বাংলাদেশ দেখাও তোমার বেশ

বিশ্বকাপ ক্রিকেট / নববর্ষ (এপ্রিল ২০১১)

লাবণ্য কান্তা
  • ২৬
  • 0
  • ৭৭
বিশ্বকাপ ক্রিকেটের প্রথম রাউন্ডে
ইংল্যান্ডের সাথে জিতে গেলো বাংলাদেশ,
আহা! বেশ বেশ বেশ;
রব উঠেছে দেশ দেশ-বাংলাদেশ।

আনন্দে-উল্লাসে ভরেছে দেশ
টাইগার ভাইরা সব আছো তো বেশ?

কেউ দিচ্ছে ওয়াকাথন,
কেউবা ম্যারাথন;
কেউবা আবার, ভ্যানে চড়ে ডামাডোল হৈ-চৈ।

গাড়ির চাকা দেবে গাছে,
উঠেছে ক’জন নেই যে হুস।
একটি বাইকে পাঁচজন,হাজার কণ্ঠের একই ধ্বণি____
বাংলাদেশ বাংলাদেশ।

অগণিত মানুষ টেনে নিয়ে যাচ্ছে,
লাল সবুজের পতাকা;
এই দেখ ভাই-এ তো আমার মা জননীর আঁচল খানি!
কেউ মাখে অঙ্গে তার মাটি মায়ের ধূলিকণা,
শার্ট খুলে কেউ মাথায় বাঁধে;
হট্টগোলের পাগড়ি।
ঘোড়া গাড়ি ভাড়া করে –
কেউবা আবার ঘুরে বেড়া বকসি বাজার টু টি এস সি।

লাউড স্পীকারে কারো আবার
মাথা-মুণ্ডু গণ্ডগোল,
নেচে নেচে মধ্যরাতের বাউন্ডুল।

রিক্সাওয়ালা ভেঙ্গে ফেলছে,
নিজের রিক্সা নিজেই;
একি! রিক্সাওয়ালা মামা,করছেন কি?
আনন্দ করতাছি।
আমাগো বাংলাদেশ ক্রিকেটে জিতছে,
আইজ রিক্সা ভাইঙ্গা লামু।

টি এস সির বাদাম মামার
সাবাড় হলো সব বাদাম!
বাদাম মামা শূন্য পাত্র ঢোল বানালো
পাত্র হলো নড়বড়ে ত্রিভুজ।

বউ বলে,হায় হায়!কী সর্বনাশ।
একি হইছে?
গামলা ভাংছে কেডায়?
আরে বউ, তুমি বুজবানা;
আমিই ভাঙছি
আগে ট্যাকাগুলান গুইন্যা দেহ,
আইজ কত্তটি ট্যাকা আনছি।

টি এছছি তে সব বাদাম বেইচ্যা লাইছি,
লগে বিশ্বকাপ খেলা দেখছি।
কি যে আনন্দ লাগছিলো মনে!
হেইডা তো বুজাইবার পারুম না।

কিজানি হেইসব কি কাপ কি খেলা
আগে তো কহনো দেখি নাইক্যা।

ঢাকা কলেজের মটু মামা,ওজন হবে দুইমন;
নাচতে আমি পারছিনা----বিশ্বকাপ নাচিয়ে দিলো।
ওজন আমার কমে গেলো।

চলো যাই সবাই মিলে
টি এস সিতে গান গাই,
তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ
এগিয়ে যাও বাংলাদেশ ,
বাকি খেলা জিতে গিয়ে ,দেখাও তোমার আসল বেশ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শাহেদুজ্জামান লিংকন বাংলাদেশ একদিন তার বেশ দেখাবে এই প্রত্যাশা
এফ, আই , জুয়েল হাত ঘুড়িয়ে লিখে চলো ।লেখা একদিন তোমাকে মাতাবে।
মোঃ ইকরামুজ্জামান (বাতেন) সাবাশ বাংলাদেশ আখেরে বিদায় নিতে হল , কবিতাটি বেশ বেশ বেশ........
মোঃ শামছুল আরেফিন আরো ভাল লিখা চাই।অনেক অনেক শুভ কামনা থাকল।
মহি উদ্দিন শব্দের ব্যবহারে আরেকটু যত্নবান হবেন। ১ দিলাম
ফাতেমা প্রমি কবিতার কথা বলতে চাই না-কিন্তু সত্যি ঐদিন অনেক মজা করেছি আমরা বাসার সবাই,সেই কথা মনে পরে গেল.শুভকামনা...
মেহেদী আল মাহমুদ চেষ্টা করেছেন তবে ততটা ভাল লাগেনি।
নষ্ট কবিতার একটি অংশ ( Nirob Ouhan Masum) 2nd time Good & thanks for your অসাধারণ writing

০৫ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪