বর্ষা, তুমি আসবে কবে

বর্ষা (আগষ্ট ২০১১)

আবু ইউসুফ ফয়সাল
  • ২৩
  • 0
  • ৯৫
বর্ষা, তুমি আসবে কবে ?
তোমার জন্য কত ধৈর্য -
কত প্রতীক্ষা ,
করছি মোরা কত অপেক্ষা ।
তোমার আগমনে পথ চেয়ে থাকি ,
তবে কি তুমি দেবে মোদের ফাঁকি ?

শুধু তোমার জন্য -
ধরছেনা ফুল কদম গাছে ,
ভরছেনা নদী বড় মাছে ।
তুমি আসবে বলে -
গ্রীষ্ম নিচ্ছে প্রস্তুতি
হবে সে এবার বিদায় ।
তুমি আসবে বলে –
গ্রামের গায়েনরা সব
বর্ষার গান গায় ।
তোমার আগমনের কথা শুনে
দোয়েল-শালিক করছে নাচানাচি ,
তারা একে অপরকে বলছে –
তোমার আগমনের কথা ,
ছড়িয়ে দিচ্ছে যথা-তথা ।

বর্ষা, তোমার আগমনের কথা শুনে –
শুকনো নদী, খাল, বিল ও নালা ,
খুশিতে তারা হয়েছে দিশেহারা ।
আবার নদীগুলো পানিতে টইটুম্বুর হবে ।
তোমার আগমনে এতসব আয়োজন ,
তবে কি তুমি আসবেনা ? না কি ?
দেবে না তো তুমি ফাঁকি ?

বর্ষা, তুমি আসবে কবে ?
তুমি আসবে আর কিশোর ছেলেরা –
বানাবে কলাগাছের ভেলা ,
তুমি আসবে আর মনে বসবে –
বর্ষা কালের মেলা ।

তুমি আসবে তো ?
বলো, তুমি আসবে তো ঠিক ?
তুমি আসবে আর স্কুল হবে তখন বন্ধ ,
তখন কতই না মজা হবে ।
সারাদিন ভেলা নিয়ে ছোটা ,
আর সেই কদম ফুলের
মিষ্টি – মধুর গন্ধ ।

তুমি আসবে কবে, হে বর্ষা ?
তোমার জন্য এত আবেদন
এত সব প্রার্থনা ,
তবুও কেন তুমি সহজে আসছোনা ?
গত বৎসরে এসেছিলে যখন –
ছিলে তখন সর্বনাশা ,
উচ্ছেদ করেছিলে কত বাড়িঘর –
কত মজবুত খাসা ।
তবুও, এইবার তুমি আসবে
অনেক শান্ত হয়ে ,
এটাই মোদের আশা ।
তুমি আসবে এবং তৃপ্ত হবে ভূমি,
বর্ষা, কবে আসবে গো তুমি ?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শামীম আরা চৌধুরী বেশ সুন্দর লিখেছে ছোট্ট বন্ধুটি। শুভ কামনা
সৌরভ শুভ (কৌশিক ) বর্ষা, তুমি আসবে কবে,আষার শ্রাবণ যখন হবে /
সূর্য এই কবিতার পাশে তোমাকে দাড়া করালে মনে হয় উচ্চতায় কবিতা তোমার চেয়ে বড় হবে হাঃ হাঃ হাঃ হাঃ। বেশ ভাল লিখেছ। এমনতর আরো লিখ আমরাও পড়ব আনন্দ নিয়ে।
খোরশেদুল আলম বৃষ্টির আবেদন অনেক আকুতি নিয়ে লেখা সুন্দর ভালো হয়েছে।
খন্দকার নাহিদ হোসেন কবিতা ভাল লাগলো। আর কবি যদি এভাবেই লিখে যায় তো সামনে ফাটিয়ে দিবে তা কবির কবিতা দেখে বেশ বুঝতে পারছি। শুভকামনা রইলো।
এমদাদ হোসেন নয়ন বর্ষার চিত্র ভালোই লাগলো। শুভকানা থাকলো।
কৃষ্ণ কুমার গুপ্ত বেশ ভালো লিখেছ তবে আরো ভালো করতে হবে ....এত বড় কবিতা লিখেছ এ জন্য তোমাকে সাধুবাদ জানাই....ভালো থেকো .....শুভ কামনা রইলো

০৩ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪