বন্ধু

বন্ধু (জুলাই ২০১১)

Engr Yasir Arafat
  • ২১
  • 0
  • ৮৫
কত আশা ছিল!
পরন্ত বিকেলের রাঙ্গা আলোয়,
পাড় বাধানো পুকুর ঘাটে,
তুমি আমি পাশাপাশি বসবো,
আন মনে পানিতে পাথর ছুরতে ছুরতে,
তুমি আমায় ভালোবাসার গল্প শোনাবে,
কোন দুঃখের স্মৃতি মনে এসে যদি তোমার দু-চোখ ভরে জল আসে,
আমি ভালোবাসার রুমাল দিয়ে তোমার সব দুঃখ মুছে দিব,
শীতের কুয়াশা ভেজা সকালে,
খালি পায়ে দু-জন এক সঙ্গে ঘাষের বুকে শিশির ভাঙ্গবো ,
বসন্তের বৈরী বাতাস আথবা রাতের নিরবতা থেকে,
তোমায় উপমা খুজে দিব আর কবিতা লিখবো,
জোস্না ভরা রাতে উঠানে এক কোনায় ঘাসের গালিচায় বসে,
তোমায় কবিতা শোনাবো,
আকাশে যে দিন চাঁদ থাকবে না,
আমাবস্বার অন্ধকারে ডেকে যাবে সমস্ত পৃথিবী,
সে দিন ছাদের উপরে খোলা আকাশের নিচে,
তারার বাতি ঘরে তুমি আমি পাশাপাশি বসবো,
বেলি ফুলের গন্ধে জেগে উঠবে রাতের ঝিরি ঝিরি বাতাস,
তোমার চোখের আলোয় তাকিয়ে,
আমি শত সহ্স্র কবিতা লিখবো,
দু-জনে জেগে জেগে ভোর হওয়া দেখবো,
হঠাৎ একদিন শহর ছেড়ে পালিয়ে যাবো,
কোন এক নিভৃত পল্লীতে,
তৃতীয়া দ্বাদশির চাঁদ যে দিন তার সমস্ত জ্বোস্নাটুক,
ডেলে দিবে পৃথিবীর খাঁটি অন্ধকারে গায়ে,
আমি উদাম শরীরে ঘাসের বুকে পাঁ ছড়িয়ে,
বাঁশিতে সুর তুলবো গভীর রাগে,
পাখি রে তুই দুরে থাকলে,
কিছুই আমার ভালো লাগে না,
ইট পাথরের ব্যাস্ত শহরে,
যে খানে সময় বড়ই কৃপন,
ভালোবাসার অবিশ্বাসের উৎকটগঙ্গ,
জানো ? ভালোবাসার কৃতিম তা পছন্দ করি নি-আমি কোন কালেই,
তোমার কি ইচ্ছা করে না ?
তোমাকে নিয়ে আমার বড্ড ভয় হয় ক্যানো না,
তুমি মধুকর চেন না সে ফুলে ফুলে উড়ে আর তৃীষনা মেটায়,
নষ্ট মদের গন্ধে তোমায় মাতাল করে তুলবে,
অবশেষে সবটুকু মধু শেষে ভুলে যাবে, ভেঙ্গে দেবে,
তুমি বড় আবোধ, বুঝ না কি প্রেম আর কি অপ্রেম,
তুমি ঐ পথে যেও না ফিরে এসো কবিতার স্বর্গে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার নাহিদ হোসেন কবিতাটা বড্ড সুন্দর। পাঠক কম বলে হয়তো আপনার মন খারাপ তবে জেনে রাখুন আপনি ভালো লেখেন। সামনে আপনার আরো কবিতা পাবো এই আশায় শেষ করছি।
মিজানুর রহমান রানা তারার বাতি ঘরে তুমি আমি পাশাপাশি বসবো, বেলি ফুলের গন্ধে জেগে উঠবে রাতের ঝিরি ঝিরি বাতাস, তোমার চোখের আলোয় তাকিয়ে, আমি শত সহ্স্র কবিতা লিখবো,
মামুন ম. আজিজ প্রেমিকা বন্ধুর প্রতি গভির আকুতি
সূর্য তুমি ঐ পথে যেও না ফিরে এসো কবিতার স্বর্গে।----------সুন্দর
প্রজাপতি মন তুমি বড় আবোধ, বুঝ না কি প্রেম আর কি অপ্রেম, তুমি ঐ পথে যেও না ফিরে এসো কবিতার স্বর্গে। ভালো লাগলো.
Md.Younus মোটামুটি।
বিষণ্ন সুমন ঠিক বলেছেন, প্রেম আর বন্ধুত্ব যে এক নয় এটা অনেকেই বুঝেনা । তবে আপনি যেভাবে এই দুই সম্পর্কের মাঝে সীমারেখা টেনেছেন, তা সত্যিই প্রশংসনীয় ।
সোহেল মাহরুফ তুমি ঐ পথে যেও না ফিরে এসো কবিতার স্বর্গে।ভাল।
তানভীর আহমেদ দূরন্ত কবিতা। খুব ভালো লাগল।

০৪ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪