চাওয়া-পাওয়া

বন্ধু (জুলাই ২০১১)

নীলকণ্ঠ অরণি
  • ১০৮
  • ২০৯
আমায় কি তুই দিতে পারিস, একমুঠো রোদ?
কিংবা ঘন বাদলধারার একটা ফোঁটা জল?
ঠোঁটের কোণে একটু হাসি দিতে পারিস?
শুষে নিয়ে চোখের যত অশ্রু টলমল।
চুপকরে কেন বলনারে তুই, দিবি আমায় সুখ?
অন্ধকারে জ্বলবে আলো, হাজার জোনাক মুখ।
আরও আছে চাওয়ার বাকি, একে একে চাইতে থাকি...
দেখিস ভেবে পারিস কিনা, দিতে আমায় ছোট্ট একটা নদী,
পালতোলা সব ডিঙ্গি যেথায় ভাসবে নিরবধি।
আমার একটা পাহাড়ও চাই,আর একটা চাই দ্বীপ,
পারবি দিতে এনে আমায় ছোট্ট রঙ্গিন টিপ?
খোঁপায় গুঁজে দিবি আমার বেলী ফুলের মালা?
জলদি করে বলদেখি সব,এখন আমার শোনার পালা...
রোদ-বৃষ্টি,পাহাড়-নদী এসব দেয়ার সাধ্য আমার নেই।
এত কিছু চাইতে পারিস কেবল স্বপ্নতেই।
তোকে দিবো উষ্ণ আদর, নরম বুকের ওম,
সকালবেলার পাখি হয়ে ভাঙাব তোর ঘুম।
চেয়েছিলি ঠোঁটের কোণে এক চিলতে হাসি?
ভাসিয়ে দিবো খুশির স্রোতে, স্বপ্ন রাশি রাশি।
হাজার জোনাক পেয়েই জাবি,খোঁপার মালা তাও,
লাল টিপেতে ভরিয়ে দিবো ছোট্ট কপাল টাও।
তোকে দিবো পাহাড় সমান ভালবাসার ঘর,
শুনবি আরও কি কি দিবো? শুনবি কি তারপর?
ইশশ্!! মিথ্যুক, শুনবো না যা,
মিথ্যে বলার তুইতো রাজা।
ছাই দিবি তুই,বেশ তো জানি,
তোর রাজত্বে কত্ত রাণী!!
আমায় কেন দিতে যাবি? আমি কে তোর হই?
সামান্য এক বন্ধু ছাড়া আরতো কিছু নই।
ধুর!! বোকা তুই পেঁচামুখী, বুঝিস নাতো কিছু,
মিছেমিছি কখন থেকে লেগেই আছিস পিছু!
‘বন্ধু’ যে হয় তার কাছে কি চাইতে আছে এত?
‘বন্ধু’ জানে মনের কথা,চাওয়া-পাওয়া যত।
সারা জীবন থাকবো পাশে, আর কি চাই তোর বল?
জীবন দিবো উজার করে...এখন বাড়ি চল!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Suvro না, কবিতা লেখা যে সহজ কোন কাজ নয় সেটি এই লেখাটিই প্রমাণ। আর কবিতার পাঠক যে সত্যিই সংখ্যালঘু শ্রেণী। সেটি মন্তব্যগুলিই প্রমাণ করছে। এমন কাঁচা হাতের লেখা তাতেই অধিকাংশ পাঠক আনন্দিত। সকলেই কবি নয়, কেউ কেউ কবি। বলেছিলেন জীবনানন্দ। তেমনই সকলেই পাঠক নয়। কেউ কেউ পাঠক। আরও অবাক আলগছে এমন দুর্বলতম লেখা কি ভাবে প্রকাশিত হয়। সত্যিই অবাক হওয়ার মতো বিষয়।
নৈশতরী তোমার সব কবিতায় পড়ে শেষ করে ফেললাম ! তোমার শুরুটাই একটা চমক আর এত প্রাপ্তি যে অন্যকার কপালে জুটবে বলে মনে হয় না !! তবে তুমি আবেগে ডুবে থাক রূপকতাও আছে আর তোমার উপমা গুলো বেশ নজর করার মত ! সব ভালো তবুও জাতির জন্য কিছু না করলে আগামী তো তোমাকে চিনবে না মেয়ে, এই কথাটা মনে রেখো তা হলেই হবে !! যদিও নিজের খিয়ালেই মানুষ চলতে ভালবাসে তবুও.......!
ভালো লাগেনি ৫ সেপ্টেম্বর, ২০১২
মৃন্ময় মিজান পড়ছি...আর কয়েকটি বাকি....
এ কে এম মাজহারুল আবেদিন Chokhe pani eshe gelo Aurony....... apnar bhokto hoye gelam....
জোড় হস্ত অনেকের ধারনা কঠিন শব্দ না হলে কবিতা হয়না।আমার মনে হয় সুন্দর সবসময় সরল ভাবেই প্রকাশিত হয়।
Muhammad Fazlul Amin Shohag বন্ধু সংখ্যায় কারো লেখা পড়তে পারিনি, তাই আজ পড়ে নিলাম সেরা লেখকের সুন্দর কবিতাটি।
ফাতেমা প্রমি বন্ধু সংখা সেভাবে পড়া হয়ে উঠেনি...আপনার লেখা আজ পড়লাম...চমত্কার লিখেছেন... ১-৫ এর ভেতরে অবস্থানটা শুরুর দিকে থাকলে বেশ লাগত... আপু আপনাকে অনেক শুভেচ্ছা,বিজয়ী হয়েছেন.... দীর্ঘদিনের অনুপস্থিতি'র কারণে এত দিন পরে বলা... ভাল থাকবেন ....
ome420 অনেক সুন্দর লেখা আমার মন ছুয়ে গাসে
মো: রাসেল ভালো লাগলো

০৩ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪