ইচ্ছের ভিন্নতা

কামনা (আগষ্ট ২০১৭)

Md. Abu bakkar siddique
  • ৭৫
একদা এক জ্ঞানী,এক পথ শিশুরে কয়
বল কি ইচ্ছেতোর,এ ভূবন ময়
তোরকি ইচ্ছেকরে, ঐ বিমানে চড়ি
তোর কি ইচ্ছে করে, বড় গাড়ি আর বাড়ি
তুই কি কখনওচাস, রাজারসিংহাসন
কখনও কি ভাবিস, রাজকন্যাতোর।
তুইকিজানিসবল, এধরাকতবড়
ইচ্ছে করে কি জানতে এই, সৃষ্টি রহস্য
বালক হাসিয়াকহে,পাগল নাকি তুমি!
এসব কারও ইচ্ছেহয়, এ বন্দরে থাকি
আমার ইচ্ছে তিন বেলাতেই, গরম ভাত চাই
শীতের তীব্রতায় যেন একটা,মোটা কম্বল পাই
সৃষ্টি জগৎ কত বড়, তা দিয়ে কি করব বল?
এখনও যে পেটে অন্ন পারেনি, দুপুর গড়িয়ে যায়
তোমার সাথে কথা বলে কালেরক্ষেপন বটে
কিছু দেবে?নইলে যাই,অন্যকারও পানে
জ্ঞানী এখন দাড়িয়ে,সামনে তরুণ ছেলে
সুগন্ধিতার লাগছেনা কে,তরুণের গাথে কে
জ্ঞানী বলে ওহে তরুণ, একটি কথা বল
কোন অভাব আছে কি তোর, এ জগৎময়
তুই কি পারিস তিন বেলাতেই পেট পুরে খেতে
তুই কি কখনও কেপেছিস,বস্ত্র অভাবে শীতে
হেসে উঠে তরুণ বলে,বোকা নাকি তুমি!
আমায় দেখে এমন লাগে,অর্থা ভাবি আমি?
তবে,বলছো বলে বলছি তোমায়,আমিও অভাবি
সুকন্যার জন্মদিনে দিয়েছি এক গাড়ি
গাড়ি নাকি তার লাগেনি ভালো, বল তোকি করি?
মনটা আমার বেজায় খারাপ, এখন কি যেতে পারি?
জ্ঞানী এখন চলছে,হেঁটেই চলছে একা
হটাৎ করেই পেছন থেকে, কেমন আছেন স্যার?
জ্ঞানী এখন দাঁড়িয়ে,বিষ্ণয় তার চোখে
ভাল আছি তবে, কে তুই যুবক বল?
আমি আপনার ছাত্র, রতন আমার নাম।
কিরে রতন বল, কি সমাচার তোর?
যুদ্ধ ক্ষেত্রে দাড়িয়ে স্যার, ভালোই বলতে হয়
সত্য কথা বলতে গেলে, ভদ্রতার অবক্ষয়
জ্ঞানী এ বার প্রশ্নকরে, বল কি ইচ্ছে তোর?
ইচ্ছে তো স্যার অনেক গুলো,স্বপ্ন রাশি রাশি
কোনটা ছেড়ে কোনটা বলি?
শুরু থেকেই শুনি।
আমরা তো স্যার মধ্যবিত্ত, সংখ্যাই অনেক বেশি
এই সমাজের আবর্জনা, কিংবা সমাজ পতি
কেউবা বলি অভিনেতা, ভালই বলতে পারেন
জীবন যুদ্ধে রক্তক্ষরণ, তবুও মুখে হাসি
সভ্যতার এই জেলখনাতে বন্দী বলেই এমন
কষ্টে থাকি তবুও, হাত পাতিনা কারো
না পারিচাইতে,না পারি বলিতে
হৃদয় গহিনে ক্ষত।
এই জাতি আর এই দেশ,সব বিষয়ে ভাবি
অর্থনীতি আর রাজনীতি, ব্যাপক অবনতি।
বুক ভরা বিদ্রহ মুখে বলিতেনা পারি।
ভালবাসার কথা,কি বলবো আর
রজনীতো আজও দেখি
সব কি পূরণ হয়?
তবুও,আমরা আমি স্বপ্ন দেখি
গড়বো একদেশ
যে দেশে হিংসা,থাকবেনা ভেদাভেদ।
হাসিয়া তখন জ্ঞানী কহে
ভালই ইচ্ছে তোর
সার্থক এজনম আমার সাক্ষাতে তোর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন তবুও,আমরা আমি স্বপ্ন দেখি গড়বো একদেশ যে দেশে হিংসা,থাকবেনা ভেদাভেদ। হাসিয়া তখন জ্ঞানী কহে ভালই ইচ্ছে তোর সার্থক এজনম আমার সাক্ষাতে তোর।ভাল লাগল,ভোট রেখে গেলাম।কবিতা পড়ার আমন্ত্রন রইল।
অনেক ধন্যবাদ । অবশ্যই পড়ব।
ইমরানুল হক বেলাল কবিতার ভাবভঙ্গিতে যতেষ্ট সুন্দরভাবে ফুটে ওঠেছে। তবে অনেক গুলো শব্দ এক সাথে জুড়ে গেছে, স্পেস দেওয়া হয়নি। বিষয় গুলো নজর রাখবেন কবি ভাই, আপনার শুভকামনা রইল, এবং সাথে ভোট...।
অনেক ধন্যবাদ লেখাটি পড়ার জন্য ।
মোঃ নুরেআলম সিদ্দিকী বাহ, সত্যি চমৎকার ভাবে ফুটে তুলেছেন। খুব খুব ভালো লাগলো ভাই। তবে শেষের দিকে →আমরা বলতে তো নিজেকেও বোঝায়, সেখানে আমি দিলেন কেনো? যা হোক, অনেক অনেক শুভকামনা সহ মনের মত ভোট আপনার জন্য থাকলো। আর সময় ফাঁক করে আমার পাতাই ঘুরে আসার আমন্ত্রণ রইল।
আপনাকে অনেক ধন্যবাদ লেখাটি পড়ার জন্য । আমি আমার দুটো শব্দই দিয়েছি ছন্দের জন্য। কিন্তু আমি দেখলাম আমার লেখার স্পেস গুলো ঠিক ঠাক নাই।
ফেরদৌস আলম আপনার কবিতায় যে বিষয়টি তুলে এনেছেন, এবং যেভাবে তুলে এনেছেন সেটি খুব খুব অসাধারণ হয়েছে। এমন সংলাপমময় কবিতা অনেক দিন পড়া হয়নি যে। এগিয়ে যান।
অনেক ধন্যবাদ লেখাটি পড়ার জন্য ।

২১ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“জানুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী