দুঃখী দুঃখী দিন

কষ্ট (জুন ২০১১)

স্বাগত সজীব N/A
  • ১৯
  • 0
  • ৮৫
এক-এক-দিন সকালটা বিকেল হয়ে যায়,
দুপুরটা বিকেল হয়ে যায়।
এক-এক-দিন পড়ন্ত বিকেল থমকে দাঁড়িয়ে থাকে।
পুরনো দিনের কথা নিয়ে আকাশ মেলে দেয় চোখ।

কোন কোন দিন, দিনটা এমন অন্য রকম হলে;
ভাবি তার কাছে যাব।
মাঝে মাঝে একদিন ঠাণ্ডা বাতাস এসে গায়ে লাগে,
কি কথা যেন বলে যায় হু হু করে!
মাঝে মাঝে সকালগুলো হয় ছেলেবেলার মত।
অদ্ভুত ভাল-লাগা সাজে সেজে ওঠে পৃথিবী!
এমন শান্ত-সুখী দিনে, আমারও সুখী হওয়ার কথা ছিল।

কোন কোন দিন আকাশ ঢেকে যায় মেঘে।
হায় মেঘ! কোন সুদূর রূপকথার দেশ থেকে উড়ে এসে,
কি যেন কথা গুনগুনয়ে বলে যাও বাতাসে।
এক-এক-দিন খুব জোরে বৃষ্টি নেমে আসে।
তুমুল বৃষ্টিতে ভিজে যায় পথঘাট।

এক-এক-দিন ফর্সা রোদে চারপাশ ভেসে যায়,
এমন দিনে নিজেকে বড় অচেনা লাগে।
কেবলই মনে হয় কোথায় যেন যাব;
কোথায় যেন যেতে হবে, তাই সবকিছু থেমে আছে।

এক-এক-দিন হাতে কোন কাজ থাকেনা।
আমি বিষণ্ণ হেঁটে যাই।
পশ্চিম আকাশে স্বর্ণ ছড়িয়ে সূর্য অস্ত যায়,
অন্ধকার হয়ে আসে সংসার।
আর আমি_
রাতের কোলে মাথা রেখে স্মৃতিগুলো সাজাতে শুরু করি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার নাহিদ হোসেন অনেক ভালো একটা কবিতা। আর ভালও লাগলো।
সূর্য ভোট আপীল পড়ে প্রশ্নটা অনেকবার এসেছে করিনি। এই আইডিটা পরিচালনা কে করছে? ভোট আপীলটাতো থার্ডপারসনের।
সূর্য ঝরঝরে সুন্দর একটা কবিতা। ভাল হয়েছে বেশ--------
উপকুল দেহলভি অসাধারণ সুন্দর লেখা আপনার; আপনার জন্য শুভ কামনা রইলো, পছন্দের তালিকায় নিলাম
খোরশেদুল আলম খুব সুন্দর অনুভুতির প্রকাশ, ভালো হয়েছে।
শিশির সিক্ত পল্লব এক-এক-দিন হাতে কোন কাজ থাকেনা। আমি বিষণ্ণ হেঁটে যাই। পশ্চিম আকাশে স্বর্ণ ছড়িয়ে সূর্য অস্ত যায়, অন্ধকার হয়ে আসে সংসার। আর আমি_ রাতের কোলে মাথা রেখে স্মৃতিগুলো সাজাতে শুরু করি।....অনেক ভাল লেগেছে....কবিতাটি চমৎকার....
মোঃ ইকরামুজ্জামান (বাতেন) মারহাবা সুন্দর হয়েছে চালিয়ে যান। শুভ কামনা রইল।
আবু ওয়াফা মোঃ মুফতি এক, দুই, তিন ..........| ভালো লাগলো |
Salma Akther অসাধারণ লিখা।

২২ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫