আমার দেশ

দেশপ্রেম (ডিসেম্বর ২০১৩)

মো কামরুল হাসান
  • ১২
  • ৫৯
এমন একটা দেশ বলতো কোথায় খুঁজে পাবে ,
সব কিছুতেই প্রানের মাঝে শান্তি ছোঁয়া দিবে!

কোথায় পাবে নায়ের মাঝির দরাজ গলার গান,
মাল্লা দলের গানের তালে লম্বা গুনের টান;
খালে-বিলে জলকেলিতে ব্যস্ত ছেলের দল,
লজ্জাবতী গ্রাম যুবতী পায়ে রুপার মল;

কোথায় পাবে পুকুর ঘাটে শান বাধানো ঘাট!
হরেক রকম সদাই নিয়ে গ্রাম্য বাজার হাট,
বটবৃক্ষের ছায়ায় বসা রাখাল ছেলের বাঁশি,
পুকুর ঘাটে কলসী কাঁখে রাঙা বঁধুর হাঁসি;

কোথায় পাবে ভোরের আগেই মোরগ ডেকে উঠা!
কৃষকদের সব চাতাল মাথায় কাজের তরে ছোটা;
ভর দুপুরে কৃষাণীদের খাবার নিয়ে যাওয়া,
ক্ষেতের ধারে আচল পেতে একই পাতে খাওয়া;

কোথায় পাবে সিদ্ব ধানের এমন সোঁদা গন্ধ
বাড়ীর কোনে ঢেঁকির বানের ঢাক ঢুক ঢূক ছন্দ
শীতের সময় পিঠা-পুলির হরেক বাহারি
সারি সারি খেজুর গাছে মিষ্টি রসের হাঁড়ি।

কোথায় পাবে আঁকাবাঁকা এমন মেঠোপথ,
বছর জুড়ে রঙিন সাজের হরেক রকম রথ;
ফেরিওয়ালার ফেরি করার মিষ্টি মধুর ডাক,
যাত্রা পালায় অভিনেতার উচ্চ কন্ঠের পাঠ;

কোথায় পাবে সন্ধ্যাবেলায় পালা গানের সুর,
গায়েন দলের যুক্তিতর্ক কন্ঠ সুমধুর;
পল্লী গীতি, ভাটিয়ালি, হাসন রাজার গান,
লালন সাইয়ের গানে কাঁদে ভক্ত হাজার প্রান।

এমন দেশ যে একটাই আছে প্রিয় বাংলাদেশ,
জন্মভুমি মাগো তোমায় ভালবাসি বেশ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য চিরায়ত (এখন অবশ্য হারানো বলাই শ্রেয়) গ্রামীন বাংলার সুন্দর উপাখ্যান, বেশ ভালো লাগলো।
ইসহাক খান চিরাচরিত রূপটি ফুটিয়ে তোলার চেষ্টা ছিল। কবিতায় প্রাচীন এবং স্নিগ্ধ একটি ভাব আছে।
মো কামরুল হাসান সবাইকে ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
মনতোষ চন্দ্র দাশ কবিতায় পল্রী কবির সুর ছন্দের অনুভূতি পেলাম।ভাল লাগল। শুভেচ্ছা রইল অনেক।
মিলন বনিক অসাধারণ একটি মনোমুগ্ধকর কবিতা....আমার দেশ আমার গ্রাম...সবকিছুই খুঁজে পেলাম নিজের মত করে....
ওসমান সজীব কোথায় পাবে সন্ধ্যাবেলায় পালা গানের সুর, গায়েন দলের যুক্তিতর্ক কন্ঠ সুমধুর; পল্লী গীতি, ভাটিয়ালি, হাসন রাজার গান, লালন সাইয়ের গানে কাঁদে ভক্ত হাজার প্রান। দারুণ কবিতা
জায়েদ রশীদ যেন মাটির ঘ্রাণ মিশে আছে কবিতায়। একেই হয়ত বলে সোনার বাংলা... স্বপ্নের বাংলা... বাঙ্গালির বাংলা! অনেক ভাল লাগল।
এফ, আই , জুয়েল # বেশ বড় একটি কবিতা । এদেশের অনেক বর্ননা চম?কার ভাবে ফুটে উঠেছে । অনেক সুন্দর ।।
মাসুম বাদল এমন দেশ যে একটাই আছে প্রিয় বাংলাদেশ, জন্মভুমি মাগো তোমায় ভালবাসি বেশ............... কবিকে শুভেচ্ছা !!!
মোঃ মহিউদ্দীন সান্‌তু ভর দুপুরে কৃষাণীদের খাবার নিয়ে যাওয়া, ক্ষেতের ধারে আচল পেতে একই পাতে খাওয়া; আহা কি চমৎকার ছন্দ, গ্রাম বাংলা কে সাধারণ ভাবে তুলে এনেছেন। অনেক ধন্যবাদ।

০২ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪