ত্রিশ লক্ষ্য শহীদের দেশে এ-কি অরাজকতা,
আসন দখল নিয়ে, দেখো হচ্ছে বর্বরতা।
মুক্তিযোদ্ধা অবহেলিত হয় রাজাকাররাই শ্রেয়,
দেশ কিছু নয়,দল যে এখন সবার কাছে প্রিয়।
গোল্লায় যাক মাতৃভূমি কার কি যায় আসে,
দুরের নীতি মেনে সবাই ,টাকার ভেলায় ভাসে।
বুদ্ধিজীবীরা বুদ্ধি নিয়ে বুদ্ধি খুঁজে বেড়ায়,
দেশের কথা ভাবতে গিয়ে, চেনা পথে হারায়।
ভুলে তারা ভালোই আছে ৭১- এর স্মৃতি,
দেশকে যারা ছোট করে দেখাচ্ছে দেশ প্রীতি।
নিজের শরীর শুকে দেখো আসছে মাটির গন্ধ,
কুলটার পেটে জন্ম যেন, যাদের মনে দেশকে নিয়ে দন্ধ।
এমন দেশের জন্যই কি তবে এসেছিল স্বাধীনতা,
এসো সবাই বিভেদ ভুলে -
স্বাধীন দেশের বুকে উড়াই লাল সবুজের পতাকা।
advertisement
http://www.golpokobita.... আরও দেখুন