আশ্রয়

মা (মে ২০১১)

ওয়াছিম
  • ১৬
  • 0
  • ৪১
পৃথিবীতে এই যে জন্ম লাভ
এত হাসি খেলা আর গান
ঘাসের উপর শুয়ে থাকা
আর দিগন্তের জোড়া মাঠ,
একদিন একদিন করে নিভে যাবে
তবু শরৎ এর সন্ধ্যায় কিংবা বর্ষা ভেজা মাঠে
শুয়ে থাকবো শকুনের কাড়াকাড়িতে।
অথবা বিষণ্ণ কোন সকালে
কিছু হৃদয় স্পন্দন ভালবাসার আড়ালে
লুকিয়ে থাকবো - ঘাস ফড়িং এর মত।

কে যেন ডেকে নিত আমায়
ঝরা শিশিরের ভেতর থেকে
কে যেন আমাকে বারে বারে দিয়ে যেত
দিগন্ত জোড়া মাঠের ঘ্রাণ-
কাঁচা ঘাসের ঘ্রাণ মাখা ভালবাসা।
স্বপ্নের মত-
সন্ধ্যার শেষে পৃথিবী ফেরে তার আশ্রয়ে
আমরা গুটিয়ে ফেলি নিজেকে
পরম আশ্রয়ের মাঝে।
আশ্রয়হীন আমি শুয়ে থাকি
আমার মধুমতীর তীরে
নির্ঘুম পেঁচাদের সাথে।

আস্তে আস্তে নক্ষত্ররা নেমে আসে,
আলোর ফোয়ারায় গা ভাসিয়ে
ভেসে চলে যাই
বৃষ্টি ভেজা এক মৃত সকালে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
sakil ওয়াচিম এর কয়েকটি লেখা পরে বুজলাম এই ছেলেটা একদিন অনেক ভালো লেখক হবে . এই ছেলেটা বললাম কেন জানেন ওয়াচিম নামের আমার এক ভাতিজা আছে তাকে আমি দেশে থাকতে এই ছেলে বলে ডাকতাম . se এবার জিপি ৫ পেয়েছে . ভাই ওয়াচিম সুন্দর কবিতা তবে বিষয় ভিত্তিক নয় কেন ? লেখা জমা দেওয়ার সময় এটা খেয়াল করা উচিত ন কি . তোমার মঙ্গল কামনায় .
মোঃ মিজানুর রহমান পাটওয়ারী আস্তে আস্তে নক্ষত্ররা নেমে আসে, আলোর ফোয়ারায় গা ভাসিয়ে ভেসে চলে যাই বৃষ্টি ভেজা এক মৃত সকালে। দারুনস.
ফাতেমা প্রমি জীবনানন্দ কে খুঁজে পাওয়া যাচ্ছে...আমার একবার এমন হয়েছিল টানা ১ সপ্তাহ সব জীবনানন্দ type এর প্রায় ৮/১০ টা কবিতা লিখে ফেলেছিলাম..তার মধ্যে 1ta আমার ছাদে বসে.. ওই স্মৃতি মনে পরে গেল..কবিতাটি তাই অনেক মনে লেগেছে...অনেক ভালো লাগলো..
শাহ্‌নাজ আক্তার সত্যি ওয়াছিম চমত্কার কবিতা লিখেছেন .....
মোঃ শামছুল আরেফিন ওয়াসিম ভাই অসাধারন লিখেছেন আপনি। কবিতাটির প্রতিটি লাইন মনকে ছুয়ে যায়। এই রকম কবিতায় গল্প কবিতায় হাতে গোনা কিছু সংখ্যক কবিই উপহার দিতে পারে। আমরা যে খুব ভাল মানের একজন কবি পেতে যাচ্ছি তা নিচ্ছিত।
বিন আরফান. তুমি গল্প কবিতায় তেমন একটা আসনা এতে খারাপ লাগে. কিন্তু লেখা লেখি ছেড়ো না খুব কষ্ট লাগবে. অসাধারণ লেখ তুমি. তার প্রমান তোমার এই কবিতা.
ওয়াছিম খোরসেদ আলম ভাই এটা মা নিয়েই লেখা.........চিন্তা করেন, মাকে খুজে পাবেন..........খুব গভীরে.......এটা একটা এতিম সন্তানের কিছু চিন্তা
এস, এম, ফজলুল হাসান অনেক ভালো লাগলো আপনার কবিতাটি , ধন্যবাদ

০৫ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ২৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪