মুছে যাক
নতুন স্মৃতির জায়গা দিতে।

সবাই কি আর মুখ্য হবে,
ভালবাসার ছোঁয়া পাবে -
ফুলের পাশে কাঁটাও রবে
সৌরভেরই বিস্মৃতিতে।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিন আরফান. আপনি মতামত আর ভোটের তুলনা করে চলে যেতে চাইছেন ! কেন তাদের নিকর জিজ্ঞাস করুন যারা বলে আপনি তাদের প্রিয় কবি. আমি ৪৫০ মতামত পেয়েও দুঃখ পাই না. তা বলিনা যা নিজে করি না. থাকুন তারা একদিন ধ্বংশ হয়ে যাবে. বিজয়ের নেশায় নয়, আমাদের জন্য লিখুন.
আবু ফয়সাল আহমেদ @সেলিনা ইসলাম : হায় হায়, এটা কি বললেন! আর আসছেন নাহ মানে? "ভয় পেতে" না করে দিয়েই তো ভয় পাইয়ে দিলেন :) ভালো থাকবেন. :)
সেলিনা ইসলাম খুব ভাল বলেছেন কবি তবে আমিও একটু স্পেসিফিক হতে পছন্দ করি আমি কেমন পাঠক তা এতডিনে আকটু হলেও বোঝা উচিতছিল নয় কি । শুধু পাঠক নয় শুভাকাংখীও হতে চাই । আমি যদি সবার ভাল না চাই তাহলে পরবর্তীতে আমার ভালও কেউ চাইবে না । যেহেতু গঠন্মুলক আলোচনা করেছি তাই স্বাভাবিকভাবেই কবির মনভাব জানার আগ্রহটা থেকে যায় । ইচ্ছে করলে তো বলতেই পারতাম অনেক ভাল হয়েছে খুব ভাল লিখেছেন ......কিন্তু আমার মনে হয় শুধু উতসাহ না একটু আলোচনা করলে ক্ষতিতো নেই না? ভয় পাবেন না আর আসছি না । ভাল থাকবেন । শুভেচ্ছা :)
আবু ফয়সাল আহমেদ @সেলিনা ইসলাম : এই প্রথম দেখলাম, কোনো পাঠককে মন্তব্যের পর ফিরে আসে আবার মন্তব্যের উত্তর দিতে :) বেশ ভালো লাগলো. এমন মনোযোগী পাঠক পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার. আশা করছি নিয়মিত আপনার কাছ থেকে মন্তব্য পাব :)
সেলিনা ইসলাম পুরো কবিতা যুরেইত ক্ষোভ, অভিমান কষ্ট সব বেশ স্পষ্টত ... শেষের দুই প্যারাতো ক্ষোভের বিশাল বিস্ফোরণ । পরিশেষে আমার ভাল লাগা এবং লা লাগার কথা বলেছি পাঠক হিসাবে । আপনি কবি নিঃসন্দেহে আপনিই ভাল বুঝবেন কেন এবং কি কারনে লিখেছেন । আশা করি বুঝতে পেরেছেন । শুভেচ্ছা সতত , ধন্যবাদ
আবু ফয়সাল আহমেদ @ সেলিনা ইসলাম : কিন্তু আমি যে ওই প্যারা দিয়ে আমার ক্ষোভ বুঝিয়েছি! না থাকলে কি করে বুঝাতাম? "তাই" এর ব্যাপারটা ভালই বলেছেন, তবে আমার খুব স্পেসিফিক হতে ভালো লাগে. আর শেষ দুই প্যারা দিয়ে আমি শেষ করব বলে অমন করে লিখেছি
সেলিনা ইসলাম শুদ্ধ তুমি, ঋদ্ধ তুমি বাস্তব তোমার ভালবাসা, আমার মত ক্ষুদ্র কবির ভালবাসার সাধ্য কত? আকাশ ছোঁয়ার প্রত্যাশা!------------------কবিতায় এই প্যারাটার প্রয়োজনীয়তা আমার কাছে খুব একটা মনে হল না । তাছাড়া সম্পূর্ণ কবিতাটা বেশ ভাল লেগেছে । শেষ থেকে ২য় প্যারায় "তাই" শব্দটা না দিলেও হত । শুভ কামনা । ধন্যবাদ
আবু ফয়সাল আহমেদ আমার এই কবিতাটা সবাই দেখছে কিন্তু মন্তব্য করছে কম! খারাপ হলে অন্তত এটা বলুন যে বাজে হয়েছে! ভুল কোথায় সেটা অন্তত বলুন?!?!?
আবু ফয়সাল আহমেদ @ম্যারিনা নাসরিন সীমা: কষ্টের জন্য তো কেউ ইচ্ছে করে অপেক্ষা করে না. এটা যখন নিয়তি হয়ে দাড়ায় তখন কিছুই করার থাকে না! ধন্যবাদ অনুপ্রানিত করার জন্য
ম্যারিনা নাসরিন সীমা কষ্টের জন্য অপেক্ষা করার কি দরকার ভাই ? খুব সুন্দর ছন্দময় কবিতা আপনার । ভীষণ ভাল লাগলো ।

১৪ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪