দু:খ আমার

কষ্ট (জুন ২০১১)

অনয়
  • ১৩
  • 0
  • ১৬
দু:খ আমার-
কোন কালেতে কোন বেলাতে এসেছিলো যে
সুখ তাড়িয়ে দুখ বাড়িয়ে জীবন লিপিতে
মনের আকাশ ভরিয়ে মেঘে শুকনো হাসিতে,
জানি নাকো হে-
দু:খ আমার।

দু:খ আমার-
কোথায় বেশি- আপনে নাকি পর
আঘাত হেনে মনের ঘরে প্রলয়কারী ঝড়
ভাঙে সে তার সুখের তৈরি আপন পরের ঘর,
দু:খ আমার।

দু:খ আমার-
কার চেয়ে বেশি- দুখী নাকি সুখী যে জন
যার আছে আর যার নেইকো আপন
পথের পথেও যার হয় না আসন,
জানি নাকো হে-
দু:খ আমার।

দু:খ আমার-
শেখায় মোরে- দু:খ কিভাবে লভে
সুখ থাকিতে, তা নিভিয়ে দু:খ কেমনে জ্বলে
মনের হাসিকে বন্দী রেখে দু:খ কিভাবে করে,
দু:খ আমার।

দু:খ আমার-
কাঁদায় কখন- যখন সুখের ঘরে
আমার আমি ভাসতে থাকি স্বপ্ন দিঘির জলে
কষ্টে আমার বুক ফেটে যায়, কেন এমন করে?
জানি নাকো হে-
দু:খ আমার।

দু:খ আমার-
নইকো স্বাধীন, সকল কাজের মাঝে
দু:খ আসে বাঁধ সাধিয়ে পণ্ড করার ঝাঁঝে
আশার আলো অস্ত চলে দু:খ বেলার সাঁঝে,
দু:খ আমার।

দু:খ আমার-
দু:খ কেন হরেক রকম হয়
'সুখের হাসি', সে তো কভু ভিন্ন রকম নয়
দু:খের মাঝেই লুকিয়ে থাকে সকল হিংস্র ভয়!
জানি নাকো হে-
দু:খ আমার।

দু:খ আমার-
থাকুক আমার, সারাটি জনম ভরে
যাবি যদি, যাবিই তবে সকল দু:খ মেরে
এই দুনিয়া ছেড়ে।
দু:খ আমার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Rajib Ferdous মাথা খাটিয়েছেন, মাথা ঘামিয়েছেন ছন্দ আর অন্ত্যমিল নিয়ে। প্রচেষ্টা ব্যর্থ হয়নি। এখানে অনেকেই আছেন যাদের লেখা ভাল না হলে যদি সেটা বলে দেই তবে তারা বলেন, আমি নাকি সহজে খুশি হতে পারিনা। দোষটা আসলে কার বলতে পারেন?? তাদের লেখা আমাকে খুশি করতে পারেনা, নাকি আমি আসলেই খুশি হতে জানিনা? ভাল লাগলো আপনার লেখা।
সূর্য ভাল হয়েছে, তবে দ্বিতীয় প্যারার মতো পুরোটার অলংকরন এবং তাল থাকলে বেশি ভাল হতো।
মামুন ম. আজিজ দুঃখ তোমার কবিতা তোমার অথচ ভালো লেগেছে আমার।
sakil দু:খ আমার- কোথায় বেশি- আপনে নাকি পর আঘাত হেনে মনের ঘরে প্রলয়কারী ঝড় // ভালো হয়েছে , শুভকামনা রইলো
মিজানুর রহমান রানা 'সুখের হাসি', সে তো কভু ভিন্ন রকম নয় দু:খের মাঝেই লুকিয়ে থাকে সকল হিংস্র ভয়!---------ওহ্, অপুর্ব কবিতা। আপনার কবিতার আরো সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ।
সৌরভ শুভ (কৌশিক ) দু:খ আমার,নয়কো তোমার ,দুঃক্ষ আমাদের সকলের /
খন্দকার নাহিদ হোসেন এটাও ৩। গদ্য কবিতায় কবির হাত বেশি ভালো। আর কবিতা বড় করতেই হবে এমন মাথার দিব্যি কবিকে কে দিয়েছে? কবির সামনের জন্য রইলো শুভকামনা।
sumon miah দুঃখ থেকেইতো কষ্ট ............।অনেক ভাল ......।।

২২ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“জানুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী