নতুনের সন্ধানে

নতুন (এপ্রিল ২০১২)

Meshkat
  • ১৩
  • ২২
আমি গাছের জীর্ণ পাতা,
পথিকের পদদলনের মর্মর ধ্বনি;
ঝরে পড়ে তাই শুনছি এখন-
নতুন পাতার রিনরিনে গান,
পাখপাখালি ওঠে রণি।

আমি শীতের হিমেল হাওয়া
যবে চলে যাই নব বসন্তের উচ্ছাসে
শুকনো পৃথিবী আবার ভরে ওঠে ফুলে-
তব নবীনের আগমনী উল্লাসে।

আমি ঘন সিয়া-
আমি মুছে যাই দেখ ঊষার আলোর উদ্ভাসে
আমি নবিন-প্রতিম বৃদ্ধ প্রবিন-
ছেড়েছি ভুবন নিজ আঁশে।

আমি সময়ের পথে হেঁটে হেঁটে আজ
হয়েছি ভীষণ ক্লান্ত,
আমি নতুনেরে তাই সদা ডেকে যাই-
"আয় ওরে অক্লান্ত ! "

আমি এ যুগের,
হব অতীতের;
তাই চেয়ে রই ভবিষ্যৎ পানে,
আমার সামর্থ্য সঁপে দিতে চাই,-
নতুনের সন্ধানে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শাহ্‌নাজ আক্তার এক কথায় অসাধারণ ..................
really valo legeche to?
আশিক বিন রহিম anek anek sundor-o comotkar kobita.. suvo kamona roylo.
apnakeo onek shuvo kamona.
জালাল উদ্দিন মুহম্মদ আমি এ যুগের, হব অতীতের; তাই চেয়ে রই ভবিষ্যৎ পানে, আমার সামর্থ্য সঁপে দিতে চাই,- নতুনের সন্ধানে। -------// অন্যরকম প্রতিজ্ঞা। সুন্দর শব্দ বুনন। ভাল লেগেছে খুব। অভিনন্দন কবি।
আঙ্কেল, এই লাইনটা আমারও প্রিয়।
খন্দকার নাহিদ হোসেন কবির লেখা দেখে মনে হচ্ছে যদি কবি লেগে থাকে তো সামনে অনেক দূর যাবে। তবে চাই কবি আধুনিক কবিতা একটু বেশি করে পড়ুক। কবির লেগে থাকতে হবে শব্দ উপমার আধুনিকতা ও বৈচিত্র্য নিয়ে...। ও তবে বলতেই হচ্ছে কবিতা কিভাবে হয় সে ব্যাপারটা এই ছেলেটা জানে। দোয়া রইলো...।
ধন্যবাদ ভাই। আপনাদের উৎসাহই ত আমার প্রেরণা।
মানুষ আমি সময়ের পথে হেঁটে হেঁটে আজ হয়েছি ভীষণ ক্লান্ত, আমি নতুনেরে তাই সদা ডেকে যাই- "আয় ওরে অক্লান্ত ! " আমি এ যুগের, হব অতীতের; তাই চেয়ে রই ভবিষ্যৎ পানে, আমার সামর্থ্য সঁপে দিতে চাই,- নতুনের সন্ধানে। সুন্দর উপমা এবং সুন্দর চাওয়া। খুবই ভাল লাগল কবি। ৫
ধন্যবাদ।
আরমান হায়দার প্রচেষ্টা ভাল।
দোয়া রাখবেন।
রোদের ছায়া বেশ সুন্দর ......শেষ দুটো প্যারা বেশি ভালো লাগলো.....
ধন্যবাদ ভাই। আশা করি পরবর্তীতে আর ভাল লেখা পাবেন।
শাহ আকরাম রিয়াদ আমি সময়ের পথে হেঁটে হেঁটে আজ হয়েছি ভীষণ ক্লান্ত, আমি নতুনেরে তাই সদা ডেকে যাই- "আয় ওরে অক্লান্ত ! " ভাল লাগল।
বাপরে, এই লাইনটা তো হিট হয়ে গেল দেখছি.
Sisir kumar gain সুন্দর ছন্দময় কবিতা। সুন্দর ভাবনা। সুভ কামনা কবি।
ছন্দই ত কবিতার প্রান। নয় কি?
খন্দকার আনিসুর রহমান জ্যোতি আমি সময়ের পথে হেঁটে হেঁটে আজ হয়েছি ভীষণ ক্লান্ত, আমি নতুনেরে তাই সদা ডেকে যাই- "আয় ওরে অক্লান্ত ! " // ভালো প্রয়াশ নতুনের জয়গানে উদ্ভাসিত একটি কবিতা......ভালো রাগল .....মেশকাত ..তোমাকে অন্য লেখকদের লেখাও পড়া দরকার......ধন্যবাদ
অবশ্যই পড়ব ভাই। দোয়া করবেন।

০৭ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪