অনুরোধ

২১শে ফেব্রুয়ারী (ফেব্রুয়ারী ২০১২)

Azaha Sultan
  • ৫১
  • ১২
শিল্পী, তুমি একটা ছবি আঁক-
আঁচলের ফাঁকে বাঁকা চোখে চাহনি মনোরমার।
শিল্পী, তুমি আরেকটা ছবি আঁক-
সর্বনাশা নিসূদন পাষাণ হিয়ার।

শিল্পী, তুমি একটা ছবি আঁক-
সচ্ছল হাস্যোজ্জ্বল সুবিন্যস্ত রমণীর।
শিল্পী, তুমি আরেকটা ছবি আঁক-
ধর্ষণাঘাতে রক্তাক্ত- অসহায় বালকীর।

শিল্পী, তুমি একটা ছবি আঁক-
সুবর্ণ পর্যঙ্কে শোয়া নিষুতি রাজকন্যার।
শিল্পী, তুমি আরেকটা ছবি আঁক-
ক্ষুধার যাতনায় কাতর অনাথ আলেয়ার।

শিল্পী, তুমি একটা ছবি আঁক-
শিকারের মুখে নিশ্চল ক্রন্দিত গর্ভিত হরিণীর।
শিল্পী, তুমি আরেকটা ছবি আঁক-
বদান্য মনের শিকারি হিংস্র বাঘিনীর।

শিল্পী, তুমি একটা ছবি আঁক-
সৃষ্টিনাশা- সর্বনাশক অশান্ত বীরযোদ্ধার।
শিল্পী, তুমি আরেকটা ছবি আঁক-
সমরে হত মা- শিশু চোষে স্তন মাতার।

শিল্পী, তুমি একটা ছবি আঁক-
জীর্ণদেহ- বিকলাঙ্গ কাঙাল ক্ষুধার্ত বালকের।
শিল্পী, তুমি আরেকটা ছবি আঁক-
খায় কিছু- ফেলে- আলালের বিকৃত দুলালের।

শিল্পী, তুমি একটা ছবি আঁক-
তেতলায় দাঁড়িয়ে হাসছেন রাজ্যপাল অট্টহাসি।
শিল্পী, তুমি আরেকটা ছবি আঁক-
বন্যাস্রোতে ভেসে যাচ্ছে তের লক্ষ গ্রামবাসী।

শিল্পী, তুমি একটা ছবি আঁক-
চারি দিকে আহারে আহার- না খেয়ে মরছে অনাথ!
শিল্পী, তুমি আরেকটা ছবি আঁক-
ঘূর্ণিঝড়ে উজাড় বনবনানী, উজাড় লোকালয়দেহাত।

শিল্পী, তুমি একটা ছবি আঁক-
শকুন-শকুনীর আহার একাত্তরের অগণিত লাশ।
শিল্পী, তুমি আরেকটা ছবি আঁক-
কীটপোকা মশামাছি কুকুরের উল্লাস।

শিল্পী, তুমি একটা ছবি আঁক-
সর্বোন্নত আন্দোলন- বাহান্নের অগ্নিমিছিল।
শিল্পী, তুমি আরেকটা ছবি আঁক-
রাজধানী কারবালা- রক্তে পথ পিছিল।

শিল্পী, তুমি একটা ছবি আঁক-
একুশের শোকগাঁথা- প্রভাতফেরির গান।
শিল্পী, তুমি আরেকটা ছবি আঁক-
একমাত্র পুত্রের কবরের পাশে জননীর স্থান।

শিল্পী, তুমি একটা ছবি আঁক-
বন্দি স্বরাজ- চণ্ডালের হাতে জিম্মি নগরী।
শিল্পী, তুমি আরেকটা ছবি আঁক-
ফাঁসির মঞ্চে উচ্চশির- শিশুবিদ্রোহী।

শিল্পী, তুমি একটা ছবি আঁক-
মাদকাসক্ত নেশাখোর বখাটে সব মাস্তানের।
শিল্পী, তুমি আরেকটা ছবি আঁক-
মমতাসিন্ধু স্নেহময়ী সোহাগী মায়ের।

শিল্পী, তুমি একটা ছবি আঁক-
অম্বরাকৃতি- আমার ভাবনার প্রতিকৃতি।
শিল্পী, তুমি আরেকটা ছবি আঁক-
প্রতিভাবান পায় নি তার প্রতিভার দামটি!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ শামছুল আরেফিন আমি ভাইয়া খুব অবাক হচ্ছি। আপনি ছবি আকেন কিনা আমার জানা নেই। কিন্তু একজন শিল্পীকে যে ছবিগুলো আকতে অনুরোধ করেছিলেন সেগুলোকে কল্পনায় তুলে আনা যে কতটা কঠিনতর কাজ সেটা মনে হয় কেবল একজন শিল্পীই সবচেয়ে ভাল জানে। ছবি আকার জন্য থিম পাওয়া নিশ্চ্যই অনেক কষ্টের। অথচ আপনি কবিতায় কতগুলো ছবির চিত্র তুলে ধরেছেন। সবগুলো ছবির কথা আমি খুব মন দিয়ে পড়েছি এবং মনে মনে ছবি এঁকেছি। ছবিগুলো আমাদের সমাজ, বাস্তবতা, কল্পনা আর প্রকৃতির অপরুপ কিনবা ভয়ানক কিছু নিদর্শন। সবকিছু চাপিয়ে আপনার কবিতা ভাইয়া চরম স্রিজনশীলতার নিদর্শন। অসাধারন বললেও মনে হচ্ছে কম হয়ে যাবে।
ভালো লাগেনি ২৬ ফেব্রুয়ারী, ২০১২
আরেফিন, দাদা, তোমার বার্তা পেয়েছি.....আমি একটু ঝামেলায় আছি দাদা। তবে তোমাদের কথা সব সময় মনে পড়ে। তুমি ভাল তো? তোমরা কয়েকজনের লেখা অন্যপ্রকাশের এডিশনে না থাকায় আমি হতাশ.........তোমার মন্তব্যে আমি ধন্য....তোমার উন্নতি কামনা করলাম......ধন্যবাদ আরেফিন....ভাল থেকো .....
ভালো লাগেনি ২৭ ফেব্রুয়ারী, ২০১২
sumon miah onek balo laglo kobitati . ei kobitati upor theke niche pora gay . abar nicher theke upore , sundor,
অনেক অনেক ধন্যবাদ দাদা.......এখানে আমি একজন চিত্রকরকে অনুরোধ জানাচ্ছি--এবং সূত্রটা জানিয়ে দিচ্ছি......বিষয়বস্তু অনেক উপস্থাপন করা হয়েছে.......এবার শিল্পীর কর্ম.......হাহাহা
খন্দকার নাহিদ হোসেন জ্বালাময়ী কথা আর আবেগ। তো ভালো না লেগে উপায় আছে? শুধু পুনরাবৃত্তিটুকুই পুরনো...। তারপরও কবিতায় ভালোবাসা জানিয়ে গেলাম।
ভালো লাগেনি ২২ ফেব্রুয়ারী, ২০১২
নাহিদ, কেমন আছ দাদা? হাঁ....কিছু কবিতাতে পুনরাবৃত্তি জরুরি মনে করি......এখানে একজন চিত্রকরকে একেকটি ছবির জন্য অনুরোধ করা হচ্ছে........অনেক ধন্যবাদ তোমাকে......
ভালো লাগেনি ২৩ ফেব্রুয়ারী, ২০১২
রত্না অপ্রাপ্তি আর চাওয়া সুন্দর ভাবে উইঠে আসছে
ভালো লাগেনি ২২ ফেব্রুয়ারী, ২০১২
দিদিমনি, অনেক প্রীতি ও ধন্যবাদ.......
ভালো লাগেনি ২৩ ফেব্রুয়ারী, ২০১২
শাহীন আলম ছবি আকতে আকতে মনে হলো একটি জীবনের ছবি সব একে ফেললাম । একটি অসাধারণ কবিতা এটি ।
ভালো লাগেনি ২২ ফেব্রুয়ারী, ২০১২
অশেষ ধন্যবাদ ভাই, শাহীন আলম
ভালো লাগেনি ২৩ ফেব্রুয়ারী, ২০১২
মনির মুকুল শেষ ছবিটা আঁকলেই সব ছবি আঁকা হয়ে যাবে। তাই শেষ ছবিটাই আঁকলাম। মান্না দে’র কফি হাউসের সেই অমলের ছবিটা আঁকলাম। ব্যাস, দায়িত্ব শেষ। ..........ব্যতিক্রমী সুন্দর একটা কবিতা পড়লাম। খু-উ-ব ভালো লাগলো দাদা।
ভালো লাগেনি ২১ ফেব্রুয়ারী, ২০১২
মনির, কেমন আছ দাদা? অনেক ধন্যবাদ.....
ভালো লাগেনি ২৩ ফেব্রুয়ারী, ২০১২
নজরুল জাহান শুনেছি আপনি চত্যগ্রামের অহংকার । আপনার কবিতা ভালো লাগলো ভীষণ ।
ভালো লাগেনি ২১ ফেব্রুয়ারী, ২০১২
দাদা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে.......
ভালো লাগেনি ২৩ ফেব্রুয়ারী, ২০১২
শেখ একেএম জাকারিয়া শিল্পী, তুমি একটা ছবি আঁক- সর্বোন্নত আন্দোলন- বাহান্নের অগ্নিমিছিল। শিল্পী, তুমি আরেকটা ছবি আঁক- রাজধানী কারবালা- রক্তে পথ পিছিল। শিল্পী, তুমি একটা ছবি আঁক- একুশের শোকগাঁথা- প্রভাতফেরির গান। শিল্পী, তুমি আরেকটা ছবি আঁক- একমাত্র পুত্রের কবরের পাশে জননীর স্থান।ভাললাগল।
ভালো লাগেনি ২১ ফেব্রুয়ারী, ২০১২
জলধারা মোহনা শিল্পী হয়তো এতক্ষনে দ্রোহ আর বিক্ষোভ ভরা কবিতার আঘাতে বিষণ্ন ও ম্রিয়মান হয়ে পড়েছে.. খুব খুব সুন্দর একটি কবিতা:)
ভালো লাগেনি ২০ ফেব্রুয়ারী, ২০১২
আপনার আগমনে ধন্য অতি ধন্য এবং বিস্মিত.........অন্তরের সমস্ত প্রীতির সঙ্গে ধন্যবাদ ও অভিনন্দন....
ভালো লাগেনি ২১ ফেব্রুয়ারী, ২০১২
সূর্য তোমার কবিতায় আবেগের ঘাটতি কখনো পাইনি। এটাতেই একই, অনেক অপ্রচলিত শব্দ ব্যবহারে আমাদের লেখাগুলো যেখানে একঘেয়ে হয়ে ওঠে সেখানে তোমার লেখায় তার স্বার্থক ব্যবহারে হয়ে ওঠে অলংকৃত। অনেক ভাল হয়েছে কবিতা।
ভালো লাগেনি ১৮ ফেব্রুয়ারী, ২০১২
সূর্য, অনেক ধন্যবাদ দাদা......
ভালো লাগেনি ২১ ফেব্রুয়ারী, ২০১২

০২ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৭৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪