বিস্ফোরিত শাহবাগ

স্বাধীনতা (মার্চ ২০১৩)

স্বাগত সজীব N/A
  • ৩৪
বলেছি তো - বাসায় আমায় পাবেনা,
তোমাকেও বলি-
সমাবেশে আস;
শাহবাগ আমার ঠিকানা।

যুদ্ধ দেখিনি, তাতে কি!
আমরা শাহবাগ দেখেছি,
প্রজন্ম চত্বরে পায়ে পায়ে পথ চলে,
নিজেকে আবার খুঁজে নিয়েছি;
পেয়েছি আমাদের পরিচয়।
জেনেছি, আমরা তাদের ক্ষমা করিনি,
যারা এ ভূখণ্ডে থেকে,
ভূখণ্ডের বিরোধিতা করে;
তাদের মৃত্যুর পরওয়ানা নিয়ে এসেছি।
আমরা বাঙ্গালী,
যারা পূর্বপুরুষের হত্যাকারী;
দেখে যেতে চাই তাদের ফাঁসি।

প্রশ্ন এখন একটাই -
কে স্বাধীনতার পক্ষে, কে বিপক্ষে?
: আমরা পক্ষে (কোরাস)।
এই সরল সত্যের সাক্ষ্য দিতে;
সারাদেশ এখন শাহবাগে।
জীবনের কিছু সময় পার হয় যদি শাহবাগে;
এর চেয়ে বড় পাওনা কি হতে পারে।

‘রাজাকারের ফাঁসি চাই’,
এ লেখা ঝুলিয়েছি গলায়।
আজ কোন দ্বিধা নেই,
শ্লোগানে শ্লোগানে প্রতিটি মুহূর্তে,
আমরা তাদের ফাঁসির কথা বলি।
আমরা ক্লান্ত নই-
চাই খুনিদের ফাঁসি,
এটা গণমানুষের দাবি।
খুনিদের চাই সর্বোচ্চ বিচার;
শাহবাগ তাই ফুঁসেছে উত্তাল।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এশরার লতিফ ভালো লাগলো কবিতাটি. শুভেচ্ছা.
সুমন ভাল লাগল চেতনার সুন্দর সাজানো কথাগুলো।
তাপসকিরণ রায় বিদ্রোহী কবিতার মত লেখা একটি সুন্দর কবিতা--কবিকে ধন্যবাদ জানাই।
মিলন বনিক স্বাধীনতার নব জোয়ার...খুব ভালো লাগল সজীব ভাই...অনেক শুভকামনা....
ফাহিম তানভীর প্রশ্ন এখন একটাই - কে স্বাধীনতার পক্ষে, কে বিপক্ষে? - আমার ও প্রশ্ন এখন একটাই - কে স্বাধীনতার পক্ষে, কে বিপক্ষে? - কবিকে ধন্যবাদ ।।শুভেচ্ছা আর শুভকামনা।
এফ, আই , জুয়েল # কবিতার ভাবাবেগ খুবই সুন্দর । সুন্দর তারুন্যের চেতনা । শাহবাগের এই জাগরন নতুন ইতিহাস সৃষ্টি করে এগিয়ে যাবে । কবিকে ধন্যবাদ ।।
রোদের ছায়া বাহ পুরো শাহবাগ টা কেই তো তুলে আনলেন কবিতায় ...সমসাময়িক বিষয় নিয়ে সুন্দর কবিতা । অনেক দিন পর আপনার কবিতা পড়ছি । শুভেচ্ছা আর শুভকামনা ।

২২ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪