প্লাবন

বর্ষা (আগষ্ট ২০১১)

Azaha Sultan
  • ৫৯
  • 0
  • ১৫
নীরঞ্জনা!
ওগো নীরঞ্জনা!
তুমি পুষ্পসনে মেতে ওঠ ভ্রমরের কানে করে গুঞ্জনা?
ওগো নীরঞ্জনা!
সেদিন দেখেছিলাম তোমারে
সায়াহ্নপূর্বে পাখিদের ঝাঁকে-নীলাম্বরে;
মেঘের কূলে, পাখি পাখা আড়ালে-খুঁজিছ কারে?
শ্রীকান্ত কারাগারে!
লাগি রক্তিমটিপ, সিঁদুর ভালে;
শৈলমূলে, বৃক্ষতলে,
মরা নদীর কূলে কূলে,
গহিন কাননে, পদ্মহৃদয়ে,
যেথা-সেথা ধেয়ে ধেয়ে
সিন্ধুর পারে পারে
খুঁজিছ কারে?
কাঁরে!
ওই মালঞ্চে শুনি ভুঁ ভুঁ ভ্রমরের গুঞ্জনা
সেথা কলমি-লতার শাড়ি পরি দাঁড়িয়েছ,
তুমি নীরাঞ্জনা?
বসন্ত পবনে ধ্বনিত হয় তোমার মনে?
কোকিলের মধুস্বরে ক্ষণে-ক্ষণে

উল্লাসে-স্পন্দনা_
নীরঞ্জনা?
তুমি পাষণ্ড-পাষাণমনা
তুমি আকাশের গর্জনা
তুমি বাতাসের ঝঞ্ঝনা
তুমি রৌদ্রের ভাবনা
তুমি চন্দ্র ফেঁকাসে হাস্যাননা
তুমি সর্বনাশের মূল মন্ত্রণা
গর্ববাসের শিকড় কন্যা
তুমি বন্যা-
হ্যাঁ তুমি বর্ষা বন্যা!
নিবেদন করি, ভালোবাসা অন্যান্য-
গ্রহণ হবে না?
ওগো নীরঞ্জনা!
তোমার অভ্যন্তরে কোন দগ্ধ সিঞ্চন যন্ত্রণা?
শান্তার বাড়িতে আনাগোনা- এতই কী লেনাদেনা!
এতই কী ঘনিষ্ঠতা?
ভাল মনে করি না।
এই দেখি, নভাঙিনায় বসি হাসিছ সেকি!
এই দেখি, দন্ত ফালিতে দিয়েছ আঁকা
একি! মুকুল মনের আম্রকাননে সর্বনাশের হামাগুড়ি-
ঝড়তুফানের মহামারী-দিয়ে যাও বাড়ি বাড়ি
কী হৃদ্যতা আকাশ-বাতাস-বজ্র সনে!
আতিথেয়তা কি! রবি-শশী-জীমূত ঘনে-
সর্বদাই থাক তুমি দূরে-বহুদূরে
সর্বদাই তাদের সাথে রমণ কিরে?
সর্বদাই তাদের সাথে যুব পারাবারে-
ওই পারাবারে!
নিত্য নৃত্য তোমার ঘাসে-লতায় হেথায়
ঘুঘু শালিখ দোয়েলের সনে কুঞ্জবনে কও কত কথা-
নীরবজলে হংসমালে ছড়িয়ে দাও সারা ব্যথা
দিররাত কতকি তোমার আকাশের হাটে
দিনরাত আগমন তোমার ভরা সলিলে এই ধরামাঠে
আমাদের ভরপুর ক্ষেতে-এই মনোজ্ঞ খেয়াঘাটে
জড়িয়ে থাক ধানের মঞ্জরিতে লাটে-লাটে
তুমি সর্বনাশা দিগঙ্গনা-
দোহাই, ওগো নীরঞ্জনা!
দোহাই, আমাদের বাড়িতে আর এসো না।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Azaha Sultan লতা এবং শামীম আরাকে অনেক অনেক ধন্যবাদ......
শামীম আরা চৌধুরী সেরকমই কিছুটা। ভাল
মা'র চোখে অশ্রু যখন সুন্দর কে সুন্দর বলতে ক্ষতি কি ...?অনেক সুন্দর...কেমন আছেন খন্দকার আযহা সুলতান ভাই ....................?
মোঃ শামছুল আরেফিন ভাইয়া আপনাকেও ঈদের আগাম শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনার কমেন্টটি পড়লাম। আপনি কি আপনার মনের কথাগুলো আমার সাথে শেয়ার করলেন নাকি কথাগুলো আমাকে উদ্দেশ্য করেই বলা তা নিয়ে খানিকটা দ্বিধায় আছি। আপনার তিনটি কবিতা পড়াতে আপনি আশ্চর্য হয়েছেন জেনে আমি নিজেও অনেক আশ্চর্য হলাম। আসলে আমি যখন কারো প্রোফাইলে যাই, আমার হাতে যদি সামান্যতম সময়ও থাকে আমি অত্যন্ত সবগুলো কবিতা পড়ার চেষ্টা করি। আর প্রথম কবিতা যদি ভাল লেগেই যায় তাহলে তো কথাই নেই। আপনার কবিতার খেত্রেও তাই হয়েছিল। আমি গল্পকবিতায় কখনই সব গল্প কিংবা কবিতা পড়ে শেষ করতে পারিনা। যাদের লেখা পড়ি তাদের সবগুলো লেখা পড়ার চেষ্টা থাকে আমার। আপনার সবগুলো লেখা এই প্রথম পড়াতে আপনি হয়তোবা একটু বেশি আশ্চর্য হয়েছেন। আর ভাইয়া প্রতিদান পাবো এই আশায় আমি কখনই কারো লেখা পড়িনা। আমার লেখাগুলো যারা সবসময় পড়ে তাদের সবার লেখা পর্যন্ত আমি পড়তে পারিনা। দান- প্রতিদানের হিসাব আমি কখনই করিনা। দানের প্রতিদান আমি কখনই চাইনা। আপনি আমাকে প্রতিদান প্রত্যাশী মনে করায় তাই একটু কষ্ট পেতেই হল। পরিশেষে ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আপনার দীর্ঘায়ু ও অনেক অনেক সমৃদ্ধি কামনা করছি।
Azaha Sultan আরেফিন, সালাম দাদা, এবং সাম্মুখে ঈদ--ঈদমুবারকও রইল। দুঃখের সঙ্গে একটা কথা বলি, কথাটা কিন্তু নগণ্য একটা বার্তাও বটে--এবার আমার তিনটি কবিতা...তুমি দেখছি পর পর আমার তিনটি কবিতাই পড়ে নিয়েছ; তাই--একটু আশ্চর্যান্বিতও বটে। আমি অনেক দিন ধরে গল্পকবিতায় লক্ষ্য করছি, এবং এমন কতকজনের লেখা পড়ছি হিসাবও নেই--কিন্তু তাঁরা আমার ধারেনিকটে আসা দূরের কথা: এমনকি একটি ধন্যবাদেও সিক্ত করতে কুণ্ঠাবোধ করছে! বলতে পার প্রতিদান চাইছো? না দাদা, দানের প্রতিদান আমি লেখার বেলায়ই শুধু নয়, জীবনের বেলায়ও চাই না। আমি কিন্তু সব সময় বিপরীত ভাবি, আমাকে যদি কেউ কিছু দেয়; আমি মনে করি সে আমাকে চিরঋণী করে ফেলল; তাই, এমনকি এ সংখ্যায় আমি যদি কোনও বেড়াজালে...তাঁর লেখা পড়তে নাও পারি, কিন্তু পরবর্তী সংখ্যায় আমি তাঁর লেখা প্রথমে পড়ি...কেননা ভাই, হাদিসে একটা কথা আছে: `দানের প্রতিদান দিও' আশা করি ভুল বলি নি তো বন্ধু! ...ভুল হলে ক্ষমাপ্রার্থী। তোমার লেখার অপেক্ষায়....পুনশ্চ ধন্যবাদ। সুস্বাস্থ্য কামনা করি--
মোঃ শামছুল আরেফিন আপনি ভাইয়া আসলেই কবি। আপনি এবং আপনার লেখার প্রতি আমার শ্রদ্ধা রইল।
Azaha Sultan ধন্যবাদ মনির, ভাল লাগল......
মনির মুকুল খুব সুন্দর! কবিতাটা জীবন বাবুর ঢঙ পেয়েছে কিছুটা। অনেক অনেক শুভকামনা (আমার অনুমতি না নিয়েই আমার নাম ব্যবহার! মামলা দেব কিন্তু..... হাঃ হাঃ)
Azaha Sultan মামুন, অনেক ধন্যবাদ দাদা, সে তো হারিয়ে গেছে নীলিমায়....হাহাহা....ঈদশুভেচ্ছা
মামুন ম. আজিজ কে এই নিরঞ্জনা যার সাথে পাঠকের হলো সুন্দর শব্দে পরিচয়

০২ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৭৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪