ভুলে থাকা রক্তের ঘ্রাণ

দেশপ্রেম (ডিসেম্বর ২০১১)

ওয়াছিম
  • ৯৫
  • 0
  • ৭১
তোমরা স্বপ্নচোরেরা যে রক্তের ঘ্রাণ থেকে দুরে থাক
আমি মনে করি, আমি সেই রক্তেরই সন্তান
যে রক্তের ঘ্রাণ এখন ও যায় নাই মুছে
আমার পিতার রক্তের ঘ্রাণ।

স্বপ্নের ফানুসে ভেসে চলার সাহস হয় না যদিও
তবু এ আমার ভালোবাসার প্রয়াস
মাকে ভালোবাসার মূল্য দিতে মন চায়
তবু শকুনেরা পিছু ছাড়ে না,
রক্তের দাগ যায় না মুছা।

ঘুরে ফিরে সেই একটি কথাই বার বার মনে আসে
এখনও মরি নাই, তবে মরনের বড় স্বাদ জাগে-
শকুনের ভালোবাসার ছোবলে।

যে সবুজের স্বপ্ন নিয়ে-
সবুজের বুকে একেছিলে লাল সূর্যের প্রাণ
সেই প্রাণ আজ কোথায় হারিয়ে
মুখ থুবড়ে পড়ে হাহাকারে
প্রাণশূন্য চিৎকার এসে খোচা দেয়
জীবনের বেদনা হয়ে,
বেদনার লাল দেওয়ালে নিজেকে হারাই।

বার বার জেগে উঠে আজ আমি ক্লান্ত হই
স্বপ্ন চোরদের দলে নাম লিখিয়ে রক্তের ঘ্রাণকে ভুলে যাই,
রক্তের ঘ্রাণ, আমার পিতার রক্ত।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
প্রজাপতি মন ভালো লাগলো.
ওয়াছিম হাসান ও বশির ভাই আপনাদের ধন্যবাদ................
বশির আহমেদ বিদ্রেহী কন্ঠ বিদ্রেহী কবিতা । কবিকে ধন্যবাদ ।
ওয়াছিম কিছুদি ঢাকার বাইরে ছিলাম তাই....... গল্প কবিতায় আসা হয় নাই....... রাকিব ভাই সূর্য ভাই ও তাণভির ভাই আপনাদের ধন্যবাদ।
তানভীর আহমেদ অসম্ভব সুন্দর কবিতা। পঙক্তির বিন্যাস এবং শব্দ চয়নে স্বকীয়তা চোখে পড়ার মতো। প্রিয়তে নিয়ে রাখলাম।
সূর্য বেশ কিছুক্ষণ আগে তোমার গল্পটা পড়েছি। কবিতায় এসে তাই খুব চেনা চেনা লাগলো। যাক্ ইচ্ছে পর্যন্তই থাকুক আর শকুনের দলে ভেড়ার দরকার নেই। তাহলে এমন কবিতা আমরা আর পাব না (হা হা হা )
rakib uddin ahmed ওয়াছিম ভাই,কেমন আছেন?ভাল হয়েছে কবিতাটি।প্রবন্চিত তরুণ, মনে হল অধিকার আদায়ে দুর্বার।কিন্তু ধীরে ধীরে যেন তার দুরন্ত গতি,স্তিমিত হয়ে এলো,তাহলে,' তারুণ্যের অপরাজেয় নির্ভীক শক্তি, সত্যের তরে ' কেনো হারালো ?
ওয়াছিম টিটু ভাই আপনাকে ধন্যবাদ.............
Jontitu মুখ থুবড়ে পড়ে হাহাকারেপ্রাণশূন্য চিৎকার এসে খোচা দেয়জীবনের বেদনা হয়ে, // সুন্দর, ভালো লাগলো কবিতা।

০৫ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ২৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪