শিল্পী, তুমি একটা ছবি আঁক-
আঁচলের ফাঁকে বাঁকা চোখে চাহনি মনোরমার।
শিল্পী, তুমি আরেকটা ছবি আঁক-
সর্বনাশা নিসূদন পাষাণ হিয়ার।
শিল্পী, তুমি একটা ছবি আঁক-
সচ্ছল হাস্যোজ্জ্বল সুবিন্যস্ত রমণীর।
শিল্পী, তুমি আরেকটা ছবি আঁক-
ধর্ষণাঘাতে রক্তাক্ত- অসহায় বালকীর।
শিল্পী, তুমি একটা ছবি আঁক-
সুবর্ণ পর্যঙ্কে শোয়া নিষুতি রাজকন্যার।
শিল্পী, তুমি আরেকটা ছবি আঁক-
ক্ষুধার যাতনায় কাতর অনাথ আলেয়ার।
শিল্পী, তুমি একটা ছবি আঁক-
শিকারের মুখে নিশ্চল ক্রন্দিত গর্ভিত হরিণীর।
শিল্পী, তুমি আরেকটা ছবি আঁক-
বদান্য মনের শিকারি হিংস্র বাঘিনীর।
শিল্পী, তুমি একটা ছবি আঁক-
সৃষ্টিনাশা- সর্বনাশক অশান্ত বীরযোদ্ধার।
শিল্পী, তুমি আরেকটা ছবি আঁক-
সমরে হত মা- শিশু চোষে স্তন মাতার।
শিল্পী, তুমি একটা ছবি আঁক-
জীর্ণদেহ- বিকলাঙ্গ কাঙাল ক্ষুধার্ত বালকের।
শিল্পী, তুমি আরেকটা ছবি আঁক-
খায় কিছু- ফেলে- আলালের বিকৃত দুলালের।
শিল্পী, তুমি একটা ছবি আঁক-
তেতলায় দাঁড়িয়ে হাসছেন রাজ্যপাল অট্টহাসি।
শিল্পী, তুমি আরেকটা ছবি আঁক-
বন্যাস্রোতে ভেসে যাচ্ছে তের লক্ষ গ্রামবাসী।
শিল্পী, তুমি একটা ছবি আঁক-
চারি দিকে আহারে আহার- না খেয়ে মরছে অনাথ!
শিল্পী, তুমি আরেকটা ছবি আঁক-
ঘূর্ণিঝড়ে উজাড় বনবনানী, উজাড় লোকালয়দেহাত।
শিল্পী, তুমি একটা ছবি আঁক-
শকুন-শকুনীর আহার একাত্তরের অগণিত লাশ।
শিল্পী, তুমি আরেকটা ছবি আঁক-
কীটপোকা মশামাছি কুকুরের উল্লাস।
শিল্পী, তুমি একটা ছবি আঁক-
সর্বোন্নত আন্দোলন- বাহান্নের অগ্নিমিছিল।
শিল্পী, তুমি আরেকটা ছবি আঁক-
রাজধানী কারবালা- রক্তে পথ পিছিল।
শিল্পী, তুমি একটা ছবি আঁক-
একুশের শোকগাঁথা- প্রভাতফেরির গান।
শিল্পী, তুমি আরেকটা ছবি আঁক-
একমাত্র পুত্রের কবরের পাশে জননীর স্থান।
শিল্পী, তুমি একটা ছবি আঁক-
বন্দি স্বরাজ- চণ্ডালের হাতে জিম্মি নগরী।
শিল্পী, তুমি আরেকটা ছবি আঁক-
ফাঁসির মঞ্চে উচ্চশির- শিশুবিদ্রোহী।
শিল্পী, তুমি একটা ছবি আঁক-
মাদকাসক্ত নেশাখোর বখাটে সব মাস্তানের।
শিল্পী, তুমি আরেকটা ছবি আঁক-
মমতাসিন্ধু স্নেহময়ী সোহাগী মায়ের।
শিল্পী, তুমি একটা ছবি আঁক-
অম্বরাকৃতি- আমার ভাবনার প্রতিকৃতি।
শিল্পী, তুমি আরেকটা ছবি আঁক-
প্রতিভাবান পায় নি তার প্রতিভার দামটি!
০২ মার্চ - ২০১১
গল্প/কবিতা:
৭৯ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪