কে মহান? আমি বলি, বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি নারী মহীয়ান। কে করে নারীরে অবহেলা? কে ভাবে নারী অবলা? পুরুষেরা যেমন: হস্ত-পদ-চক্ষু-কর্ণ-নাসিকা-অষ্টাঙ্গ রহিয়াছে নারীর কোথা কম কি বা তাতে? সে কালের কথা মনে পড়ে- নিমেষে নিমেষে নিষেধ ডোরে বেঁধে নারীতে বন্দী করে রাখিত ঘরে! এ করো না- ঐ করো না- করিতে যত বাঁধাধরা- আজ দেখ, বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তারা! যারা মর্যাদা ক্ষুণ্ণ ভেবে নারীকে শিক্ষার আলো দেখায় নি! আজ তারা কোথায়- নারীরা বীর-বিদুষী হয়েছে কতখানি। নরেরা যেখানে রাখিতে পারেনি পুরুষত্ব, নারীরা সেখানে করিতেছে রাজত্ব! নর ছাড়া নারী অসতী: জন্ম দিলে শিশু- মেরি কেন সতী তবে? জন্ম দিয়ে যিশু! দশ পত্নীনরের – তবু ভোগের ক্ষুধা মিটে না! নারী একে সন্তুষ্ট- আরেক চাহে না। হাজার কাণ্ড ঘটিয়ে –নর মহান-সাধু-দেবতা রহে! নারী বিনা দোষে, বিনা রটনায় অনলে পুড়িতেছে। এত জুলুম-অত্যাচার সহ্য করে-তবু নারীনরে সেবে! এত সেবা পেয়ে নরলোভী তুষ্ট নয় কভু তবে! নারী: মাতা, ভগিনী, কন্যা, স্ত্রী, প্রেমিকারূপে সর্বোৎকৃষ্ট সৃষ্টি বিধাতার; স্বয়ং সে বিধাতায় দিয়েছেন নারীকে পূর্ণাধিকার। কে মহাত্মা তুমি, নারীরে আজি রাখিবে ধরে- সেই যুগের কথা ভুলিয়ে যাও- নারীরা বন্দি রহিত ঘরে। নারী বিনা নর বৃথা: নর বিনা নারী- কিন্তু, পিতা বিনা পুত্র- বিরাট পুরুষ জন্ম দিয়েছেন মেরি। ঈসা, মুসা, ইব্রাহিম, মুহাম্মদ; কৃষ্ণ, বৌদ্ধ, যিশু, নানক- নারীগর্ভে জন্ম মনসুরের মতো মহাসত্ত্ব সাধক নারীগর্ভে যত মহৎ সন্তান, শ্রেষ্ঠ পুরুষ- যারা ছুঁয়েছেন আকাশনভ; নারী জন্ম দিয়েছেন তাঁদের মতো মহামানব
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Azaha Sultan
jora, তোমার কমেন্ট ভাল লাগল; অসাধারণ লিখলে তুমি!তবে নারীদের প্রতি আমি সব সময় শ্রদ্ধাশীল। যারা নারীদেরকে উত্ত্যক্ত করে--অমর্যাদায় তাকায়, তারা মানুষ হতে পারে না। নারীরও পুরুষের মতো কর্মদক্ষতা রয়েছে--মান-ইজ্জত রয়েছে। ভাল ব্যবহারের আশা করলে, ভাল ব্যবহার দেওয়া চাই। পুরুষকে যে বিধাতায় সৃষ্টি করেছেন, নারীকেও সে বিধি সৃষ্টি করেছেন...তা হলে আমার কী ক্ষমতা?...
ঝরা
আশা রাখি আপনি নারীদের প্রতি জুলুম করবেননা তবে খেয়াল রাখবেন নারীরা কিন্তু এখনো অনেক ছটো ছটো ক্ষেত্রেও অবহেলিত ।আমাদের নারীরা মুক্তির পশাপাশি যেনো পাশ্চাত্য দেশের নারিদের মত উলংগপনায় নেমে না পড়ে ।আপনি এভাবে নারীদের নিয়ে ভেবেছেন এবং ছন্দে ছন্দে তার প্রকাশ করেছেন খুব ভালো লাগল।নারীদের পক্ষথেকে ধন্যবাদ ।
সূর্য
গল্পকবিতার অনেক লেখকেরই রিজার্ভ পাঠক আছে। পাঠকরা তাদের লেখা পড়ে আর দেখে কোন কোন লেখাগুলোয় আমরা ভুল খুজে পেয়েছি। দায়সারাভাবে সগুলো পড়ে মন্তব্য করে তার নিজের লেখকের ভোট হালাল করে। তাদেরকে বলি আরে পাঠক, "আমাদের ভোট দেয়ার দরকার নেই লেখাগুলো পড়ে অন্তত ভালোমন্দ কিছু বলে গেলেওতো কৃতার্থ হই"। মনে হচ্ছে আমাদেরও এমন একটা রিজার্ভ গড়তে হবে।
Azaha Sultan
যে কোনও শব্দ কবিতার ক্ষেত্রে ব্যবহার করা যায়--চলে, তাতে গুরুচণ্ডালি ঘটে না; যাঁরা এ কথাটা মনে করেন, তাঁদের আরও অধ্যয়ন প্রয়োজন...ভুল একাধটু সবখানেই থাকে--তার জন্য লেখককে দোষী করা যায় না। লেখককেরা আপ্রাণ চেষ্টা করেন নির্ভুলের জন্য, কিন্তু--তা ঘটেই ঘটে!
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।