কষ্টের কাছে ঋণী

কষ্ট (জুন ২০১১)

মনির মুকুল
  • ৫৩
  • 0
নিঃসঙ্গ জীবনের মাঝে ইদানিং একটা সঙ্গ অনুভব করি।
যদিও তাকে প্রশ্রয় দিতে চাই না
তারপরও সে আপ্রাণ চেষ্টা করে আমার সাথে ছায়ার মত লেগে থাকতে।
কাউকে অন্ধের মত ভালোবাসলে যেমনটা কেউ করে থাকে।
আমি ওকে যতই দূরে ছুড়ে ফেলতে চাই-
ও চলে আসে আরো কাছে।
মিশে যেতে চায় মনের গভীর থেকে আরো গভীরে,
জানিনা আমার প্রতি ওর এই টান কি করে হলো।

সবাইকে দেখি ভালোবাসে কাছে আসে সুখের মূহুর্তে
আর ওকে আমি বেশি কাছে পাই দুঃখের সময়টাতে।
ওর এই এক তরফা ভালোবাসা দেখে মাঝে মধ্যে ভাবনা জাগে
ওকে বোধহয় আসলেই ভালোবাসা উচিত।
তবুও ওকে ভালোবাসা হয়না।
ওকে মেনে নিতে কেন যেন আমার খুব ভয় করে
তাই ভালোবাসবো বাসবো করে আজও ভালোবাসতে পারিনি-
‘কষ্ট’ নামের এই ভালোবাসার আধারটাকে।
আমার মনের সব দরজা-জানালা আর ফাঁক ফোকর দিয়ে
ও আমার কাছে আসে; পাশে থাকে সব সময়।
প্রিয়দের প্রতি আমার গভীর ভালোবাসা থাকলেও
হয়তো এতটা টান নেই যতটা আমার প্রতি ওর আছে।
ওর মত এমনি করে আর কেউ আমার পাশে থাকেনা,
আমি প্রতিনিয়তই বিমোহিত হচ্ছি ওর নিবীড় ভালোবাসার টানে।


আমি মানুষটা আর যা হই অন্তত কৃতঘ্ন নই
তাই অকপটে কৃতজ্ঞচিত্তে স্বীকার করি-
‘কষ্টে’র এই অসীম ভালোবাসার কাছে আমি চিরঋণী।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মনির মুকুল ধন্যবাদ ভূঁইয়া।
মনির মুকুল বকুল, প্রমি ও আমিনা- আপনাদের মূল্যবান পরামর্শসহ মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই...
AMINA ভাই! চমৎকারএকটা স্বকীয় অনুভুতি প্রকাশ করেছেন।
ফাতেমা প্রমি ভালো লাগল। তবে প্রকাশের ভঙ্গিটি আর একটু শক্তিশালী হলে আরও ভালো লাগত - গদ্য কবিতা কিন্তু প্রকাশ ভঙ্গিমা আর শব্দের বুননেই সৃষ্টি হয়। শুভকামনা রইল।
Shahed Hasan Bakul goddo kobita hisebe valo likhesen...tobe aro kora jete parto...so arekto try koren...all the best....
মনির মুকুল বাঁধন ভাই, যা বললে সবই আমার কথা, তোমারটা তো বললে না........
Muhammad Fazlul Amin Shohag নিঃসঙ্গ জীবনের মাঝে ইদানিং একটা সঙ্গ অনুভব করি। যদিও তাকে প্রশ্রয় দিতে চাই না তারপরও সে আপ্রাণ চেষ্টা করে আমার সাথে ছায়ার মত লেগে থাকতে। কাউকে অন্ধের মত ভালোবাসলে যেমনটা কেউ করে থাকে। আমি ওকে যতই দূরে ছুড়ে ফেলতে চাই- ও চলে আসে আরো কাছে।
মনির মুকুল তানিম, আপন ও প্রজ্ঞা আপুসহ সবাইকে আবারও ধন্যবাদ।
তানিম ইশতিয়াক ওর এই এক তরফা ভালোবাসা দেখে মাঝে মধ্যে ভাবনা জাগে ওকে বোধহয় আসলেই ভালোবাসা উচিত। তবুও ওকে ভালোবাসা হয়না। কষ্টকে ওর মতো করে ভালবাসতে পারলে আর 'কষ্ট' মনে হবে না। মনে হবে এতেই সুখ। কিছু কিছু মানুষের এটাই নিয়তি। ধন্যবাদ এমন সুন্দরভাবে ভাব প্রকাশের জন্য। কবিতাতেও আপনি ভালো করতে পারবেন। শুভ কামনা।

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫