খুচরো কাব্য

দিগন্ত (মার্চ ২০১৫)

আকবর হাসান
  • ১০

আসবার কথা ছিল,
জানি আসছিলে, বেরসিক সেই পথটাই বেঁকে গেল।
ঘুরে আসছিলে ফের,
পায়ে ফুঁটে গেলে বুক ভাঙ্গা হাড় মরে যাওয়া স্বপ্নের।


আঁধার তোমাকে রাত্রির সুখ দিল
এ আঁধার তবু লাগবে না ভালো জানি,
এ আঁধারে রোজ ভর করে চাঁদ আসে
আঁধারেই ভাসে জোছনারা আসমানী।


পাখি তোরে আকাশ পুরো দিলাম
উড়ন শেষে আসিস আবার ফিরে,
পাখিরে এই আমায় তোরে দিলাম
হৃদয় খুঁজিস বুকের পাঁজর চিরে!


অনেকগুলো সুখ মাড়িয়ে দুঃখ নিতে এলাম,
অনেক ব্যথার নীল পুড়িয়ে আকাশ কাছে পেলাম।
হাজার আশার ছাই জমিয়ে নতুন আশা বুনি,
হাজার কথায় চাপা পড়া সেই প্রিয় গান শুনি।


খুব কাছে ছিলি, বুঝিনি তো তাই ভালোবাসি তোরে কত;
দূর থেকে আজ বুকে এঁকে দিলি শত কালজয়ী ক্ষত!


নীল সে ব্যথার নোনতা জলে দু'গাল ভেজে কার?
চোরাবালির ফাঁদ কে পাতে আমার সাগর-পাড়?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সেলিনা ইসলাম " নীল সে ব্যথার নোনতা জলে দু'গাল ভেজে কার? চোরাবালির ফাঁদ কে পাতে আমার সাগর-পাড়?" চমৎকার কথামালা...শুভকামনা রইল।
আন্তরিক ধন্যবাদ আপনাকে। চমৎকার মন্তব্যে চমৎকৃত হলাম। ভালো থাকুন।
শেখ শরফুদ্দীন মীম ভালো লিখেছেন। শুভেচ্ছা রইল। সময় করে আমার কবিতাটি পড়বেন
ধন্যবাদ, শরফুদ্দীন ভাই। ... অবশ্যই পড়বো। ভালো থাকবেন।
রবিউল ই রুবেন ধন্যবাদ. ভালো কবিতা,
আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।
মনজুরুল ইসলাম hridoy khujis buker pajor chire! line ti hridoy chue gelo.sobder vela bosie priyar pathe cheye thaka.khub valo laglo.
আপনার মন্তব্যও হৃদয় ছুঁয়ে গেল, মনজুর ভাই। দোয়া করবেন, আর ভালো থাকবেন।
মোহাম্মদ সানাউল্লাহ্ চমৎকার কাব্য রঙে রঞ্জিত দারুন ছন্দময় কবিতা । খুব ভাল লাগল ।
আন্তরিক ধন্যবাদ, চাচা। দারুন মন্তব্যে দারুন ভালোলাগা। দোয়া করবেন। ভালো থাকুন।
প্রিন্স ঠাকুর ভাল লাগল। শুভকামনা নিরন্তর। আমার পাতায় কবিতাটি (দিগন্তের মাঝে বিন্দু) পড়ার আমন্ত্রন রইল।
ধন্যবাদ। ভালো থাকুন, প্রিন্স দা।
রুহুল আমীন রাজু অনেক ভালো লাগলো কবিতাটি ....(আমার পাতায় 'কালো চাদ' গল্পটি পড়ার আমন্ত্রণ রইলো )
আপনার মন্তব্যে আমারও ভালো লাগলো। ধন্যবাদ, রাজু ভাই।
গোবিন্দ বীন পাখি তোরে আকাশ পুরো দিলাম উড়ন শেষে আসিস আবার ফিরে, পাখিরে এই আমায় তোরে দিলাম হৃদয় খুঁজিস বুকের পাঁজর চিরে!।ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।
ধন্যবাদ ভাই। ভালো থাকুন।
নাইমুল খান ছন্দ সুধা পান করলাম, খুব ভাল লাগল ।
পান করালে নাকি পুণ্য মেলে। কবিতা পাঠের জন্য ধন্যবাদ, নাইমুল ভাই।
সোহেল আহমেদ পরান ভালো লাগলো। শুভেচ্ছা রইলো
ধন্যবাদ, পরান ভাই। শুভেচ্ছা আপনার জন্যেও।

২৩ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অভিমান”
কবিতার বিষয় "অভিমান”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৪