হে যোদ্ধা

মুক্তিযোদ্ধা (ডিসেম্বর ২০১২)

শিশির সিক্ত পল্লব
  • ২৮
  • ৪৭
হে যোদ্ধা,
মৃত্তিকার গর্ভতলে ঘুমিয়ে থাকা সৈনিক
মুক্তির অভিপ্রায়ে কাঁপিয়েছ দিক-বিদিক
সবুজ-লালের পতাকা উড়িয়ে দিয়ে
আজ নীরব, শান্ত আছ ঘুমিয়ে।

হে যোদ্ধা,
শকুনের লাল চোখ উপড়ে ফেলার তরে
যে গ্রেনেড ছুড়েছিল বাংলা প্রান্তরে
সে স্মৃতি মুছে ফেলে কে, কি করে কখন?
মিথ্যার ইতিহাস করে যায় রচন।

হে যোদ্ধা,
জানি আজ তোমার মন ভাল নেই
একাকী নীরবে কেঁদে চলেছ নিভৃতেই
যে জীবনত্যাগে রক্ত দিয়ে স্বাধীন করলে মাটি
সে মাটিতে রাজাকার আর আলবদরের ঘাটি।

হে যোদ্ধা,
কেঁদনা তুমি, ফেলনা চোখের জল
অনেক কিছুই দিয়েছ তুমি, পেয়েছিও তার ফল
কিন্তু বাংলায় হঠাৎ আবার আলবদরের ঘাটি
ভয় পেওনা, আমরা আছি হাতে উঠাতে লাঠি।

হে যোদ্ধা,
অনেক করেছ, কেঁদনা আর, ঘুমাও তুমি এবার
আমরা আছি, জাগব এবার, করব ওদের বার
রক্ত দিতে শিখেছি আমরা, রক্ত দিতে জানি
জ্বালব আগুন রক্ত ছিটিয়ে, যেন পাষান খুনি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এফ, আই , জুয়েল # সুন্দর ।।
তানি হক দারুন সুন্দর হৃদয় ছোয়া কবিতা ....ধন্যবাদ পল্লব ভাই
প্রিয়ম অনেক অনেক সুন্দর কথা লিখেছেন ভাই , ভালো লাগলো |
তাপসকিরণ রায় ভালো লাগলো কবিতাটি.হ্যা,লড়তে তো হবেই ,এ ছাড়া বিধির একটা বিধান আছে.সময়ে সব সমাধান করিয়ে নেন তিনি হ্যা,তাতে আমরা উপলক্ষ হয়ে থাকি বটে!ধন্যবাদ আপনাকে.
সালেহ মাহমুদ খুব সুন্দর কবিতা। কিন্তু আর কতকাল চলবে এই ঘুম পাড়ানিয়া স্তুতিবাক্য? এ দেশের উন্নয়নের জন্য শুধু আবেগ ঢেলে দিলেই হবে না, কাজ করে যেতে হবে ইতিবাচক দৃষ্টিভঙ্গী নিয়ে। ধন্যবাদ।
মো. ইকবাল হোসেন `যে জীবনত্যাগে রক্ত দিয়ে স্বাধীন করলে মাটি সে মাটিতে রাজাকার আর আলবদরের ঘাটি।'' খুবই ভাল লাগল।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি হে যোদ্ধা, অনেক করেছ, কেঁদনা আর, ঘুমাও তুমি এবার আমরা আছি, জাগব এবার, করব ওদের বার রক্ত দিতে শিখেছি আমরা, রক্ত দিতে জানি জ্বালব আগুন রক্ত ছিটিয়ে, যেন পাষান খুনি। .......// অনাধারণ দৃঢ় প্রত্যয় কবিতার পড়তে পড়তে খুব ভাল লাগলো শিশির....আপনাকে অনেক অনেক মুবারকবাদ....
সুমন হে যোদ্ধা, অনেক করেছ, কেঁদনা আর, ঘুমাও তুমি এবার আমরা আছি, জাগব এবার, করব ওদের বার ---- এই নিজেদের কিছু করার ইচ্ছাটা একটা ভিন্নতা এনেছে কবিতায়। ভাল লাগল কবিতা।

০৩ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪