পথের ঠিকানা

বন্ধু (জুলাই ২০১১)

ম্যারিনা নাসরিন সীমা
  • ৯৩
  • 0
  • ৯৮
পথ ভুলেছ বন্ধু আমার ?
রাখো আমার হাতে তোমার ঐ শীর্ণ হাত,
করজোড়ে হোক তা বজ্রমুষ্টি ।
দেখো দিগন্তরেখায় আলোক রশ্মি
এখনো সাঁঝ নামেনি
ঐ আলোক পথে আমরা পৌঁছে যাব গন্তব্যে ।

ক্লান্ত কেন সখা আমার ?
উঠে দাঁড়াও কঠিন পায়ে মেলাও কাঁধে কাঁধ,
পায়ে পা রেখে চল
দৃপ্ত ভারে ফেল পদক্ষেপ ।
দেখ সামনে মসৃণ পথ ,
আমরা পাড়ি দেব সেই সরণী অবলীলায় ।

আহ ! হতাশ কেন মিত্র আমার ?
আঁখি তোল , দেখ সুহৃদের আঁখি পানে
হাজার তারার আলোর ঝিলিক সেথায় ।
বুকে তার গভীর বিশ্বাস
পথ চলতে চলতে শোনাবে তোমায়
আশা জাগানিয়া গান ।

কিসের এই দীনতা স্বজন ?
মাথা উঁচু কর গর্বিত করো গ্রীবা
দেখ বন্ধুর দীর্ঘছায়া প্রাবরণ করেছে তোমার অবয়ব ।
আপন পানে নয় গো ,
সম্মুখ পানে চাও কান পাতো ,
শোন আহ্বান সুবর্ণ ভবিতব্যের ।

বহু পথ হেঁটেছ তুমি বন্ধু ছাড়া ,
বহু প্রান্তর পার হয়েছ একাকী
অনেক সাগর পাড়ি দিয়েছ মিত্রহীন ।

আর কেন সখা আমার ?
চল দুয়ে মিলে করি অগ্নিস্নান ,
পদদলে পার হবো মহাশ্মশান।
পথের নেশায় পথকে খুঁজে
পৌঁছে যাব পথের সীমানায় ।

মিত্র যদি মিত্রের না হয়
বল কি আছে সে মিত্রতায় ,
তুমি আমি দুইয়েই রব
একই আলোর ঠিকানায় ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ম্যারিনা নাসরিন সীমা পরবাসী , আপনার কথাগুলো আমার হৃদয়কে ছুঁয়ে গেল ।আমি জানি মায়ের কাছ থেকে দূরে থাকা যে কষ্ট দেশমা থেকে দূরে থাকাও একই কষ্ট । আমার কবিতা যে আপনাকে একটু সুখ দিতে পেরেছে তার জন্য নিজেকেও সুখী মনে হচ্ছে । ভাল থাকবেন ।
পরবাসী অনেক কষ্টের মাঝে একটু সুখ পেলাম আপনার কবিতাটা পড়ে। এই দূর পরবাসে একটু ভালো থাকা যে কি বিশাল পাওয়া সে কেও বুঝেনা ।
ম্যারিনা নাসরিন সীমা বন্ধুদের নানা মন্তব্য ,নানা পরামর্শ আমাকে আপ্লুত করেছে । সকল পাঠক বন্ধু এবং মন্তব্য দানকারী বন্ধুদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।আশা রাখছি আগামিতেও এভাবে অনুপ্রেরনা পাব । ভাল থাকবেন সবাই ।
Rahela chowdhury চল দুয়ে মিলে করি অগ্নিস্নান , পদদলে পার হবো মহাশ্মশান।অসাধারণ বাণী।বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু।
কুতুব উদ্দিন কনক নির্বান্ধব মানুষের জন্য আশাজাগানিয়া কবিতা । অনেক অনেক ভালো লেগেছে ।
ইসমাইল বিন আবেদীন একাকিত্ব মুছে ফেলার কবিতা, বুকে সাহস বেধে চলার কবিতা, আমার ভালো লেগেছে !
রোমেনা আলম ভালো হয়েছে।
মিজানুর রহমান বকুল অনেক সুন্দর ভাব দিয়ে কবিতাটা লেখেছেন । কথাগুলা দারুন সুন্দর । কবিতাটা পছন্দের পাতায় নিলাম ।

০৩ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ২০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪