দীপ জ্বেলে যাই'১৯৭১

মুক্তির চেতনা (মার্চ ২০১২)

তির্থক আহসান রুবেল
  • ২৪
  • ১০১
(একটি সত্য ঘটনা ...)
উত্তম-সুচিত্রা জুটির অন্যতম জনপ্রিয় সিনেমা দীপ জ্বেলে যাই সিনেমাটির কথা নিশ্চয়ই মনে আছে। ঐ যে একটা হাসপাতালে নানা রকম রোগী নিয়ে ডাক্তার-নার্সদের জীবনের গল্প। যেখানে এক বদ্ধ উন্মাদকে সুস্থ করার দায়িত্ব পড়ে সূচিত্রা সেনের উপর। সূচিত্রা তার মমতা আর মানবিক যত্নের মাধ্যমে সুস্থ করে তুলেন সেই উন্মাদকে। যে ছিল একই সাথে উন্মাদ এবং হিংস্র।

আমাদের মহান মুক্তিযুদ্ধে তেমনি একটি গল্পের জন্ম দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা পদ্মা রহমান (তৎকালীন নাম পদ্মা রাণী সরকার)। দারোগা টিলায় নির্মিত হাসপাতালে তিনি ছিলেন কর্মরত। মাত্র তিনটি তাবু নিয়ে ছিল সেই হাসপাতাল। একটি ছেলেদের থাকার জন্য একটি মেয়েদের থাকার জন্য আর একটি রোগীদের জন্য। পরবর্তীতে দারোগা টিলা থেকে একটু ভিতরে হাবুল ব্যানর্জির বাগানের মালিক ব্যানর্জি বাবু বেশ কয়েকটি বাগান দিয়ে দেন মুক্তিসেনাদের চিকিৎসা সেবায়। শত শত ফলের বাগান কেটে প্রায় সাড়ে চারশো বেডের হাসপাতাল তৈরি হয় সেখানে।

গ্রামের অতি সাধারণ কৃষক পরিবারের ছেলে মালেক। তার দুনিয়া বলতে হয়ত বাবার সাথে কৃষিকাজ কিংবা গ্রামের ছেলেদের সাথে মাছ ধরা, ঘুড়ি উড়ানো। এই অতি সরল সাধারণ ছেলেটিই একদিন দেশ মাতৃকার টানে অস্ত্র হাতে নেমেছিল মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রামে। ছেলেটি কখনো যুদ্ধ বা অস্ত্র দেখেনি। কিন্তু ৭১ তাকে নিয়ে আসে যুদ্ধের ময়দানে। তার বুকের ভেতর হয়ত একটা ক্রোধ কাজ করছিল পাকিস্তানী সেনাদের উপর। কিন্তু কেন, কেউ তা জানতে পারেনি কখনো। একটা সম্মুখ সমরে সে ছিল অন্যসব মুক্তিযোদ্ধাদের সাথে। সেই যুদ্ধে পাক সেনারা পরাজিত হয়ে পিছু হটে। আর যাবার সময় ফেলে রেখে যায় তাদের কিছু আহত আর নিহত যোদ্ধাকে। মুক্তিযোদ্ধারা যখন বুঝতে পারল আরেকটি বিজয় তাদের হাতের মুঠোয়। ঠিক তখনই তারা তাকিয়ে দেখে মালেক দৌড়ে চলে গেছে পড়ে থাকা পাক সেনাদের কাছে। খুব সম্ভবত বেয়নেট দিয়ে কেটে ফেলল এক পাক সেনার মাথা। আর সেই মাথার চুল হাতের মুঠোতে নিয়ে দিকবিদিক ছুটাছুটি করতে করতে চিৎকার করে বলতে লাগল "সব কয়টারে কাইটা ফালামু। কে কৈ আছস! সব কাইটা ফালামু...."। সহযোদ্ধারা ছুটে আসলো তার কাছে। কিন্তু মালেক কাউকে পাত্তা না দিয়ে আগের মতোই চিৎকার করতে লাগলো। একটা উন্মত্ততা পেয়ে বসল মালেককে। এবার সে সহযোদ্ধাদের দিকে আগুন চোখে তাকালো। মুক্তিসেনাদের সন্দেহ বাড়তে লাগলো। একসময় তারা সংঘবদ্ধভাবে পাকড়াও করলো মালেককে। নিয়ে গেল মেলাঘর ক্যাম্পে। কিন্তু সেখানেও তার একই আচরণ। একসময় তাকে কোয়ার্টার গার্ড দিয়ে তারা বাধ্য হলো শিকল দিয়ে বেধে রাখতে। এভাবে চলল কিছু দিন। এ সময়ে তাকে কেউ যেমন কিছু খাওয়াতে পারেনি। তেমনি কেউ পারেনি তার কাছে ঘেষতে। যে কাছে গিয়েছে তাকেই মারতে উদ্যত হয়েছে মালেক। একসময় ক্যাম্পের সবাই বুঝতে পারলো মালেকের মাথা খারাপ হয়ে গেছে। উদ্যোম তারুণ্য নিয়ে সে যুদ্ধে গিয়েছিল। কিন্তু রক্ত আর লাশ তার সোজা সরল মনটাকে খুব সহজেই কাবু করে ফেলেছে। ফলে সে মানসিকভাবে হারিয়েছে স্বাভাবিক জ্ঞান। হয়ে গেছে বদ্ধ পাগল। তাকে বেধে নিয়ে আসা হলো ব্যানার্জি বাবুর বাগানে বানানো হাসপাতালে।

এই হাসপাতালে কর্মরত ডা. নাজিম রোগীটিকে খুব ভালমতো দেখলেন। জানলেন তার পেছনের গল্প। তারপর ভাবতে বসলেন কিভাবে এই উন্মাদকে সুস্থ করা যায়। ঠিক তখনই তার মনে পড়ল কিছুদিন আগে দেখা একটি ঘটনা। তখনও হাসপাতালে আহত রোগীদের ভীড় বাড়েনি। বেশীর ভাগ রোগী আসতো পেট খারাপ, জ্বর, ম্যালেরিয়া এসব নিয়ে। এমনি এক রোগী একদিন বমি করার জন্য গামলা খুঁজছিল। পাশেই ছিলেন সেখানে কর্মরত পদ্মা। তিনি তাড়াতাড়ি একটা গামলা নিয়ে সেই রোগীর মুখের সামনে ধরার আগেই রোগীটি বমি করে বসলো পদ্মার মুখে। পদ্মা প্রথমে হোচট খেলেও সরে যান নি। তিনি বাম হাতে চোখ মুখ থেকে বমি পরিস্কার করলেন। কিন্তু সেই গামলাটি ধরে রাখলেন সেই রোগীর সামনে যতক্ষণ সে বমি করল। ... সেদিনের সেই ঘটনা ডা. নাজিমের মনে গেথেছিল। তাই তিনি ধারণা করলেন, একমাত্র পদ্মাই পারবে এই রোগীকে ভাল করতে। কিন্তু কিভাবে তিনি বলবেন...!

সেদিন ডিউটি শেষে পদ্মা তার অন্য সহকর্মীদের সাথে ফিরছিলেন তাবুতে। এমন সময় ডা. নাজিম তাদের সামনে এসে দাঁড়ালেন। সবাইকে বললেন চলে যেতে। শুধু পদ্মাকে বললেন, "তুই থাক তোর সাথে কথা আছে"। পদ্মাকে তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা তুই কি উত্তম-সূচিত্রার দীপ জেলে যাই সিনেমাটা দেখেছিস? পদ্মা হাসতে হাসতে জিজ্ঞেস করলো যুদ্ধের সময় এত রসের কথা আসে কিভাবে? তারপরপরই হ্যা সূচক উত্তর দিল। তখন তিনি বললেন, আচ্ছা সেই সিনেমায় সূচিত্রা যে একটা পাগলকে সুস্থ করে... সেটা মনে আছে? পদ্মা জানালো, হ্যা আছে তো! তো এখন কি হয়েছে? তখন ডা. নাজিম থলের বিড়াল বের করলেন। বললেন, আচ্ছা মনে কর তোকে যদি এখন এমন একটা পাগলের দায়িত্ব দিই, তাহলে তুই তাকে সুস্থ করতে পারবি না! পদ্মা বোকার মতো তাকিয়ে থাকেন। তারপর মজা করেই বলেন, পারবো। তখন তিনি পদ্মাকে জানান মালেকের কথা। পদ্মা সাথে সাথে মালেককে দেখতে যায়। একটা তাবুতে শিকল দিয়ে বেধে রাখা হয়েছে। পদ্মা দূর থেকে ডাকলো, মালেক! এই মালেক! মালেক! মালেক অনেকক্ষণ পর চোখ তুলে পাশ ফিরে তাকালো পদ্মার দিকে। পদ্মা একটু যেন ঘাবড়ে গেল। মালেকের চোখে যেন শরীরের সব রক্ত জমা হয়েছে। আগুন যেন ঠিকরে উঠছে সে চোখ দিয়ে। একটা ক্রোধ ফেটে বেরোবে। পদ্মা চলে আসেন। পরদিন সকালে আবারও যান মালেকের কাছে। নিরাপদ দূরত্ব রেখে তার সাথে কথা বলার চেষ্টা করেন। কিন্তু মালেকের কোন সাড়া পান না। মালেক হঠাৎ চিৎকার করে উঠে, "সব কাইটা ফালামু, সব মাইরা ফালামু"। দিন তিনেক পর দূর থেকে পানির পাত্র এগিয়ে দেন। মালেক অনেকক্ষণ তাকিয়ে থেকে পানির পাত্র টেনে নিয়ে গলায় ঢালে। এভাবে আরো কিছুদিন যাবার পর মালেক যেন একটু আশ্বস্থ হলো যে, পদ্মা তার জন্য ক্ষতিকর কিছু না। পদ্মা যখন তার কাছে যায়, তখন একবার ফিরে তাকিয়ে চুপ করে বসে থাকে। আর পদ্মাও প্রতিদিন হাসপাতালে একটু সময় কাটিয়ে চলে আসে মালেকের কাছে। আরো কিছুদিন যাবার পর পদ্মা তার খুব কাছে গিয়ে বসে। খুব অল্প কথা বলে। এভাবে কেটে গেল আরো কিছু দিন। আর এই কয়েকদিনে পদ্মা যেমন ঘেষতে পেরেছে মালেকের কাছে। তেমনি শরীরে বসেছে নখের আর দাঁতের কতগুলো দাগ।

এর মাঝে অনেকেই মালেককে ঠান্ডা দেখে কাছে যাবার চেষ্টা করেছিল। কিন্তু অন্য যে কারো উপস্থিতি মালেককে উন্মত্ত করে দিত। সে সহ্য করতে পারতো না। চিৎকার করে গালি দিত। আর আগের মতোই কাইটা ফালামু, সবগুলারে কাইটা ফালামু বলে আক্রমণ করতে আসতো। পদ্মা যখন হাসপাতালে থাকতো তখন চিৎকার করে ডাকতো অই পদ্মা, কখনোবা অই পদ্মা আপা। যখন যা ইচ্ছে করতো তাই ডাকতো। দিনরাত যখন খুশি তখন পদ্মার নাম ধরে ডাকাডাকি করতো। পদ্মা এলে একদম চুপ। টুকটাক কথা বলতো। পদ্মা তাকে মুখে তুলে খাইয়ে দিত। কখনো কখনো মালেক আবদারের স্বরে বলতো, "তুইও খা"। পদ্মা হয়তবা একটু আধটু খেত। কিন্তু সমস্যা হয়ে যেত বিশেষ একটি ঘটনায়। ৭১ সালে হিন্দু পরিবারের একটি মেয়ে পদ্মা রাণী সরকার যখন মুসলমান ছেলে মালেককে গরুর মাংস দিয়ে ভাত মেখে খাওয়াতো আর মালেক যখন আবদারের স্বরে বলতো তুইও খা! দুটোর যে কোনটাই ছিল পদ্মার জন্য কঠিন পরীক্ষা। পদ্মাকে তখন নানা ছলচাতুরীর আশ্রয় নিতে হতো কোন রকমে মালেককে খাইয়ে নিজে না খেয়ে থাকার জন্য। কিন্তু তৎকালীন সময়ে একজন হিন্দু মেয়ে গরুর মাংস দিয়ে ভাত মেখে খাইয়ে দিচ্ছে একজন মানসিকভাবে উন্মাদ এক মুক্তিযোদ্ধাকে এটা একটি দেশের জন্য একজন অন্তপ্রাণ মানুষের কত বড় আত্মত্যাগ তা কি ভাবা যায়!

যাই হোক, সেই মালেক এক সময় সুস্থ্য হয়ে আবার ফিরে যায় যুদ্ধে। যাবার দিন অনেকেই মজা করে জিজ্ঞেস করলো, কিরে! তোর পদ্মারে নিয়ে যাবি না! মালেক লজ্জায় মাথা নিচু করে ফেলে। কিন্তু যাবার ঠিক আগে আগে পদ্মাকে ধরে সে কি কান্না! সবাই কাঁদলো। মালেক চলে গেল। তারপর আর কেউ জানে না শেষ পর্যন্ত মালেকের পরিণতি কি হয়েছে। সে কোথায় আছে কিংবা আজো বেঁচে আছে কিনা! তবে পদ্মার শরীরে এখনো হঠাৎ দেখা দেয় সেই নখ আর দাঁতের অাঁচড়।

বি.দ্র. পদ্মা রাণী সরকার দেশ স্বাধীনের পর একই ক্যাম্পের লিঁয়াজোর দায়িত্বে থাকা ২ নং সেক্টরের মুক্তিযোদ্ধা সাদেক রহমানকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করে পদ্মা রহমান নাম গ্রহণ করেন। এখানে মুক্তিযোদ্ধা পদ্মা রহমানের যুদ্ধকালীন জীবনের বিশাল বর্ণময় ইতিহাসের ক্ষুদ্র একটি অংশ তুলে ধরা হলো। ২০০৯, ২০১০ এবং ২০১১ সালে পর পর তিনবছর মুক্তিযোদ্ধাদের গ্যাজেটে নাম তালিকাভুক্তির আবেদন করেও প্রতিবার প্রত্যাখ্যাত হয়েছেন পদ্মা রহমান ও সাদেক রহমান।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Sujon এ ক্ষেত্রে পদ্মা রহমান ও সাদেক রহমান কে দলীয় নীতি গ্রহন করতে হবে.............
পারভেজ রূপক খুবই ভাল লাগল। বাস্তব ঘটনাও এত রোমাঞ্চকর হয়।
পারভেজ ভাই......... সাথে থাকবেন.... আগামীর যুদ্ধে..... আশা রাখি.........
নীলকণ্ঠ অরণি বাস্তব ঘটনা অনেক সময় সিনেমার কাহিনী কেও ছাপিয়ে যায়... ধন্যবাদ ভাইয়াকে এরকম ঘটনা তুলে ধরার জন্য।
অনেক ব্যস্ততার মাঝে ঘুরে গেলে ধন্যবাদ.............
খন্দকার আনিসুর রহমান জ্যোতি Khub Valo Laglo Rubel Vai......sotto gorbo korar moto ''mukti kahini'' uphar deyar jonno......dhonnobad apnake......5
ধন্যবাদ জ্বোতিভাই, সময় দেয়াটা এখন খুব কঠিন সবার জন্য.... তবুও তো সময় বের করে সময় দিলেন.....
আহমাদ মুকুল গল্পের ছলে বীরোচিত মানবিক সত্য ঘটনা তুলে আনার জন্য তির্থককে আন্তরিক অভিনন্দন। লেখায় তাড়াহুড়োর ছাপ আছে, যদিও তাতে মান কিংবা আবেদন ক্ষুণ্ন হয়নি।
মুকুল ভাই, আমি তো আসলে সেভাবে পারি না.... এটা জানেন.......
সেভাবে পারলে কি হতো জানি না। হেলা ফেলাতেই যা করছো!
পন্ডিত মাহী শ্রদ্ধা... তাদের জন্য শ্রদ্ধা আর ভালোবাসার একটুও কার্পণ্য নেই... আমি কিছু ভিডিও দেখেছি মুক্তিযুদ্ধের উপর কাজ করতে গিয়ে, সেখানে দেখি সাধারণ মানুষ যেখানে বিজয়োল্লাস করতে ব্যস্ত, মুক্তিযোদ্ধারা সেখানে নিরব, ভাষাহীন চোখে তাকিয়ে আছে। আমি কেদেঁছি। নিজের সবটুকু শেষ করে যারা পতাকা দিলো, স্বাধীনতা দিলো তাদের এখনো ভালোবাসতেই পারলাম না। লজ্জার শেষ নেই... কবে দেবো তাদের আত্মত্যাগের মূল্য? যখন তারা আর কেউ দেখবে না! চেতনার সূর্য আসবে কি? কবে আসবে? লজ্জা হয়...
মাহি........ এতো কমেন্টের মাঝে আরেক গল্প.....
তাই! তাহলে লিখে ফেলেন আরেকটি
মাহবুব খান অনেক ভালো /প্রতিবাদ /৫ দিলাম
বশির আহমেদ গল্পে যখন বাস্তবতার ছোয়া লাগে তখন গল্প জীবন্ত হয়ে উঠে । সুন্দর কাহিনীর সুন্দর গল্প ।
চেষ্টা করলাম বশির ভাই। দোয়া রাখবেন আগামীর জন্য
Abu Umar Saifullah ভালো লাগলো
সময় দিয়েছেন....ধন্যবাদ....

২১ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪