স্বর্গপ্রাপ্তি

অভিমান (এপ্রিল ২০২১)

Azaha Sultan
  • 0
  • ৩৭
স্বর্গ স্বর্গ করে যারা মরছে আর মারছে
প্রভু তুমি বল, স্বর্গ কি তারা পেয়েছে?
ধর্ম ধর্ম করে যত যারা বিদ্বেষ ছড়াচ্ছে
বল, তারা প্রকৃত ধার্মিক হতে পারছে?


ভাল দেখালে কি কেউ বুঝা চাই ভাল?
কে জানে কার অন্তরে কত বিষকালো
বাইরের রূপে সাধুসন্যাস দেখা যাচ্ছে—
বল, তাঁরে কি সাধুমানব বলা যাবে?।


ইসলাম ইসলাম করে যত যাঁরা ছুটছে
বল, কতটুকু ইসলামে তত তাঁরা আছে?
কুরআন কুরআন বলে উল্টোপথে চলছে
তুমি বল, সে কুরআন মোটেও বুঝছে?


যতইনা দেখাবে দেখাও পরিষ্কার পথ
বিপদী ঘুরেফিরে দেখবে শুধুই আপদ
বিপদ বিপদ করে সুপথ যাঁরা দেখাচ্ছে—
বল, তাঁরা আসলেই কি সুপথে আছে?।


যেধর্মকে করে দিলে তুমি পরিপূর্ণ কবে
লক্ষ নবিরাসুল ও মুহাম্মদের শুভাগমনে!
প্রতিষ্ঠিত করেই রাখলে কেয়ামত পর্যন্তে
আবার কোন্‌ জিহাদের ডঙ্কা নতুন ঢঙে?


তোমার বাণী যদি হয় তবে—না না
আকাশপেটুকেরা দুঃসাহস পায় কোথা?
ফেরকা-ফেরকায় আর কত ফেরকা বাড়বে—
কেন ওদের ডানহাত ধরছ না তা হলে?।


কুচক্রির চক্র চক্রহারে কেবল বাড়ালে
মার মার কাট কাট কোথায় ইসলামে?
এভাবে ধর্মপ্রতিষ্ঠা কোথায় তুমি বললে?
দুষ্টের হাতে ধর্মের রশি ছেড়ে রাখলে!


গাঁট্টিগাঁঠুরে বন্দি করলে ধর্মের সৌন্দর্য
যাযাবরের জিন্দেগিতে কিসের ধর্মৈশ্বর্য?
ধর্মের সৌন্দর্য বিনষ্টে যতসব নামছে—
বল হে, চিল্লেটিল্লে এসব কোথা কুরআনে?।


ধর্মে কিছুই অসুন্দর নেই—তুমি বললে
তবে গাঁট্টিগুঁট্টি থালাবাসন কোমরে বেঁধে
এ ধর্মের শালীনতা শিখাল কে তাঁদেরকে?
ধর্ম তোমার তুমি কেন হাসছ পরিহাসে?


জানি, বিপথগুমরাহি করছ যারে তুমি
পথ পাবে না সে সুপথেও আসি জানি
এটাই ইসলাম থাকিনা যতই ইসলামে—
শয়তান ত ধোঁকা দিবে ফেরেস্তাসেজে!।


আরো জানি তোমার ভূরি ভূরি আদেশ
জানি না কে কতটু বুঝল সেই উপদেশ!
আমরা ত দেখছি আজ কেবলই বিদ্বেষ
দাবানলসম হিংসায় জ্বলছে দেশবিদেশ!

কোথাও ধর্মবাদ কোথাও মানবতাবাদ
দোহাইয়ে দুয়ে করছে শুধু নিজস্বার্থহাত
নব্য ধার্মিক নামছে ধর্ম প্রতিষ্ঠা করতে—
আখেরি দুনিয়া বুঝি এটাকেই বললে?।


শান্তির ছায়াতলে যাঁরা আসতে চাচ্ছে
ভয়ের ছুটে তাঁরা ধর্মান্তরিত ভুলছে!
যেন সত্তর হাজার ডিগ্রি আগুন জ্বেলে
তুমি বসে আছ মানবজাহাঁ পোড়তে!



এতই সহজ করলে কুরআনের বাণী
বঙ্কিম বুঝল না তোমার সেই জবানি
পথপ্রাপ্তকেই কেবল পথভ্রষ্টী বানাচ্ছে—
বল, তাদের স্থান আছে কোন্‌ রৌরবে?।

যেকথা শোনাতে বললে তা শোনাচ্ছি
যা তুমি ইশারা করলে তা আমি লিখছি।
অনেকে মানে মানুক আমাকে দোষী
তোমার সৌন্দর্যে দিবে অসুন্দরে খামছি?



আদেশ কর তুমি প্রভু স্বপ্নে ও জাগরণে
পালন করব আমি তা অক্ষরে অক্ষরেই
তোমার সুন্দরের ধর্ম ও কর্মের রক্ষার্থে—
কথাজিহাদের বাণী লিখে যাব আমৃত্যে॥
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী অনেকদিন পরে আপনার একটি লেখা পড়েছি, ভালো লেগেছে। তবে ব্যাপার হল- স্বর্গ স্বর্গ করে যারা মরছে আর মারছে প্রভু তুমি বল, স্বর্গ কি তারা পেয়েছে? কার ভাগ্যে কি আছে সেটা মহান রব ভালো জানেন। তবে ইসলামে সুন্দর করে বলা আছে- আপনি যদি ধর্মের জন্য শহীদ হন তাহলে নিশ্চিত শহীদ। আর শহীদ ব্যক্তি তো অবশ্যই স্বর্গবাসী। আপনার লেখাতে অনেককিছু ইসলাম বিদ্বেষী আছে, নিজেই বারবার পড়ে দেখার জন্য অনুরোধ। মনে রাখবেন- আমরা যদি আমাদের ধর্ম নিয়ে এতোটা ধর্ম বিদ্বেষী কথাগুলো লেখি, নিশ্চিত অন্য ধর্মের লোকেরা আমাদেরকে নিয়ে আরও ঠাটরা মশকারা করবে। যা হোক, লেখা নিয়ে আমাদেরকে সচেতন হওয়া উচিৎ। শুভ কামনা রইল।।
রুহুল আমীন রাজু মুগ্ধ
অনেক অনেক ধন্যবাদ প্রিয়...
Dipok Kumar Bhadra সুন্দর লিখেছেন।
অশেষ ধন্যবাদ প্রিয়
ফয়জুল মহী শ্বেত শুভ্র অপরূপ আপনার চিন্তা শক্তি। সুনিপুনতায় ভরপুর সুনীলবর্ণ চয়ন
অসংখ্য ধন্যবাদ প্রিয়...

০২ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৭৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪