ডায়রি’৭১

স্বাধীনতা (মার্চ ২০১১)

তির্থক আহসান রুবেল
  • ১৭
  • 0
  • ৫৯
সেই শকুন, সেই কালো শকুন
আবারো ধারালো নখ নিয়ে
লোভী চোখের নজর দিয়েছে
লাল সবুজের পতাকায়।

সেই কালো কুকুরটা
যে ছোট শিশুর কঁচি শরীরের
কাঁচা মাংস খেয়েছিল একদিন
উদরপূর্তি করে,
সে আবারো ঘুরছে
পুরনো দিনের ছবি
নতুন করে দেখছে বলে।

সেই মুক্তিসেনা
যে বস্তা ভরা
বাঙ্গালীর চোখ পেয়েছিল
কনসেন্ট্রেশন ক্যম্পে,
যাদের হত্যা করা হয়েছিল
সেই কালো দিনগুলোতে।

সেই যে অচেনা যুবক
যার পরনের লুঙ্গি খুলে
যাচাই করা হয়েছিল
তার ধর্ম,
তাকে হতে হয়েছিল
সভ্যতার প্রতীক।

সেই গর্দ্দার
যে দেশ মাতৃকার টানে
শত্রুকূপ থেকে আকাশ যান নিয়ে
আসতে চেয়েছিল
এবং এসেছিল
মৃতু্যর পঁয়ত্রিশ বছর পর
আকাশ যানে চড়েই।

সেই যে ভাই
যে বলেছিল বোনকে নিয়ে
ঘুরতে যাবে গ্রামে,
বোনটি তার পুরোটা গ্রাম
ঘুরেছিল ভাইয়ের
মরদেহ খুঁজতে।

সেই যে প্রেমিক
যে তার প্রেয়সীকে বলেছিল
লাল শাড়িতে তোমায় সাজিয়ে
নিয়ে যাবো আমার করে,
মেয়েটি তার প্রেমিকের
রক্তমাখা শরীরটি জড়িয়ে ধরেছিল
তার শাড়িটি হয়েছিল রক্ত লাল।

সেই যে সবুজের বুকে লাল
কেড়ে নিতে চেয়েছিল
জল্লাদের দল,
আজো মাথা উঁচু করে দাড়িয়ে আছে
আমার বুকের জমিনে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তির্থক আহসান রুবেল ভোট পাওয়া আর না পাওয়ায় কি আসে যায়!!! যারা পড়েছেন সবাইকে ধন্যবাদ। আপনাদের মন্তব্য আমাকে সাহস দেয়। মন্তব্যটা সব সময়ই চাই।
তির্থক আহসান রুবেল আমাতে যখন আমি, অবাক লাগছে..... আমার তিনটা লেখাই পড়েছেন!!!
মা'র চোখে অশ্রু যখন তিনটি লিখায় ভালো লাগলো আসা করি সামনে আরো লিখবেন
তির্থক আহসান রুবেল এত ভালবাসার মূল্য দিতে পারবো কিনা.....!!!
Dubba ভালো লিখেছেন
রংধনু আমি লেখি না আমার হাত চলে, আমি বলি না আমার মুখ বলে, কারণ আমার জন্য যে আমার বাবা যুদ্ধ করে এনেছে কলম... লিখে যান....
তির্থক আহসান রুবেল বন্ধুরা, আপনারা সাথে থাকলেই অনেক কিছু সুন্দর করা সম্ভব।
Kiron খুবই ভােলা হেয়েছ।
তির্থক আহসান রুবেল রাজিব ভাই১১১ ।আমি একজন অ-কবি কবি!!! তাই শিক্ষানবীষকাল এখনো চলছে। দোয়া রাখবেন।

২১ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪